16/08/2025
🔴 জন্মাষ্টমী ও জাদু নবায়ন
👉 সময় ও প্রেক্ষাপট
১৬ তারিখ হিন্দুদের জন্মাষ্টমী পূজা। পূজা শুরু হবে আজ রাত ১১:৫০ থেকে। এই সময় হিন্দু পূজারীরা কেবল পূজা-অর্চনাই করে না—বরং অনেকে জাদু, টোনা, তাবিজ-কবচ ইত্যাদি অশরীরী শক্তি ব্যবহার করে থাকে।
তাদের অন্যতম প্রধান কাজ হলো পুরনো জাদুগুলো নবায়ন করা। অর্থাৎ, পূর্বে যাদের উপর জাদু করা হয়েছে, সেগুলোকে আবার নতুন শক্তি দিয়ে কার্যকর করা।
⚠️ জাদু নবায়নের লক্ষণসমূহ
যাদের উপর পুরনো জাদু কার্যকর বা নবায়ন হয়, তারা হঠাৎ নিম্নলিখিত উপসর্গগুলো টের পেতে পারেন—
হঠাৎ শরীরে ব্যথা বা অস্বাভাবিক কষ্ট
অস্থিরতা ও ভেতরে ভেতরে অশান্তি
হালকা মাথা ব্যথা, চাপা দুশ্চিন্তা
হঠাৎ খারাপ লাগা, মনে অকারণে অস্বস্তি
অতিরিক্ত ঘুম পেয়ে যাওয়া বা স্বপ্নে অদ্ভুত কিছু দেখা (বিশেষত খাওয়া-দাওয়া সম্পর্কিত)
🕋 জাদু নষ্ট করার সহজ করণীয়
🔹 যদি ব্যথা, অস্থিরতা, অশান্তি বা খারাপ লাগা বেড়ে যায়, তাহলে দেরি না করে জাদু নষ্টের আমল শুরু করুন—
1. মাথায় হাত রাখুন এবং পড়ুন:
সূরা ফাতিহা
সূরা বাকারাহ ১০২
আয়াতুল কুরসী
সূরা আরাফ ১১৭-১২২
সূরা ইউনুস ৮১-৮২
সূরা ত্বা-হা ৬৯
সূরা কাফিরুন
সূরা ইখলাস
সূরা ফালাক
সূরা নাস
👉 প্রত্যেকটি ৩ বা ৭ বার করে পড়বেন।
২. পড়ার মাঝেমধ্যে এবং শেষে পানিতে ফুঁ দিন এবং সেই পানি পান করুন।
৩. যদি স্বপ্নে খাওয়া-দাওয়া দেখতে পান বা খাবার খাওয়ার মতো অনুভূতি হয়—
তবে সেই পানিতে বরইপাতা অথবা সোনাপাতার গুঁড়ো (Sidra leaves) মিশিয়ে তা পান করুন।
✨ সারসংক্ষেপ
আজ রাত থেকে পূজা উপলক্ষে ব্যাপক জাদু ও পুরনো জাদুর নবায়ন শুরু হবে।
যাদের উপসর্গ দেখা দিচ্ছে, তারা নিজে সেলফ-রুকইয়াহ শুরু করুন।
নিয়মিত হেফাজতের আমল বজায় রাখুন।
কুসংস্কার বা কবিরাজের কাছে না গিয়ে কেবল কুরআন-সুন্নাহ ভিত্তিক আমল করুন।
আতংকিত নয়, সতর্ক হোন
Sunnah Cure
#এই