এসো আলোর পথে Esho Alor Pothe

এসো আলোর পথে Esho Alor Pothe পবিত্র আল কুর'আন ও হাদিস এর আলোকে পরিচালিত একটি ইসলামী পেইজ।

মানুষ কবরে উপস্থিত হলে একটা সাইকোলজিক্যাল টেষ্টও থাকবে আল্লাহর পক্ষ থেকে। হাদিস দ্বারা এটি বুঝা যায়, কিন্তু এই প্রশ্নের...
20/09/2025

মানুষ কবরে উপস্থিত হলে একটা সাইকোলজিক্যাল টেষ্টও থাকবে আল্লাহর পক্ষ থেকে। হাদিস দ্বারা এটি বুঝা যায়, কিন্তু এই প্রশ্নের ব্যাপারে কোনো আলোচনাই হয়না।
আবু দাউদের হাদিসে এসেছে, মাইয়্যেত(মৃত ব্যক্তি) যখনই মারা যাক আর তাকে যখনই কবরস্থ করা হোক না কেন, কবরের মধ্যে তাকে বিশেষ একটা হাল দান করবেন আল্লাহ রাব্বুল আলামীন। কবরের মধ্যে সূর্যটা প্রায় ডুবে যাবার সময় যেমন পরিবেশ থাকে, সেরকম একটা সময় অনুভব করবে সে।
হাদিসের পরিভাষায় আছে, যখন তাকে ফেরেশতা দ্বারা কবরের মধ্যে জাগানো হবে ও উঠে বসানো হবে, সে উঠে দেখবে সূর্যটা যেন ডুবে যাচ্ছে। উঠে বসানোর সাথে সাথে আল্লাহর বান্দা ব্যতিব্যস্ত হয়ে পড়বে। তার ভাবখানা এমন হবে যে, ‘হায়হায়, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম! আমার তো খেয়ালই নাই যে আসরের নামায পড়া হয়নি! ওয়াক্ত তো শেষ হয়ে যাচ্ছে।
প্রশ্নোত্তর পর্বের জন্য কবরে আসা ফেরেশতাদেরকে সে তখন বলবে, ‘সময় নাই অপেক্ষা করো। আমি কয়টা রাকাত নামাজ পড়ে নেই, আমি একটু নামায পড়ে আসি!’
এই হাদীসের রেফারেন্সে কোরআনের আয়াত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুরা বাকারার ২৩৮ নং আয়াতে বলেছেন, "তোমরা নামাজকে সংরক্ষণ করো, আর বিশেষ করে তোমরা আসরের নামাজের ব্যাপারে গাফেল হয়ো না"। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন "যার আসরের নামাজ চলে গেল, তার দুনিয়াটা যেন ধ্বংস হয়ে গেল"। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজি’উন।
আল্লাহর নবীর এই হাদিস দ্বারা বুঝা যায়, মাইয়্যেতকে জাগানোর সময় পরিবেশটা এমনভাবে তৈরি করা থাকবে, যেন সূর্য ডুবে যাচ্ছে, আর সে ঘুম থেকে সদ্য জেগে উঠে আসরের নামাযের জন্য ছটফট করা ব্যক্তি।
আল্লাহর ফেরেশতারা সাথে সাথে বলবে, আল্লাহর পক্ষ থেকে পরিস্থিতি তৈরি করে তোমাকে যে সাইকোলোজিক্যাল পরীক্ষা করা হয়েছে সেটাতে তুমি পাশ করেছো। বারযাখী জীবনে কোন নামাজের প্রয়োজন নেই। আল্লাহু আকবার!!!
এভাবে এই বিশেষ পরীক্ষায় পাশ করা মানে পরীক্ষার হলটা তাঁর জন্য সহজ হয়ে গেলো। এখন একটু ভেবে বলুন তো, যে ব্যক্তি নামাযই পড়ে না ,সাত দিনে একদিন জুমু’আর দিনে পড়ে; যোহর পড়ে তো আসর পড়ে না, আসর পড়ে তো জোহর পড়ে না, জুমুআ পড়ে তো ওয়াক্ত পড়েনা, কতজন আবার আছে নিজেকে এত স্মার্ট ভাবে, বছরে একবার ঈদের নামাজ কিছুতেই ছাড়েনা(সামাজিকতা রক্ষার নামায, আল্লাহকে খুশি করার জন্য পড়েনা)।
তো এই ব্যক্তিরা যখন সেই বিশেষ পরিস্থিতির সম্মুখীন হবে- তাদে

শেয়ার করে দিন।
09/09/2025

শেয়ার করে দিন।

• একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টের বয়ান থেকে -❑ একটা মেয়ের ২০ থেকে ২৫ টা ছবি পেলে এরকম Adult ভিডিও করা আমার কাছে কোন ব্...
08/09/2025

• একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টের বয়ান থেকে -

❑ একটা মেয়ের ২০ থেকে ২৫ টা ছবি পেলে এরকম Adult ভিডিও করা আমার কাছে কোন ব্যাপারই না। একজন সাইবার সিকিউরিটি ও প্রোগ্রামার হিসাবে এসব সফটওয়্যার আমার আছে অহরহ আসে যা দিয়ে ডিপ ফেইক অ্যাডাল্ট ভিডিও বা ছবি তৈরি করা যায়।

বর্তমান যুগে এ থেকে রক্ষা পাওয়ার কোন উপায় নেই। প্রযুক্তির এ যুগে তথ্য বা ছবি সংগ্রহ করা এখন অত্যন্ত সহজ। জাস্ট কয়েকটা ক্লিকের ব্যাপার মাত্র।

কেউ যদি নিজেকে সম্পূর্ণ আইসোলেট করে ফেলে, কোন ছবি না তুলে, বিয়ে বাড়িতে যেয়ে ভিডিও না করে তবেই এই ফেক ভিডিও থেকে মুক্তি পাবে। নয়তো সম্ভব নয়।

২ বছর আগেও এসব ভিডিও বানানোর জন্য হাই কোয়ালিটি কম্পিউটার লাগতো। কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে কিছু টাকা খরচ করে মোবাইল দিয়েই করা যায়।

So Be Alert Girls.

ফেইসবুকে আপনার ছবি আপলোড করার আগে একবার ভাবুন।

Collected

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্...
07/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”
- (সহিহ বুখারি, হাদিস: ১০৪৪;)

ইমাম ইবনে_উছাইমিন, আল্লাহ তাঁর উপর রহম করুন, বলেছেন:
চন্দ্র ও সূর্য গ্রহণ হল আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কীকরণ যার কারণগুলি প্রতিষ্ঠিত হয়েছে। এটি কোনও শাস্তি নয়, বরং একটি সতর্কীকরণ, যেমন নবী (সাঃ) বলেছেন: "আল্লাহ তাঁর বান্দাদেরকে এগুলো দিয়ে ভীতি প্রদর্শন করেন।" তিনি বলেননি, "আল্লাহ তাঁর বান্দাদেরকে এগুলো দিয়ে শাস্তি দেন।" বরং, এটি একটি সতর্কীকরণ, এবং আমরা জানি না এই সতর্কীকরণের পিছনে কী লুকিয়ে আছে!
"লিক্বা আল বাব আল মাফতুহ " (১৫/৪-৫)।

04/09/2025

এই পোস্টটি এই মুহুর্তে যে যেখান থেকে দেখছেন, অনুগ্রহ করে একটা কমেন্টস করবেন।
পেইজের রিচ একেবারেই ডাউন হয়ে গেছে তাই সবার সাথে এনগেজমেন্ট খুব জরুরী।

সবর হলো ৩টি বিষয় #সবর
31/08/2025

সবর হলো ৩টি বিষয়

#সবর

You can do it! Yes, you can.
29/08/2025

You can do it! Yes, you can.

28/08/2025
Return to Allah before you return to Him.!
28/08/2025

Return to Allah before you return to Him.!

নিজ অপরাধ মানুষের কাছে বলে বেড়ানো।
18/08/2025

নিজ অপরাধ মানুষের কাছে বলে বেড়ানো।

16/08/2025

🔴 জন্মাষ্টমী ও জাদু নবায়ন

👉 সময় ও প্রেক্ষাপট
১৬ তারিখ হিন্দুদের জন্মাষ্টমী পূজা। পূজা শুরু হবে আজ রাত ১১:৫০ থেকে। এই সময় হিন্দু পূজারীরা কেবল পূজা-অর্চনাই করে না—বরং অনেকে জাদু, টোনা, তাবিজ-কবচ ইত্যাদি অশরীরী শক্তি ব্যবহার করে থাকে।
তাদের অন্যতম প্রধান কাজ হলো পুরনো জাদুগুলো নবায়ন করা। অর্থাৎ, পূর্বে যাদের উপর জাদু করা হয়েছে, সেগুলোকে আবার নতুন শক্তি দিয়ে কার্যকর করা।

⚠️ জাদু নবায়নের লক্ষণসমূহ

যাদের উপর পুরনো জাদু কার্যকর বা নবায়ন হয়, তারা হঠাৎ নিম্নলিখিত উপসর্গগুলো টের পেতে পারেন—

হঠাৎ শরীরে ব্যথা বা অস্বাভাবিক কষ্ট

অস্থিরতা ও ভেতরে ভেতরে অশান্তি

হালকা মাথা ব্যথা, চাপা দুশ্চিন্তা

হঠাৎ খারাপ লাগা, মনে অকারণে অস্বস্তি

অতিরিক্ত ঘুম পেয়ে যাওয়া বা স্বপ্নে অদ্ভুত কিছু দেখা (বিশেষত খাওয়া-দাওয়া সম্পর্কিত)

🕋 জাদু নষ্ট করার সহজ করণীয়

🔹 যদি ব্যথা, অস্থিরতা, অশান্তি বা খারাপ লাগা বেড়ে যায়, তাহলে দেরি না করে জাদু নষ্টের আমল শুরু করুন—

1. মাথায় হাত রাখুন এবং পড়ুন:

সূরা ফাতিহা

সূরা বাকারাহ ১০২

আয়াতুল কুরসী

সূরা আরাফ ১১৭-১২২

সূরা ইউনুস ৮১-৮২

সূরা ত্বা-হা ৬৯

সূরা কাফিরুন

সূরা ইখলাস

সূরা ফালাক

সূরা নাস

👉 প্রত্যেকটি ৩ বা ৭ বার করে পড়বেন।

২. পড়ার মাঝেমধ্যে এবং শেষে পানিতে ফুঁ দিন এবং সেই পানি পান করুন।

৩. যদি স্বপ্নে খাওয়া-দাওয়া দেখতে পান বা খাবার খাওয়ার মতো অনুভূতি হয়—
তবে সেই পানিতে বরইপাতা অথবা সোনাপাতার গুঁড়ো (Sidra leaves) মিশিয়ে তা পান করুন।

✨ সারসংক্ষেপ

আজ রাত থেকে পূজা উপলক্ষে ব্যাপক জাদু ও পুরনো জাদুর নবায়ন শুরু হবে।

যাদের উপসর্গ দেখা দিচ্ছে, তারা নিজে সেলফ-রুকইয়াহ শুরু করুন।

নিয়মিত হেফাজতের আমল বজায় রাখুন।

কুসংস্কার বা কবিরাজের কাছে না গিয়ে কেবল কুরআন-সুন্নাহ ভিত্তিক আমল করুন।

আতংকিত নয়, সতর্ক হোন

Sunnah Cure

#এই

অবশ্যই খেয়াল করবেন।
15/08/2025

অবশ্যই খেয়াল করবেন।

Address

পবিত্র আল কুর'আন ও হাদিস এর আলোকে পরিচালিত একটি ইসলামী পেজ
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো আলোর পথে Esho Alor Pothe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share