
02/07/2025
বলতে পারবেন কি? জীবনের শেষ কোথায়?
=মানুষ কে ক্ষমা করতে শিখুন, অনেক শান্তি পাবেন, জীবনে চলার পথে ক্ষমার অভাবে দিন দিন অশান্তি, দূঃখ বেড়েই চলছে, #মানুষ কথায় কথায় হিস্র হয়ে উঠেছে, কোথায় ভেসে যাচ্ছে শিক্ষা,সংস্কৃতিি, ঐতিহ্য, #পৃথিবী নাকি আধুনিক সভ্যতার চরম শীর্ষে উঠে গেছে, এই যদি হবে তাহলে কোথায় গেলো মানুষের সুখ-শান্তি। সামাজিক যোগাযোগ সহ জাতীয় পত্রিকার পাতায় চোঁখ দিতেই বুক ধক করে উঠে, জ্বলছে হৃদয় অশান্তিতে মনের শোক, অশান্তিতে জ্বলছে প্রাসাদ সমতূল্য বসতভিটা। পালাচ্ছে মানুষ ইজ্জত ও জীবনের তাড়নায় এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে মনুষ্য নির্মীত মারনাস্ত্র, বাবার হাতে খুন হচ্ছে সন্তান আবার ছেলের হাতে বাবা ও মা, সন্তানের স্ত্রীর প্ররোচনায় #মা কে ধাক্কা দিয়ে রাস্তায় ছুড়ে যাচ্ছে।
স্ত্রী তার স্বামী কে অবিশ্বাস করছে, ভেঙে যাচ্ছে সংসার।
(বলতে পারেন এসবের শেষ কোথায়?)
Content By Ali