16/10/2024
অভিনন্দন ব্রাজিল।🥀🇧🇷💝
বিশ্বকাপ বাছাই পর্বের ১০নাম্বর ম্যাচ শেষে ১৬-পয়েন্ট নিয়ে, পয়েন্ট টেবিলের ৩-এবং ৪-এ অবস্থান করছে উরুগুয়ে এবং ব্রাজিল।
(উরুগুয়ে & ব্রাজিল উভয় দলের -১৬পয়েন্ট)
আজ ব্রাজিল তাদের ১০নাম্বার ম্যাচে ৪-০গোলে পেরুর বিপক্ষে জয় তুলে উরুগুয়ের সমান পয়েন্ট নিয়ে ৪এ অবস্থান করছে ৫বারের বিশ্ব-চ্যাম্পিয়নরা।🇧🇷💝
কোন দলের সাপোর্টাররা যেন বলছিল,আর্জেন্টিনার হার জিতের উপর ব্রাজিলের কোয়ালিফাই নির্ভর করছে!?? তারা কোথায়??😁🇦🇷 দাদু ভাই-আপনার চিন্তাভাবনার কবর দিয়ে দিল আরো ৮ম্যাচ হাতে রেখেই। হ্যা,এটাই ব্রাজিল।🇧🇷✊⚽
ফুটবলকে জানতে হলে অবশ্যই আপনাকে ব্রাজিলকে জানতে হবে।🇧🇷 ব্রাজিলকে বিয়োগ করলে ফুটবলের সুন্দর্য্য ঐতিহ্য সব হারাবে।❎😞
ব্রাজিল কোয়ালিফাই করতে কখনোই সমীকরণ প্রয়োজন হয়না।✊🇧🇷 একমাত্র দল ব্রাজিল,যারা বিশ্বকাপের ২২টি আসরেই অংশগ্রহণ করেছে।
আজকে যারা ব্রাজিলের কোয়ালিফাই নিয়ে সমীকরণ করে,তাদের দল ২২আসর থেকে ৪আসরে কোয়ালিফাই করতে পারেনি।
১৮'র বিশ্বকাপে শেষ ম্যাচে কিং মেসির ৩গোলে কোয়ালিফাই করতে সক্ষম হয়েছিল আর্জেন্টিনা।🇦🇷
নভেম্বরে নেইমার,ভিনি,মিলিতাও-সহ ব্রাজিলের পরিপূর্ণ একটা স্কোয়াডের শৈলিক ফুটবল দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।🇧🇷💝⚽
-বাকি ৮ম্যাচের জন্য শুভ কামনা রইলো সেলেসাও বাহিনি।🇧🇷💝