Bohemian - ভবঘুরে

Bohemian - ভবঘুরে Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bohemian - ভবঘুরে, Video Creator, Mymensingh.
(1)

৪৪তম বিসিএস ক্যাডার (প্রশাসন)  এ দেশে প্রথম স্হান অর্জন করেছেন জামালপুরে কৃষকের ছেলে  ফরহাদ হোসেন।প্রাথমিক বিদ্যালয় ও উচ...
02/07/2025

৪৪তম বিসিএস ক্যাডার (প্রশাসন) এ দেশে প্রথম স্হান অর্জন করেছেন জামালপুরে কৃষকের ছেলে ফরহাদ হোসেন।
প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনায় ছিলেন বেশ মনোযোগী। ফসলের মাঠেও ছিলেন কৃষক বাবার সহযোগী। এসএসসি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত বাবার সাথে মাঠে কৃষিকাজ করতেন । ফরহাদ হোসেনের শৈশব কেটেছে জামালপুর সদর উপজেলার জাফরশাহী গ্রামে ।সাধারণভাবেই কেটেছে মো: ফরহাদ হোসেনের জীবন। এ ছাড়াও ছোট থেকেই খেলাধুলার প্রতি ছিল তার ঝোক । নিজের প্রবল আত্মবিশ্বাস আর অদম্য চেষ্টায় এগিয়ে গেছেন নিজের গন্তব্যে। হয়ে গেলেন ৪৪ তম বিসিএস ক্যাডার (প্রশাসন )। তিনি জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জাফর শাহী গ্রামের তোফাজ্জল এর সন্তান। ১৯৯৬ সালের ১২ জানুয়ারী তিনি জন্ম গ্রহণ করে ফরহাদ হোসেন। বিসিএস এর ফলাফল প্রকাশ এর পর থেকেই স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী ও পার্শবর্তী এলাকার লোকজন এবং বিভিন্ন সামাজিক সংগঠনেরা ব্যক্তিরা প্রতিনিয়ত তার বাড়ীতে ভীড় জমাচ্ছে এবং ফুলেল শুভেচছাও জানাচ্ছেন।
#বিসিএস #৪৪তম #জামালপুর #জাফরশাহী #সদর #ফরহাদ

ধুয়া
30/06/2025

ধুয়া

The Last Generation Witnessing the Traditional Buffalo Cart in BangladeshFrom Generation G to Z, many may never get to e...
01/06/2025

The Last Generation Witnessing the Traditional Buffalo Cart in Bangladesh

From Generation G to Z, many may never get to experience this traditional buffalo cart firsthand.
In the rush of modern life, this simple yet sturdy symbol of rural livelihood is slowly fading away.

The gentle roar of the buffalo and the slow rhythm of the cart tell tales of childhood in the village, where life was simpler and more genuine.

Today's photos and videos will take your heart on a nostalgic journey into the heart of tradition.

"অনেক গরুর মাঝে খুঁজছি ত্যাগের শিক্ষা। ঈদ মানে শুধু উৎসব না, ভালোবাসা আর কুরবানির মানে বোঝা।"
01/06/2025

"অনেক গরুর মাঝে খুঁজছি ত্যাগের শিক্ষা। ঈদ মানে শুধু উৎসব না, ভালোবাসা আর কুরবানির মানে বোঝা।"

📍201 Dome Mosque | Gopalpur, TangailYesterday, I visited this magnificent mosque and was truly mesmerized.Its grand arch...
31/05/2025

📍201 Dome Mosque | Gopalpur, Tangail
Yesterday, I visited this magnificent mosque and was truly mesmerized.
Its grand architecture, the serene surroundings, and the spiritual atmosphere touched my heart in a unique way.
That's why, InshaAllah, I’ll be offering this year’s Eid-ul-Adha prayer right here.
Have you ever performed Eid prayers here? How was your experience?
Bohemian - ভবঘুরে
Health Tips-হেলথ টিপস

📸 গ্রামের পথে দাঁড়িয়ে থাকা দুইটা ঘোড়ার গাড়ি…নতুন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা ভুলেই যাই এই ঐতিহ্যবাহী বাহনগুলোর...
31/05/2025

📸 গ্রামের পথে দাঁড়িয়ে থাকা দুইটা ঘোড়ার গাড়ি…
নতুন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা ভুলেই যাই এই ঐতিহ্যবাহী বাহনগুলোর কথা।
তবুও গ্রামের কোনো এক কোণে দাঁড়িয়ে থাকে এরা, সময়ের এক নিঃশব্দ সাক্ষী হয়ে।

🎥 গ্রামীণ জীবনের এই নিখুঁত সৌন্দর্যগুলোই আমাদের শেকড় মনে করিয়ে দেয়।

#ঘোড়ারগাড়ি #গ্রামীনজীবন #গ্রামবাংলা #গ্রামেরগল্প

শেরপুরের অনুপ্রেণা যাদের তাদের উদ্দ্যেশ্যে দিলাম।বিল্লালের জ্ঞান বিতরণ পর্ব – ১🤣 বুদ্ধির ছিরি আর মুরখামির সিরি!এই যে ভাই...
30/05/2025

শেরপুরের অনুপ্রেণা যাদের তাদের উদ্দ্যেশ্যে দিলাম।

বিল্লালের জ্ঞান বিতরণ পর্ব – ১

🤣 বুদ্ধির ছিরি আর মুরখামির সিরি!

এই যে ভাইসব,
বিল্লাল আবার শুরু করছে তার জ্ঞান বিতরণ!
একজন মুরখো রে নিয়া দিছে হাই লেভেলের লেকচার!

জিজ্ঞেস করছে—
👉 “দাদা, মুরগি ডিমে হয়, না ডিম মুরগিতে?”
মুরখো কয়—
😋 “আগে ভাত দাও, পেট ভরলে চিন্তা করুম!”

আহারে বিল্লাল...
তুইও মুরখো, তোর ছাওয়ালও মুরখো!
কিন্তু তোমাদের এই কাণ্ড দেখে...
😂 হাসি থামাই কেমনে ভাই!
G-Z ভাবনা ডিবিএল ফার্মা
S.T.O
Health Tips-হেলথ টিপস

#বিল্লালের_বুদ্ধি
#গ্রামের_গল্প
#ভবঘুরে
#মজার_মুহূর্ত
#রিল_আসছে

"সম্মান, পুরস্কার আর এই নামডাক—সবই যে সময়ের খেলা রে ভাই।আজকে যারে মাথায় তুলে রাখি, কালকেই হয়তো ভুলে যাই।তাই কেবল বিশ্বাস...
30/05/2025

"সম্মান, পুরস্কার আর এই নামডাক—সবই যে সময়ের খেলা রে ভাই।
আজকে যারে মাথায় তুলে রাখি, কালকেই হয়তো ভুলে যাই।
তাই কেবল বিশ্বাসে নয়, বুঝে শুনে চলতে হয়।
ইতিহাস কতো বার চোখে আঙুল দিয়ে দেখায়,
তবুও মানুষ ভুল করে... আবার করে!"
#প্রকৃতি_হলো_আসল_শিক্ষক

আমার চোখ এ প্রকৃতি

গ্রামের জীবন, আমাদের বাস্তবতাএই হলো আমাদের গ্রামের প্রকৃত চিত্র — শান্ত প্রকৃতি, সরল মানুষ, আর বেঁচে থাকার অগাধ সংগ্রাম।...
30/05/2025

গ্রামের জীবন, আমাদের বাস্তবতা

এই হলো আমাদের গ্রামের প্রকৃত চিত্র — শান্ত প্রকৃতি, সরল মানুষ, আর বেঁচে থাকার অগাধ সংগ্রাম।
রাস্তা নেই, যোগাযোগের সুযোগ সীমিত। কোনো যানবাহন না থাকায় পায়ে হেটে হসপিটাল বা বাজার যেতে হয়।
স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ এখনো অনেক দূরে।
তবু, গ্রামের মানুষগুলো তাদের অসাধারণ ধৈর্য আর পরিশ্রমে জীবনের কঠিন পথে অটল থাকে।
বাচ্চাদের হাসি, বয়স্কদের কথা, কৃষকের পরিশ্রম — সব মিলে এক অনন্য গ্রামীণ সুর তোলে।
আমাদের এসব জীবনকাহিনি জানুক বিশ্ব, জানুক যারা শহরের আরাম থেকে দূরে, এখানেও জীবন বয়ে চলেছে।
আমরা চাই উন্নয়ন হোক, সংস্কার হোক — যেন আমাদের গ্রামের মানুষও পায় সুখ-সমৃদ্ধি।
Md Rukonuzzaman Rasel
Email: [email protected]

#গ্রামীণজীবন #বাংলাদেশ #২০১গম্বুজমসজিদ #ভবঘুরে #গ্রামীন_সংগ্রাম #উন্নয়ন

29/05/2025

বিলাশপুর দাখিল মাদ্রাসা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বিলাশপুর মৌজায় অবস্থিত একটি স্বীকৃত দাখিল মাদ্রাসা। এটি ময়মনসিংহ বিভাগের অন্তর্গত এবং এর EIIN (শিক্ষা প্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর) 113716। মাদ্রাসাটি দাখিল স্তর পর্যন্ত শিক্ষা প্রদান করে।

বর্তমানে মাদ্রাসাটি সরকারের MPO (মাসিক পারফরম্যান্স অনুদান) তালিকায় অন্তর্ভুক্ত নয়, তবে এটি সরকার কর্তৃক স্বীকৃত। মাদ্রাসার পরিবেশ গ্রামীণ ও সমতল ভূমির মধ্যে অবস্থিত, যা শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশ নিশ্চিত করে।

সম্প্রতি, মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করেছে। ২০২২ সালের ১০ অক্টোবর প্রকাশিত দরপত্র নং ৭৩৭,৭৪১ অনুযায়ী, মাদ্রাসার একাডেমিক ভবনের পাইলিং কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৫০ লক্ষ টাকার বেশি, যা ভবনের স্থায়িত্ব ও মান উন্নয়নে সহায়ক হবে।

যদি আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করতে আগ্রহী হন, তাহলে মাদ্রাসার সাথে সরাসরি যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া, ফি কাঠামো ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bohemian - ভবঘুরে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category