That's Okay ツ

That's Okay ツ আমার নিজেকে প্রকাশ করার কোন ইচ্ছে নেই, যার প্রয়োজন সে এমনিতেই খুঁজে নিবে"-🖤🙃

01/05/2025

আমি হয়তো কারো আখিরাত 😁

15/07/2024

কিছু কিছু গল্প না হয় অপূর্ণই থাক😔.. কিছু কিছু চাওয়া না হয় না পাওয়াই থাক😔.. আমার তুমিটা না হয় তার তুমিতেই ভালো থাক😔...... দিন শেষে আমি দুর থেকেই বলে যাবো ভালোবাসি তোমায়😊🖤😔....

29/04/2024

দাদী বলতো, 🥴
দাদু ভাই, যদি কখনো ভূত দেখো তাহলে কাপড় চোপর খুলে ফেলবে, ন্যাংটো হলে ভূত চলে যায়!

আমিও মন দিয়ে শুনতাম,
যেহেতু ছোটো বেলায় শেখানো কথা, তাই মনে গেথে গিয়েছিলো।

তো একদিন, রাত করে বাসায় ফিরছিলাম।
তখন রাত ১২,৩০ এর মত বাজে,
গ্রামে রাত ১২,৩০ মানে অনেক রাত।

বাসায় ফেরার পথে একটা গলি পরে,
বাসা থেকে একটু দুরেই গলিটা, গলিটা একটু লম্বা। তো পার হওয়ার জন্যে ঢুকেছি, আমি সোজা সামনে দিয়ে বের হয়ে যাবো।
একটু হাটলে সামনে থেকে ডানদিকে আরেকটা গলি চলে গেছে, কিন্তু আমি যাবো সোজা।

গলিতে ঢুকেছি মাত্র ৩০ সেকেন্ড হয়েছে বোধয়, বেশ খানিক টা পার হয়ে এসেছি। হটাত করে লোড শেডিং, আশেপাশের সব আলো অফ।
ভয়ে গেলো আত্বা উরে, ধুমধাম করে শার্টের পকেটে হাত দিলাম ফোনের টর্চ জালানোর জন্যে, ফোন হাতে নিয়ে দেখি চার্জ নাই, অফ হয়ে গেছে।
কি আর করার। অন্ধকারেই হাতরে হাতরে এগোচ্ছি।
একটু যাওয়ার পরে ডানদিকে চলে যাওয়া গলি পড়লো, ওই গলি থেকে একদম সোজা অনেক খানি দুরে একটা আলো দেখা যাচ্ছিলো, আলো টা কিসের দেখার জন্যে তাকাতেই,
দেখি পাশের দেওয়ালের উপর মানুষের আকৃতির কি যেন ঝুলতেছে।
মনে হলো কেও যেন আমাকে বুকের ভেতর চাপ দিয়ে ধরলো, এত টা ভয় পেলাম।

আমি নিশ্চিত ওটা অশরীরী কিছু। হটাত করে দাদীর শেখানো কথা মনে পড়লো।
যেহেতু গ্রামে ছিলাম, তাই লুঙ্গি পরেই ছিলাম, তাই খুব একটা অসুবিধা হলো না, এক টানে লুঙ্গি খোলা শেষ, এদিকে ভয়ে আমি চোখ খুলে তাকাতেও পারতেছিলাম না! লুঙ্গি খুলে নিচে ফেলে চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছিলাম,

তার ভেতেরেই হটাত করে কারেন্ট চলে আসলো।
চোখ বন্ধ থাকায় তখনো বুঝি নি, কিন্তু প্রায় সাথে সাথেই বুঝলাম যে কারেন্ট এসেছে। তাই সাহস করে চোখ টা খুলে দেখি ওখানে যা ছিলো তা নেই।

আমি যেন হাফ ছেরে বাচঁলাম। তারপর লুঙ্গি টা পরে নিলাম। আর দুরে তাকিয়ে দেখলাম৷ কেও একজন দৌরে চলে যাচ্ছে।
এমনি তেই ভয় পেয়েছি। তাই অত কিছু না ভেবে হন্ত দন্ত করে বাসায় এসে শুয়ে পরলাম।

******

পরের দিন সন্ধ্যায়, বাসা থেকে বেরিয়ে আড্ডা দেওয়ার জন্যে বেরোবো, মা বলতেছে, রাত করে তো ঘোরা ফেরা করোই, একটু সাবধানে যেও।
আমি বললাম কেন?
মা বললো কাল রাতে ওই পাড়ার কালু নাকি আমাদের ওই গলিতে বসে ছিলো, ও নাকি ন্যাংটা ভুত দেখেছে।
আমি অবাক হয়ে বললাম কালু?
মা বললো
হ্যা, বেচারা খুব ভয় পেয়েছে, কাল রাতে নাকি ওকে পানি ঢেলেছে।

!!😁😁

28/04/2024

আপনি আল্লাহ তায়ালার কাছে কিছু চাইলেন ,অন্য কেউ ওও কিছু চাইলো । আপনি দেখলেন অন্য জনের টা পূরন হয়েছে কিন্তু আপনার টা পূরন হয় নি তাহলে বুঝে নিবেন আল্লাহ তায়ালার কাছে আপনার চাওয়া টা পছন্দ হয়েছে । আল্লাহর যার চাওয়া পছন্দ হয় না তার চাওয়া আল্লাহ তারাতাড়ি দিয়ে দেন ।
আপনি আল্লাহ তায়ালার কাছে চাইতেই থাকেন । কোনো এক সময় আল্লাহ এতো দিবেন যে আপনি শুকরিয়ার তাড়নায় কেদেই দিবেন

28/04/2024

সবে মাত্রই তো ১৮ বছর বয়স তোমার এখনি প্রেম করতে চাও কেনো তুমি? প্রেম করার জন্য, আরেকজনের সাথে থাকার জন্য তো বাকি জীবন পড়েই আছে! তার আগে কিছুদিন নিজের সাথে থাকো!

সকালে ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে স্যারের কাছে পড়তে যাও, সারারাত জেগে হোমওয়ার্ক করো, পড়তে পড়তে নিউটন আইন্সটাইনকে দুইটা গালি দাও, ক্লাস বাংক দাও, আম্মার কাছে ডিম না খেয়ে মাংস খাওয়ার জন্য বায়না ধরো, সাইকেল কেনার জন্য বাপের কাছে ঘ্যানঘ্যান করো...

ভার্সিটিতে ভর্তি হও, বন্ধুদের সাথে আড্ডা দাও, সারারাত জেগে থেকে সকালে নাস্তা খেয়ে ঘুমাতে যাও, রুটিন ছাড়া জীবন কাটাও, সবাই যা করবে তার উল্টা কাজ করো, লেট করে ক্লাসে যাও, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, মানুষের সাথে মিশো, মানুষের জীবনের গল্প শোনে, যখন যেখানে ইচ্ছা হারায়ে যাও, যা ইচ্ছা হয় করো...
ভালোবাসা খুঁজে বেড়ায়ো না, ভালোবাসা যখন আসার এমনিই আসবে! কখন আসবে বুঝতেও পারবা না!

আগে নিজের প্রেমে পড়ো, নিজের সাথে ডেট করো, নিজেকে টাইম দাও! নিজেকে প্রস্তুত করো, যখন ভালোবাসা আসবে তখন যাতে ওই মানুষটাকে অনেক ভালোবাসা দিতে পারো... নিজেকে ভালো না বেসে আরেকজনকে ভালোবাসতে যায় বোকারা!!

Take love❤️❤️🥰

14/02/2024

আমি কেন শুধু ভুলে যেতে পারি না,,!! 💔😭

14/02/2024

" আসসালামু আলাইকুম"...
আশা করি সবাই সুস্থ আছেন। সবাইকে আমাদের পেইজে স্বাগতম ❤️ আমরা আশা করছি আপনাদের প্রয়োজনীয় সেবা দিয়ে দ্রুতই আপনাদের আস্থা অর্জন করতে পারব!
🌿

🍁we will try to provide a good Service .. stay connected with us 🌼

❤️
💮

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when That's Okay ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share