It's Ariyan Ahmed Sagor

It's Ariyan Ahmed Sagor সাধারণ মানুষের ভিড়ে আমি একজন অতি সাধারণ মানুষ।
আমি গর্বিত কারণ আমি হযরত মুহাম্মদ (স) এর ওম্মত। ▒F░

20/07/2025

∙──༅༎🩵🪄🪽༎༅──

___𝘼 𝙜𝙡𝙖𝙣𝙘𝙚 𝙖𝙩 𝙮𝙤𝙪 𝙬𝙤𝙪𝙡𝙙 𝙦𝙪𝙚𝙣𝙘𝙝 𝙩𝙝𝙚 𝙩𝙝𝙞𝙧𝙨𝙩 𝙤𝙛 𝙩𝙝𝙚 𝙡𝙞𝙩𝙩𝙡𝙚 𝙚𝙮𝙚𝙨..!!😅💟

-/>>তোমাকে এক নজর দেখতে পারলে ক্ষুদার্থ নয়নের তৃষ্ণা ফুরাইয়া যাইতো-:)🙂🌻🪽

∙──༅༎🩷🪄🪽༎༅──۵”༉⎯͢⎯⃝🦋🖤

17/07/2025

- 𝙀𝙫𝙚𝙧𝙮𝙤𝙣𝙚 𝙝𝙖𝙨 𝙖 𝙨𝙩𝙤𝙧𝙮..!!🖤🌸

𝙎𝙤𝙢𝙚 𝙖𝙧𝙚 𝙘𝙤𝙢𝙥𝙡𝙚𝙩𝙚 𝙖𝙣𝙙 𝙖𝙧𝙚 𝙞𝙣𝙘𝙤𝙢𝙥𝙡𝙚𝙩𝙚..!!ツ😌🥀

- গল্প সবারই থাকে..!!🖤🌸

কারোটা স'ম্পূর্ণ আর কারোটা অপূ'র্ণ..!! ツ😌🥀

A***n Ahmed Sagor

15/05/2025

Hi

05/08/2024

🤔 মনে করো তুমি একটা দেশের প্রদান মন্ত্রী
তুমাকে যদি তোমার দেশের মানুষ না চায়
তাহলে তুমি কখনো সেখানে থাকতে পারবে না। যেমন বাংলাদেশের প্রদান মন্ত্রী শেখ হাসিনা।

It's Ariyan Ahmed Shagor 🈳❤️

18/07/2024
17/07/2024

কোটা আন্দোলন

26/04/2024

আগামী ২৮ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল ও কলেজ খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেইসঙ্গে আগামী ৪ মে থেকে স্কুল-কলেজে শনিবারও ক্লাস চলবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, বর্তমান তাপমাত্রা দেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই আগামী রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের কোনো কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

25/04/2024

বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড: আতিউর রহমান স্যারের বাস্তব জীবনী এটা। লেখাটা আগে আপনার ছেলে মেয়েকে পড়ান,তারপর আপনি নিজে পড়ুন।।
টাকা থাকলেই জীবনে বড় হওয়া যায় না।ইচ্ছা থাকলে সন্মান, টাকা আপনার কাছে নিজে থেকে ধরা দিবে।সেহেতু হতাশ হবেন না।
..............................................................

আমার জন্ম জামালপুর জেলার এক অজপাড়াগাঁয়ে। ১৪ কিলোমিটার দূরের শহরে যেতে হতো পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে। পুরো গ্রামের মধ্যে একমাত্র মেট্রিক পাস ছিলেন আমার চাচা মফিজউদ্দিন। আমার বাবা একজন অতি দরিদ্র ভূমিহীন কৃষক। আমরা পাঁচ ভাই, তিন বোন। কোনরকমে খেয়ে না খেয়ে দিন কাটতো আমাদের।

আমার দাদার আর্থিক অবস্থা ছিলো মোটামুটি। কিন্তু তিনি আমার বাবাকে তাঁর বাড়িতে ঠাঁই দেননি। দাদার বাড়ি থেকে খানিকটা দূরে একটা ছনের ঘরে আমরা এতগুলো ভাই-বোন আর বাবা-মা থাকতাম। মা তাঁর বাবার বাড়ি থেকে নানার সম্পত্তির সামান্য অংশ পেয়েছিলেন। তাতে তিন বিঘা জমি কেনা হয়। চাষাবাদের জন্য অনুপযুক্ত ওই জমিতে বহু কষ্টে বাবা যা ফলাতেন, তাতে বছরে ৫/৬ মাসের খাবার জুটতো। দারিদ্র্য কী জিনিস, তা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি- খাবার নেই, পরনের কাপড় নেই; কী এক অবস্থা !

আমার মা সামান্য লেখাপড়া জানতেন। তাঁর কাছেই আমার পড়াশোনার হাতেখড়ি। তারপর বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই। কিন্তু আমার পরিবারে এতটাই অভাব যে, আমি যখন তৃতীয় শ্রেণীতে উঠলাম, তখন আর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকলো না। বড় ভাই আরো আগে স্কুল ছেড়ে কাজে ঢুকেছেন। আমাকেও লেখাপড়া ছেড়ে রোজগারের পথে নামতে হলো।

আমাদের একটা গাভী আর কয়েকটা খাসি ছিল। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওগুলো মাঠে চরাতাম। বিকেল বেলা গাভীর দুধ নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতাম। এভাবে দুই ভাই মিলে যা আয় করতাম, তাতে কোনরকমে দিন কাটছিল। কিছুদিন চলার পর দুধ বিক্রির আয় থেকে সঞ্চিত আট টাকা দিয়ে আমি পান-বিড়ির দোকান দেই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে বসতাম। পড়াশোনা তো বন্ধই, আদৌ করবো- সেই স্বপ্নও ছিল না !

এক বিকেলে বড় ভাই বললেন, আজ স্কুল মাঠে নাটক হবে। স্পষ্ট মনে আছে, তখন আমার গায়ে দেওয়ার মতো কোন জামা নেই। খালি গা আর লুঙ্গি পরে আমি ভাইয়ের সঙ্গে নাটক দেখতে চলেছি। স্কুলে পৌঁছে আমি তো বিস্ময়ে হতবাক ! চারদিকে এত আনন্দময় চমৎকা

17/11/2023

মানসিকভাবে যখন তুমি বিধ্বস্ত থাকবে, তখন...
পৃথিবীর সব কিছু তোমার কাছে বিরক্তিকর মনে হবে,
সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার‌ও তোমার কাছে অখাদ্য মনে হবে,
পৃথিবীর অন্যতম সুন্দর জায়গায় দাঁড়িয়েও সব কিছু তুচ্ছ মনে হবে,
সবচেয়ে ভালোলাগার গানটি শুনলে তোমার মনে হবে, কী বাজে এক সুর,
সব থেকে কাছের মানুষদের নজর এড়িয়ে চলতে ইচ্ছে হবে,
খুব গোছানো রুমটাও নোংরা আর এলোমেলো মনে হবে,
সব থেকে পছন্দের পোশাক তখন পরতে ইচ্ছে হবে না,
নিজেকে জঞ্জাল মনে হবে,
অন্য সবাইকে জঞ্জাল মনে হবে,
তখন তোমার কোথাও যেতে ইচ্ছে হবে না, কারও সাথে কথা বলতে ইচ্ছে হবে না, কিচ্ছু খেতে ইচ্ছে হবে না।

এরকম মুহূর্তে পৃথিবীর সব কিছু থেকে নিজেকে সরিয়ে খুব একলা লুকিয়ে পড়তে ইচ্ছে হবে,
প্রচণ্ড মানসিক যন্ত্রণা এড়াতে, সব কিছু ভুলে থাকতে দিনের পর দিন তোমার শুধু ঘুমিয়ে থাকতে ইচ্ছে হবে।
তখন কাউকে কোনো কৈফিয়ত দিতে ইচ্ছে হবে না, নিজের মানসিক অবস্থার কথা কাউকে বলতে ইচ্ছে হবে না, একটা সময় কারও কোনো করুণা, কোনো এক্সপ্লেনেশন কিছুই তোমার আর চাহিদা থাকবে না, তুমি শুধু নিজের সাথে নিজেকে নিয়ে একটু বাঁচতে চাইবে, বেঁচে থাকার লড়াইয়ে আপ্রাণ চেষ্টা করে নিজেকে নিজের সাথে মানিয়ে নিতে চাইবে।

আমরা অনেকেই জানি না, মানুষ আসলে নিজেকে হারিয়ে ফেলার এবং নিজের কাছে হেরে যাবার আগমুহূর্ত পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করে যায়। নিজেকে তলিয়ে যেতে দেখাটা যতটা কঠিন, তার থেকেও অনেক বেশি কঠিন নিজেকে নিজের ব্যর্থতা-সহ মেনে নিতে শেখা, নিজের ব্যর্থতার সাথেই নিজেকে বাঁচিয়ে রাখা এবং রোজ এভাবে বেঁচে থাকা।

মানসিক শান্তির বিষয় আমরা খুব কম ভাবি, কেননা জীবনের ব্যস্ততায় কাজের ভিড়ে সে সময় সবার হয় না, কিন্তু যে-ব্যক্তি মানসিক শান্তিটা কিছুতেই আর কোথাও খুঁজে পায় না, তার পক্ষে অন্যদের ভালো রাখা অনেক অনেক কঠিন। আমরা নিজেরা মানসিক শান্তিতে থাকলেই পরিবার এবং সমাজের চিন্তাটা করতে পারি, দায়িত্বের বোধটা কাজ করে। যে নিজের সেই মানসিক শান্তিটা আর কিছুতেই নিজেকে দিতে পারে না, সে তার আশেপাশের সবাইকে ভীষণ কষ্ট দেয়, বিরক্ত করে। সে বোঝে এই বিষয়গুলো, এজন্য সে নিজেকে গুটিয়ে নেয় অন্যদের বিরক্তির কারণ হতে চায় না বলে, কিন্তু অনেকসময় সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অন্যদেরকেও সেই যন্ত্রণার ভাগীদার করে। এজন্য কখনো কখনো নিজেকে বাঁচিয়ে রাখতে হলেও মানুষের অন্যদের খুশি কর

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Ariyan Ahmed Sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share