Tanbir Ahamed Tonmoy

Tanbir Ahamed Tonmoy simpul editor My Name is Tanbir Ahamed Tonmoy. I love my family & My Country.

13/08/2025




05/08/2025

এ-ই সবের জন্য আমরা দায়ী...


fans

25/07/2025

" বাবা... "
fans
Tanbir Ahamed Tonmoy
#বাবা
#বাবারভালোবাসা
#বাবারকষ্ট
#বাবাহীনতা
#সংসারেরনীরবনায়ক
#বাবারশ্রদ্ধা
#বাবারস্বপ্ন
#বাবারঅভিমান
#বাংলাকথা
#ইমোশনাললাইন









23/07/2025

"আজ যারা আমায় নিয়ে হাসে…
একদিন তাদের হাতেই থাকবে আমার
সাফল্যের গল্প।"
Tanbir Ahamed Tonmoy

22/07/2025

"আজ আবারও আকাশ রক্তে রাঙানো…
একটি বিমান ভেঙে পড়েছে,
মাটির ওপরে ছড়িয়ে পড়েছে আগুন আর কান্না।
প্রাণ গেলো, স্বপ্ন গেলো, ফিরে এলো না কেউ।

এ কেমন দেশ?
যেখানে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ,
আর দায়িত্ব এড়িয়ে চলে কর্তারা…
আমরা শুধু প্রার্থনায় হাত তুলি,
আবারও হেরে যাই… দায়িত্বহীনতার কাছে।"
#বাংলাদেশ #বিমানদুর্ঘটনা #আজকেরঘটনা #প্রার্থনা #দেশেরজন্য

fans Tanbir Ahamed Tonmoy

"**"স্কুলটা ছিল স্বপ্ন বুনে যাওয়ার জায়গা,আজ সেটা পরিণত হলো ধ্বংসস্তূপে…কালো ধোঁয়ার নিচে চাপা পড়ে আছে বই, খাতা, আর ছোট ছো...
22/07/2025

"**"স্কুলটা ছিল স্বপ্ন বুনে যাওয়ার জায়গা,
আজ সেটা পরিণত হলো ধ্বংসস্তূপে…
কালো ধোঁয়ার নিচে চাপা পড়ে আছে বই, খাতা, আর ছোট ছোট জুতো।

একটা প্রশিক্ষণ বিমান…
ভেঙে পড়লো ক্লাসরুমের ওপর,
স্বপ্নগুলো আর ঘরে ফিরবে না।

কে দায় নেবে এই মৃত্যুদের?
কে বলবে, ‘দুঃখিত’?
বাংলাদেশ আবারও চোখের জল গোপন করে ব্যস্ত থাকবে 'তদন্ত কমিটি' গঠনে…

কিন্তু ওই ছোট ছেলেটা,
যার পাশে বন্ধুটা আর নেই—
সে আর কখনো হেসে স্কুলে যাবে না…"**

07/07/2025

বাবা কখনো অভিযোগ করে না,
কেননা তার কাঁধেই সংসারের সব ভার।
সে নীরবে লড়াই করে যায়,
আমরা শুধু বুঝতে শিখি অনেক দেরিতে...
#বাবা #বাবারভালোবাসা #বাবারকষ্ট #সংসার #ভালোবাসা #ইমোশনাললাইন #বাংলাকথা

03/07/2025

কারে বিশ্বাস করমু ভাই!

fans Tanbir Ahamed Tonmoy

21/04/2025

জাহিদুল ইসলাম পারভেজ, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, ১৯ এপ্রিল ২০২৫ তারিখে ঢাকার বনানীতে ছুরিকাঘাতে নিহত হন। ঘটনাটি ঘটে দুপুর ৩টার দিকে, যখন পারভেজ তার বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিপরীতে র‌্যানকন বিল্ডিংয়ের সামনে একটি দোকানে ছিলেন। সেখানে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীও উপস্থিত ছিলেন। তাদের নিয়ে হাসাহাসি হয়েছে কি না, তা জানতে এসে তিনজন যুবক পারভেজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে ছুরিকাঘাত করেন ।

ঘটনার পরদিন রাতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে: আল-কামাল শেখ, আলভি হোসেন জুনায়েদ এবং আল-আমিন সানি। তারা সবাই ১৯ বছর বয়সী এবং বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে এবং ক্যাম্পাসে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে । এছাড়া, পারভেজ হত্যার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

আদালত মন্তব্য করেছেন, আসামিরা 'হিরোইজম' দেখাতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং ন্যায়বিচারের দাবি উঠেছে।


محمد طنبير أحمد تونموي Md Tanbir Ahamed Tonmoy

01/01/2025

"আজ ১ জানুয়ারি! সোশাল মিডিয়ায় জন্মদিনের জোয়ার! মনে হচ্ছে আজ পৃথিবীর অর্ধেক মানুষের জন্মদিন। কারো জন্মদিন সত্যি, আবার কারোটা যেন 'বিশেষ সুবিধা'র জন্য! 😅

কিন্তু যেটাই হোক, যাদের আসলেই জন্মদিন, তাদের জানাই শুভেচ্ছা। 🎉 আর যাদের ফেসবুকের বানানো জন্মদিন, তারাও ভালো থাকুন, শুভেচ্ছা নিন! 😊"

Md Tanbir Ahamed Tonmoy محمد طنبير أحمد تونموي









lightroom photography credit Tanbir Ahamed Tonmoy & Md Tanbir Ahamed Tonmoy 📷 محمد طنبير أحمد تونموي                    ...
21/12/2024

lightroom photography
credit Tanbir Ahamed Tonmoy & Md Tanbir Ahamed Tonmoy
📷 محمد طنبير أحمد تونموي 📷📸

16/12/2024

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এটি আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে আমাদের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করে, আর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। এই দিনটি শুধুমাত্র আমাদের মুক্তির প্রতীক নয়, এটি ত্যাগ, সাহস ও দেশপ্রেমের চূড়ান্ত উদাহরণ।

আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে, রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এনে দিয়েছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।

১৬ ডিসেম্বরের গুরুত্ব:

এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।

মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের আত্মত্যাগ স্মরণ করার দিন।

আমাদের জাতীয় ঐক্যের প্রতীক ও শক্তির উৎস।

আমাদের দায়িত্ব:

স্বাধীনতার আদর্শ রক্ষা করা।

দেশকে সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্য মুক্ত করে একটি উন্নত ও সুখী বাংলাদেশ গড়ে তোলা।

পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো।

এই বিজয় দিবসে আসুন, আমরা সবাই মিলে শপথ নেই—এই দেশকে ভালোবেসে, সততা ও নিষ্ঠার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করব।

জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanbir Ahamed Tonmoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share