
14/07/2025
পৃথিবীতে মা হচ্ছে বেঁচে থাকা দ্বিতীয় অক্সিজেন,
দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ করে ছোট থেকে বড় করা সে মা।
মা' একটি ছোট্ট শব্দ,
এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা।
সে যার মারি হোক মা তো মা হয়।
বলছিলাম থোয়াইউপ্রু দাদার কথা,বয়স ২৮ কিংবা ২৯ এই বয়সে ভাগ্য পরিহাসের স্ট্রোকের কারণে পরিবারের অভিভাবক বটগাছের নামক বাবাকে হাড়িয়েছে মাত্র ৩ বছর আগে।
শেই শোক কাটিয়ে না উঠতেই মায়ের ফুসফুসে ক্যান্সার !
থোড়াইউ দাদা পারিবারে তিন বোনের মধ্যে একজন মাত্র ভাই অর্থাৎ একমাত্র পুরুষ হওয়ার কারণে পরিবারের সব দ্বায়িত্ব যেন তার ঘারে এসে পরেছে।
নিজের ক্যারিয়ার-চাকরি চিন্তা না করে সবকিছুর বিসর্জন দিয়ে নিজেই দিনরাত লড়ছে জীবনের সঙ্গে, শুধু একজন সন্তানের শেষ দায়িত্বটুকু পালন করতে,যাতে মাকে যদি বাঁচানো যায়।
আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে থোয়াইউ দাদাদের মত মানুষের পাশে থেকে তার মায়ের সুচিকিৎসার জন্য
যে,যটতুকু সমর্থন অনুযায়ী সহযোগিতা হাত বাড়িয়ে এক মায়ে জীবন বাঁচানো চেষ্টা করি !
যোগাযোগ
থোয়াইউপ্রু মারমা
01820335612
রোগীর ছেলের (থোয়াইউপ্রু মারমা)
বিকাশ: 01540391302
রকেট: 01820335612
নগদ: 01836181718