
02/07/2025
৪৪তম বিসিএস ক্যাডার (প্রশাসন) এ দেশে প্রথম স্হান অর্জন করেছেন জামালপুরে কৃষকের ছেলে ফরহাদ হোসেন।
প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে পড়াশোনায় ছিলেন বেশ মনোযোগী। ফসলের মাঠেও ছিলেন কৃষক বাবার সহযোগী। এসএসসি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত বাবার সাথে মাঠে কৃষিকাজ করতেন । ফরহাদ হোসেনের শৈশব কেটেছে জামালপুর সদর উপজেলার জাফরশাহী গ্রামে ।সাধারণভাবেই কেটেছে মো: ফরহাদ হোসেনের জীবন। এ ছাড়াও ছোট থেকেই খেলাধুলার প্রতি ছিল তার ঝোক । নিজের প্রবল আত্মবিশ্বাস আর অদম্য চেষ্টায় এগিয়ে গেছেন নিজের গন্তব্যে। হয়ে গেলেন ৪৪ তম বিসিএস ক্যাডার (প্রশাসন )। তিনি জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জাফর শাহী গ্রামের তোফাজ্জল এর সন্তান। ১৯৯৬ সালের ১২ জানুয়ারী তিনি জন্ম গ্রহণ করে ফরহাদ হোসেন। বিসিএস এর ফলাফল প্রকাশ এর পর থেকেই স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী ও পার্শবর্তী এলাকার লোকজন এবং বিভিন্ন সামাজিক সংগঠনেরা ব্যক্তিরা প্রতিনিয়ত তার বাড়ীতে ভীড় জমাচ্ছে এবং ফুলেল শুভেচছাও জানাচ্ছেন।
#বিসিএস #৪৪তম #জামালপুর #জাফরশাহী #সদর #ফরহাদ