জীবন তরী

জীবন তরী ফলো দিয়ে সাথেই থাকুন। পোস্ট ভাল লাগলে লাইক,কমেন্ট শেয়ার করুন, ধন্যবাদ।

নিজেকে সফল করার নতুন নতুন আইডিয়া পেতে আমাদের পেইজে চোখ রাখুন।
#বিঃদ্রঃ যারা এই পেজ এ লাইক দিয়েছেন তাদের কে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দয়া করে পেজ এর পোষ্ট গুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার বন্ধুদের কে এই পেজ এ ইনভাইট করুন।

13/08/2025

অভিমান করলে যদি কেউ এসে বুঝিয়ে না নেয়—
তাহলে বুঝে নিও, সে তোমায় হারানোর ভয় পায় না।
অভিমান মুছে যায় যত্নে, অবহেলায় নয়…
যে ভালোবাসে, সে নীরবতাও ভাঙতে জানে।..🖤🖤

সবাইকে আপন করে ভাবার অভ্যাস ছেড়ে...                   #জীবনতরী
13/08/2025

সবাইকে আপন করে ভাবার অভ্যাস ছেড়ে...
#জীবনতরী

পরিকল্পিত ভাবে যদি কেউ নিজেকে স'রি'য়ে নেয়, তবে তাকে আর না খোঁজা’ই ভালো..!💔🙂
12/08/2025

পরিকল্পিত ভাবে যদি কেউ নিজেকে স'রি'য়ে নেয়,
তবে তাকে আর না খোঁজা’ই ভালো..!💔🙂

11/08/2025

কথা বললে হয়তো মায়া বাড়ে, কিন্তু না বললেও মায়া
কমে না ।
এই কথাটা শুনতে যতোটা সহজ,এর মানেটা ঠিক ততটাই
গভীর। মায়া জিনিস টাই অদ্ভুত। কারো সঙ্গে প্রতিদিন কথা
বললে তাকে খুব আপন মনে হয়, কিন্তু এমন মানুষ ও আছে
যার সঙ্গে হয়তো বহুদিন কথা হয়না তবুও তার জন্য মনের
কোণে এক টুকরো মায়া জমে থাকে।
যা সময়, দূরত্ব এমনকি নিরবতাকেও হার মানায়!

11/08/2025

আমি আছি তো" এই কথাটা যখন
কেউ বলে তখন মনে হয়
সে তার পুরো জগৎটা
আমায় দিয়ে দিলো।

কোথায় যেনো পড়েছিলাম" পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য নয়"। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারোর জন্য কোথাও বি...
10/08/2025

কোথায় যেনো পড়েছিলাম" পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য নয়"। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমান থেমে থাকে না। চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়।
যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবেনা বলে ভাবছেন, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন, তার জীবনে কোন প্রভাব পরে কি না! দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে। বড়জোর হুটহাট একটু আপনার অভাব বোধ হতে পারে, আর বেশি কিছু না। সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়। আসলে মানুষ অভ্যাসের মতো। অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন।
তবে অসম্ভব কিছু না...

10/08/2025

কাউকে আটকে রেখো না ,
যাচ্ছে যাক চলে।
শুকনো গাছেও পাতা জন্মায়,
বসন্ত শুরু হলে।

10/08/2025

কাউকে যদি বারবার বোঝাতে হয়,
আপনি কতটা মূল্যবান…
তাহলে হয়তো আপনি ভুল জায়গায় আছেন।

🔹 সম্মান না পেলে, সরে যেতে শিখুন।
🔹 গুরুত্ব কমে গেলে, দূরে সরে যান।
🔹 অবহেলা শুরু হলে, নিজের দাম বুঝিয়ে দিন।

⛔ সবকিছুর আগে মনে রাখুন—
কারো কাছে আত্মসম্মান বিসর্জন দেবেন না।

কারণ যারা নিজের সম্মান বিসর্জন দিয়ে পাশে থাকে,
তাদের কোনোদিনই প্রকৃত মূল্য দেওয়া হয় না।

🌿 আর তাই,
'নিজের সম্মান নিয়ে চুপচাপ চলে যাওয়া'—
এই সিদ্ধান্তটাই অনেক সময় সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত।

যেখানে সম্মান নেই,
সেখানে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না।
তাই নিজেকে ভালোবাসুন। সম্মান দিন নিজেকে।

সব সম্পর্ক টিকিয়ে রাখার দায় শুধু আপনার নয়। যেখানে সম্মান নেই, সেখান থেকে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

10/08/2025

কঠিন সময় যে আগলে রাখে ভরসা দেয় তার ঋণ শোধ করতে নেই, কখনো শোধ করা যায় না। যারা শোধ করবে বলে তারা মনুষ্যত্বহীন।

08/08/2025

কাউকে অতিরিক্ত কেয়ার করতে যাবেন না। অতিরিক্ত কেয়ারে আপনিই অতিরিক্ত অবহেলার পাত্র হয়ে যাবেন।

সবার জীবনে এমন..একটা প্রিয় মানুষথাকা উচিত...যে বুঝবেআর বোঝাবে কিন্তু;কখনোছেড়ে যাবে না!
07/08/2025

সবার জীবনে এমন..
একটা প্রিয় মানুষ
থাকা উচিত...
যে বুঝবে
আর বোঝাবে কিন্তু;
কখনো
ছেড়ে যাবে না!

06/08/2025

কিছু মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না, যাদেরকে কষ্ট দেয় তাদের বুক ছেঁড়া দীর্ঘশ্বাসি যথেষ্ট!

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when জীবন তরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জীবন তরী:

Share