10/11/2025
নিখোঁজ সংবাদ! 🔥(জরুরী)🔥
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক জনাব নাঈম রহমান (সহকারী পরিচালক ব্যাচ ১৯) গতকাল থেকে নিখোঁজ রয়েছেন। মোবাইল ট্র্যাকিং থেকে জানা যায়, তার সর্বশেষ অবস্থান ছিলো সায়দাবাদ (দুপুর ১২.৫৩ মিনিট)।
গতকাল (৯/১১/২০২৫) তিনি অফিসে এসেছিলেন। ১২টার পর অফিসে ব্যাগ এবং আইডিকার্ড রেখে নিরুদ্দেশ হয়েছেন বা নিখোঁজ রয়েছেন। ১২.৫৩ মিনিটে তিনি তার ব্যাচেরই একজন সহকর্মীকে শেষ মেসেজ দিয়েছিলেন। মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো আর্থিক কারণে খুবই ডিপ্রেসড ছিলেন।
তিনি মেসেজে তার ছোট বোনের জন্য একটা চাকুরী যোগাড় করে দেওয়ার আকুতি জানিয়ে গেছেন এবং লিখেছেন, এটাই হয়তো তার শেষ চাওয়া! এটা থেকে আশংকা করা হচ্ছে, তিনি হয় নিজেকে বাঁচাতে নিজ থেকে নিরুদ্দেশ হয়েছেন অথবা মারাত্মক কোনো কিছু ঘটিয়েছেন!
যদি কোনো সহৃদয় ব্যক্তি উনাকে দেখে থাকেন বা দেখতে পান তাহলে বাংলাদেশ ব্যাংকের যেকোনো কর্মকর্তা সাথে বা কাছাকাছি থাকা পুলিশ স্টেশনে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি বিবেচনায় মেসজটি শেয়ার করে সবাইকে জানানোর অনুরোধ রইল।
তাকে খুঁজে পেতে সাহায্য করতে পরিচিত সাংবাদিক ভাইদেরকে সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করার অনুরোধ করছি। তার মা, স্ত্রী, কন্যা এবং ছোট বোন তার জন্য অপেক্ষা করছেন। জনাব নাঈম তার পরিবারের একমাত্র পুরুষ।
মাসুম বিল্লাহ
অতিরিক্ত পরিচালক
সভাপতি
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা।
** উল্লেখ্য, পরিবার থেকে পুলিশের নিকট জিডি করা হয়েছে এবং পুলিশ তাকে খুজে বের করার চেষ্টা করছে।