মুহিব্বুল্লাহ

মুহিব্বুল্লাহ লক্ষ্য ঠিক থাকলে, সফলতা আসবেই।

একুশের বইমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে মুহিব্বুল্লাহ ফুয়াদ এর প্রথম শিশুতোষ গল্পগ্রন্থ “টেংরা পুঁটি ও সাফাত”। বইটি পাওয়া যা...
19/02/2025

একুশের বইমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে মুহিব্বুল্লাহ ফুয়াদ এর প্রথম শিশুতোষ গল্পগ্রন্থ “টেংরা পুঁটি ও সাফাত”। বইটি পাওয়া যাচ্ছে সিলেটের বইমেলায় ১২ নং স্টলে। ঢাকায় ৭১৯নং স্টলে।চট্রগ্রাম বইমেলা ১২৪ নং স্টলে। খুলনা বইমেলা ৩৩ নং স্টলে।

তোমরা যারা বই পড়তে ভালোবাসো। গল্প পড়তে পছন্দ করো। যারা সুন্দর সুন্দর গল্পে বুঁদ হয়ে থাকো। তাদের জন্য আমি একটি বইয়ের কিছু কথা বলছি। আশাকরি তোমাদের ভালো লাগবে। বইটি এক কথায় অসাধারণ একটি বই। তাহলে চলো শুরু করি!

বইটির নাম “টেংরা পুঁটি ও সাফাত”।এতে রয়েছে মোট পাঁচটি গল্প। ব্যাঙের গ্যাঙ,ইঁদুর ধরার ফাঁদ,প্রান্থ এখম চশমা পরে,ফিরে এসেছে সিংহ রাজা এবং টেংরা পুঁটি ও সাফাত। চমৎকার এই পাঁচটি গল্পের প্রত্যেকটি গল্প ভিন্নরকম স্বাদে ভরপুর। ব্যাঙের গ্যাঙ গল্পটিতে দূরন্ত শৈশবের দুষ্টুমিগুলো দারুণভাবে চিত্রায়ণ করেছেন লেখক। যা বর্তমান সময়ে খুব বেশি দেখা যায় না। গল্পটি পড়লে শিশুকিশোররা যেভাবে আনন্দ পাবে সেভাবে অতীতের শিশুদের অবস্থান সম্পর্কেও জানতে পারবে। কীভাবে অতীতের শিশুরা তাদের সুন্দর শৈশব পার করেছে।

ইঁদুর ধরার ফাঁদ এই গল্পটিতে শিশুদের বিচক্ষণতার রূপরেখা ফুটে উঠেছে। যা আগামীর শিশুদের মেধাশক্তি বৃদ্ধির জন্য খুবই উপকারী।

প্রান্থ এখন চশমা পরে—এই গল্পটি আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে।কারণ, এই গল্পটি বর্তমান সময়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো পাঠক এই গল্পটি পড়লে নিজেকে বা নিজের পরিবারের কাউকে অজান্তেই গুলিয়ে ফেলবে। এতটাই বাস্তবতাপূর্ণ এই গল্প। এই গল্পটা থেকে শিক্ষণীয় হলো,মোবাইল নামক ডিভাইস আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য অনেক ক্ষতির কারণ। আর এর জন্য প্রাথমিকভাবে মা-বাবাই দায়ী। এই গল্পটি আমাদেরকে নিশ্চিত ভাবিয়ে তুলবে।

ফিরে এসেছে সিংহ রাজা গল্পটি কাল্পনিক হলে-ও বাস্তবতার সাথে যথেষ্ট মিল রয়েছে। কারণ, আমাদের মাঝে খুব বেশি হুজুগী মনোভাব আছে। যেকারণে আবেগে অনেক সময় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। মিষ্টি কথায় গা ভাসিয়ে দিই।পরবর্তীতে এর জন্য আমরা আফসোস করি। এই জন্য উচিৎ ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া।সামনে আগানো।
সর্বশেষ গল্প, টেংরা পুঁটি ও সাফাত — এ গল্পটির নামেই বইটির নামকরণ করা হয়েছে বইয়ের। এই গল্পটিতেও শৈশবে মাছ ধরা শিশুদের দারুণ একটি চিত্রাঙ্কন করেছেন লেখক। পুরো বইটি এক বসাতেই পড়ে ফেলা যাবে বইটি। যে-কোনো পাঠককে ধরে রাখতে সক্ষম এই বইটি। একবার পড়া শুরু করলে শেষ না করে কেউ উঠতে চাইনে না এটা নিশ্চিত। একটা গল্প আরেকটা গল্পকে পড়ার প্রতি ভীষণ আকর্ষণ করে।
মোটকথা, এই বইটি অসাধারণ একটি গল্পের বই বলায় যায়। বইটি শিশু-কিশোরদের জন্য যেভাবে আনন্দদায়ক ও উপভোগ্য ঠিক তেমনি বড়দের জন্যও আনন্দদায়ক।

বইটি প্রকাশ করেছে পাপড়ি প্রকাশন।প্রকাশক কামরুল আলম। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছে,অষ্টম শ্রেণির ছাত্র আয়ানুল হক রোহান।বইটির মূল্য ১০০ টাকা।

উম্মে ফাইয়াজ
১১:৩০পিএম
১৮/২/২৫ইং
কেরানীগঞ্জ ঢাকা

শীতের ছড়া
26/12/2024

শীতের ছড়া

নিজেকে কখনো ভাববো না বড়ো বলবো না ভালো কভুযদি-ও বা বলে ফেলি কোনো দিনমেনে নিয়ো কো তবু।
21/12/2024

নিজেকে কখনো ভাববো না বড়ো
বলবো না ভালো কভু
যদি-ও বা বলে ফেলি কোনো দিন
মেনে নিয়ো কো তবু।

খুল রে এবার দোর
19/12/2024

খুল রে এবার দোর

স্বপ্নে দেখি
14/12/2024

স্বপ্নে দেখি

 #সাবধান  #মুহিব্বুল্লাহ  #ফুয়াদ
09/12/2024

#সাবধান #মুহিব্বুল্লাহ #ফুয়াদ

আপনেরে ভালো রাখ
07/12/2024

আপনেরে ভালো রাখ

শিশুতোষ ছড়া
04/12/2024

শিশুতোষ ছড়া

Address

Mymensingh

Telephone

+8801791195965

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুহিব্বুল্লাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুহিব্বুল্লাহ:

Share