14/04/2024
এই ছবিটা হয়তো ফেইসবুকে অন্য কোনো গ্রুপে বা পেইজে দেখেছেন । ছবিটার পেছনের গল্পটা জেনে নেওয়া যাক । ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদন অনুযায়ী,
১৯৬২ সালে আমেরিকান প্রাণিবিদ থমাস হেডল্যান্ড তাঁর স্ত্রীকে নিয়ে ফিলিপাইনের লুজন দ্বীপে গিয়েছিলেন সেখানকার আদিবাসী ও বন্যপ্রাণীদের দেখতে । তাঁরা লুজনের বনে 'আগতা' নামক এই কৃষ্ণাঙ্গ আদিবাসীদের সাথে ২৪ বছর কাটান । বনে যেখানে তাঁর ক্যাম্প ছিল সেখানে প্রায়ই অজগর চলে আসতো এবং সেগুলো ছিল Reticulated python বা গোলবাহার অজগর । হেডল্যান্ডের মতে তাঁর দেখা সবচেয়ে বড় গোলবাহার অজগরটি এই ছবিরটা । এই গোলবাহার অজগরটি ৬.৯ মিটার বা ২২.৬৪ ফুট লম্বা ছিল । হেডল্যান্ডের তোলা এই ছবির ডান দিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তির নাম কেকেক আদুয়ানান যিনি এই সাপটাকে হত্যা করেছেন ।
তাঁর অনুসন্ধান অনুযায়ী 'আগতা' আদিবাসীর জনসংখ্যা তখন ৬০০ জন ছিল যার মধ্যে তিনি ১২০ জনের সাথে কথা বলে জরিপ করেছেন । সেই জরিপে উঠে এসেছে বনে থাকায় তারা যেমন অজগর শিকার করে তেমন তারাও অজগরের আক্রমণের মুখে পড়েছে । বেশিরভাগই পুরুষরাই আক্রান্ত হয়েছে এবং দু এটা গিলে খাওয়ার ঘটনাও তাঁর অনুসন্ধানে উঠে এসেছে । ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে এই অজগরটা সে সময়ের তৃতীয় বৃহত্তম অজগর বলে উল্লেখ আছে ।
প্রসঙ্গত গোলবাহার অজগর বর্তমানে পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ । এখনও পর্যন্ত পাওয়া ও যাচাইকৃত সবচেয়ে লম্বা গোলবাহার অজগরটি ৭.৬৭ মিটার বা ২৫.২ ফুট লম্বা হয় । ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত সাপটার মানুষ গিলে খাওয়ার তিনটা বৈজ্ঞানিকভাবে রেকর্ড করা ঘটনা আছে । আরও বেশ কিছু ঘটনা থাকতে পারে যা হয়তো দৃষ্টিগোচর হয়নি বা উপযুক্ত প্রমাণ নেই ।
বাংলাদেশে গোলবাহার অজগর কেবল চট্টগ্রাম বিভাগে দেখতে পাওয়া যায় এবং বিরল সাপ ।
Copied from:- রাশিক আজমাইন