এসো আলোর পথে Esho Alor Pothe

এসো আলোর পথে Esho Alor Pothe পবিত্র আল কুর'আন ও হাদিস এর আলোকে পরিচালিত একটি ইসলামী পেইজ।

সবর হলো ৩টি বিষয় #সবর
31/08/2025

সবর হলো ৩টি বিষয়

#সবর

You can do it! Yes, you can.
29/08/2025

You can do it! Yes, you can.

28/08/2025
Return to Allah before you return to Him.!
28/08/2025

Return to Allah before you return to Him.!

নিজ অপরাধ মানুষের কাছে বলে বেড়ানো।
18/08/2025

নিজ অপরাধ মানুষের কাছে বলে বেড়ানো।

16/08/2025

🔴 জন্মাষ্টমী ও জাদু নবায়ন

👉 সময় ও প্রেক্ষাপট
১৬ তারিখ হিন্দুদের জন্মাষ্টমী পূজা। পূজা শুরু হবে আজ রাত ১১:৫০ থেকে। এই সময় হিন্দু পূজারীরা কেবল পূজা-অর্চনাই করে না—বরং অনেকে জাদু, টোনা, তাবিজ-কবচ ইত্যাদি অশরীরী শক্তি ব্যবহার করে থাকে।
তাদের অন্যতম প্রধান কাজ হলো পুরনো জাদুগুলো নবায়ন করা। অর্থাৎ, পূর্বে যাদের উপর জাদু করা হয়েছে, সেগুলোকে আবার নতুন শক্তি দিয়ে কার্যকর করা।

⚠️ জাদু নবায়নের লক্ষণসমূহ

যাদের উপর পুরনো জাদু কার্যকর বা নবায়ন হয়, তারা হঠাৎ নিম্নলিখিত উপসর্গগুলো টের পেতে পারেন—

হঠাৎ শরীরে ব্যথা বা অস্বাভাবিক কষ্ট

অস্থিরতা ও ভেতরে ভেতরে অশান্তি

হালকা মাথা ব্যথা, চাপা দুশ্চিন্তা

হঠাৎ খারাপ লাগা, মনে অকারণে অস্বস্তি

অতিরিক্ত ঘুম পেয়ে যাওয়া বা স্বপ্নে অদ্ভুত কিছু দেখা (বিশেষত খাওয়া-দাওয়া সম্পর্কিত)

🕋 জাদু নষ্ট করার সহজ করণীয়

🔹 যদি ব্যথা, অস্থিরতা, অশান্তি বা খারাপ লাগা বেড়ে যায়, তাহলে দেরি না করে জাদু নষ্টের আমল শুরু করুন—

1. মাথায় হাত রাখুন এবং পড়ুন:

সূরা ফাতিহা

সূরা বাকারাহ ১০২

আয়াতুল কুরসী

সূরা আরাফ ১১৭-১২২

সূরা ইউনুস ৮১-৮২

সূরা ত্বা-হা ৬৯

সূরা কাফিরুন

সূরা ইখলাস

সূরা ফালাক

সূরা নাস

👉 প্রত্যেকটি ৩ বা ৭ বার করে পড়বেন।

২. পড়ার মাঝেমধ্যে এবং শেষে পানিতে ফুঁ দিন এবং সেই পানি পান করুন।

৩. যদি স্বপ্নে খাওয়া-দাওয়া দেখতে পান বা খাবার খাওয়ার মতো অনুভূতি হয়—
তবে সেই পানিতে বরইপাতা অথবা সোনাপাতার গুঁড়ো (Sidra leaves) মিশিয়ে তা পান করুন।

✨ সারসংক্ষেপ

আজ রাত থেকে পূজা উপলক্ষে ব্যাপক জাদু ও পুরনো জাদুর নবায়ন শুরু হবে।

যাদের উপসর্গ দেখা দিচ্ছে, তারা নিজে সেলফ-রুকইয়াহ শুরু করুন।

নিয়মিত হেফাজতের আমল বজায় রাখুন।

কুসংস্কার বা কবিরাজের কাছে না গিয়ে কেবল কুরআন-সুন্নাহ ভিত্তিক আমল করুন।

আতংকিত নয়, সতর্ক হোন

Sunnah Cure

#এই

অবশ্যই খেয়াল করবেন।
15/08/2025

অবশ্যই খেয়াল করবেন।

পরনারীর দিকে কামাতুর দৃষ্টিতে দেখা অনিষ্টের মূল। শ*য়-তান বেগানা নারীর চেহারা আকর্ষণীয় কবে পেশ কবে। তা ছাড়া দূর থেকে সব জ...
14/08/2025

পরনারীর দিকে কামাতুর দৃষ্টিতে দেখা অনিষ্টের মূল। শ*য়-তান বেগানা নারীর চেহারা আকর্ষণীয় কবে পেশ কবে। তা ছাড়া দূর থেকে সব জিনিসই ভালো দেখায়। এ জন্যই তো প্রসিদ্ধ প্রবাদ রয়েছে, 'দূরের ঢোলের আওয়াজ সহনীয় হয়ে থাকে'। কুদৃষ্টিব ফলে অন্তরে গুনাহের আবরণ পড়ে যায়। সময়-সুযোগ বুঝে তা তার রং প্রকাশ করে। কাবিল হাবিলের স্ত্রীর সৌন্দর্যে দৃষ্টি দেয়ার কারণেই তার মন ও মস্তিষ্কে এমন 'ভূত' চাপল যে, সে তার নিজ ভাইকেই Ho*ত্যা করে ফেলল। দুনিয়াতে সেই সর্বপ্রথম অবাধ্যতায় লিপ্ত হয়।

বই : এখন যৌবন যার, পৃষ্ঠা ৫৬

14/08/2025

কারো দোষ খুঁজে বেড়িওনা।
14/08/2025

কারো দোষ খুঁজে বেড়িওনা।

📌বৃহস্পতিবার মাগরিব থেকে জুমু'আর দিনের মাগরিবের আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ড নেকি ও সওয়াবের একেকটি ভান্ডার।>পুরো সময়টাতে ...
14/08/2025

📌বৃহস্পতিবার মাগরিব থেকে জুমু'আর দিনের মাগরিবের আগ পর্যন্ত প্রতিটি সেকেন্ড নেকি ও সওয়াবের একেকটি ভান্ডার।
>পুরো সময়টাতে যত বেশি সম্ভব রাসূলুল্লাহ ﷺ এর প্রতি দরুদ পাঠ করুন।
>সুরা কাহফ তিলাওয়াত করা।
>বেশি বেশি ইস্তেগফার করা।
>মজলুমদের জন্য দোয়া করা।

-اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد(ﷺ)

"আল্লহুম্মা সল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ"

#ও #এর #করা

14/08/2025

You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

পবিত্র আল কুর'আন ও হাদিস এর আলোকে পরিচালিত একটি ইসলামী পেজ
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when এসো আলোর পথে Esho Alor Pothe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share