লালন গীতি সমগ্র

লালন গীতি সমগ্র সাধু

14/11/2024

বিষয় বিষে চঞ্চনা মন, ডলি মন্ডল।

আলেক শাঁই 🙏হক্ক লালন 🙏 মহাত্মা ফকির  লালন শাইজির ১৩৪ তম তিরোধন দিবসের অধীবাস গতকালই পূর্ণ সেবার আনুষ্ঠানিকতার  মাধ্যমে শ...
19/10/2024

আলেক শাঁই 🙏হক্ক লালন 🙏 মহাত্মা ফকির লালন শাইজির ১৩৪ তম তিরোধন দিবসের অধীবাস গতকালই পূর্ণ সেবার আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হলো যদিও,,
কিন্তু মনে হচ্ছে শাইজির আখড়ায় নতুন করে আবার রাতেই জনসমাগমে কি এক মানব মেলা শুরু হলো!!

এবার লালন তিরোধান দিবসে লালন আখড়া কুস্টিয়ার ছেউড়িয়া জনমানবে প্লাবিত!

১০ মিনিটের রাস্তা ৩ ঘন্টায়ও পার হওয়া গেলো না
এই মানুষ মেলার জ্যামে যে পরেছে সেই বুঝেছে কি অবস্থা
শাইজির রওজা ভক্তি হতে কারু সারারাত লাইনে দাঁড়িয়ে থেকে ভোরে ভক্তি দিতে পেরেছে!!

🙏 লালন সত্য এবং লালন নগদ🙏 শাঁইজির আখড়ায় এতো লোক কেন আসলো তারা কি করতে আসেছে এটা
তারা নিজেরাও জানে না🙄🙄🙄🙄 সম্মোহিত হয়ে তারা আছে!

কেমন যেনো জম্বি ব্যামপায়ার বা হিপ্নোটাইস / সম্মোহিত হওয়া মানুষের মত এরা সকলে!!

কি এক ঘোরে তারা এসেছে এ যেনো কৃষ্ণের বাশিঁর সূরে মোহিতো হওয়া হ্যামিলনের বাঁশির সূরের মত!!!
দলে দলে সবাই লালন লালন বলতে বলতে পাগল উন্মাদ হয়ে যাচ্ছে! জনরবে একটাই শব্দ জয় লালন!

জয় আপনাদের মানব প্রেম মানব সেবার জন্য।

সূফীকবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম; ১২৫তম জন্মদিন আজ,, শ্রদ্ধা প্রিয় কবি🙏  কান্...
25/05/2024

সূফীকবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম; ১২৫তম জন্মদিন আজ,, শ্রদ্ধা প্রিয় কবি🙏

কান্ডারি হইয়া নবী,পার করিবে সেই তরনি
নবী মোর পরশ মনি,নবী মোর সোনার খনি
নবী নাম জপে যেজন সেইতো দোজাহানের ধনী #কাজী #ময়মনসিংহ মহাজন পদাবলি

----------- সুফি কবি কাজী নজরুল ইসলাম|

26/04/2024

লালন পদ

আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে ।শুধালে খলিফাগণে বলে রাছুল বলেছেন ।।মাশুকের যে হয় আশেকিখুলে যায় তার দিব্য আঁখিনফছ আল্লা...
17/04/2024

আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে ।
শুধালে খলিফাগণে বলে রাছুল বলেছেন ।।

মাশুকের যে হয় আশেকি
খুলে যায় তার দিব্য আঁখি
নফছ আল্লাহ নফছ নবি
দেখে অনাসে ।।

যেহি মুর্শিদ সেহি রাছুলুল্লাহ
সাবুদ কোরান কালুল্লাহ
যেজন আশেকে বলেছে আল্লাহ
তাও হয় সে ।।

মুর্শিদের হুকুম মান
দায়েমি নামাজ জান
রাছুলের যে ফরমান
লালন তাই রচে ।।

মহাত্মা ফকির লালন সাঁই
লালনগীতি সমগ্র

‘ধর্ম মানেই পূজা করতে হবে বা নামাজ পড়তে হবে, এমনটা আমি মানি না’রেডিও, টেলিভিশনে সিনেমায় যার উপস্থিতি প্রাণ দেয় দর্শককে। ...
16/04/2024

‘ধর্ম মানেই পূজা করতে হবে বা নামাজ পড়তে হবে, এমনটা আমি মানি না’
রেডিও, টেলিভিশনে সিনেমায় যার উপস্থিতি প্রাণ দেয় দর্শককে। যেমন উপাস্থাপনায় তেমন অভিনয়েও। বলছি টলিউডের জনপ্রিয় মুখ মীর আফসার আলির কথা। এই মানুষটির অনুরাগীর সংখ্যাও কম নয়। নেটিজেনদের কাছেও আলোচিত ব্যক্তিত্ব। তবে তাদের অনেকের মতে মীরকে মুসলমান বলে মনে হয় না। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছেন মীর।
ধর্ম মানেন কি না এমন প্রশ্নের উত্তরে মীর বলেন, ধর্ম মানেই মন্দিরে গিয়েই পূজা করতে হবে বা মসজিদে গিয়েই নমাজ পড়তে হবে, এমনটা আমি মানি না। আমি প্রকৃতির মাঝে গিয়েও মানসিকভাবে অন্য জায়গায় পৌঁছে যেতে পারি। মসজিদে গিয়ে ইমাম সাহেবের পেছনে বসে যখন নমাজ পড়ি, সেই সময় মুখে কোরআন থেকে কী বলছি, তার চেয়ে বেশি জরুরি মনে হয় এত ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে, সময় বার করে ‘সেজদা’ করছেন— এই দৃশ্য দেখতে পাওয়া। এটা দেখতে আমার খুব ভালো লাগে। এটাই আমার অধ্যাত্মবাদ। অনেকে আমায় বলেন যে, আমাকে নাকি ‘মুসলমান-মুসলমান’ মনে হয় না।

কারণ জানতে চাইলে তিনি বলেন, সে রকম ভাবে আমি নমাজ পড়ি না। নিয়মিত মসজিদে যাই না। আমার মনে আছে একটা ঘটনা। আমাদের বাড়িতে ডোকরার দুর্গাপ্রতিমা আছে, সেটা কোনও কারণে ভিডিওর মাধ্যমে অনুরাগীদের নজরে আসে। ব্যস! ট্রলিং শুরু। মুসলমানের বাড়িতে দুর্গাপ্রতিমা কেন থাকবে? মানুষ সব ক্ষেত্রেই কথা বলবে। এড়িয়ে যাওয়ার মধ্যেই শান্তি। এ সব দেখা এখন ছেড়ে দিয়েছি

হুজুরের কার হবে রে নিকাশ দেনা ।পঞ্চজন আছে ধড়ে বেরাদার ষোলজনা ।।ক্ষিতি জল বায়ু হুতাশনেযার যার বস্তু সে সেখানে মিশবে তাই আ...
14/04/2024

হুজুরের কার হবে রে নিকাশ দেনা ।
পঞ্চজন আছে ধড়ে বেরাদার ষোলজনা ।।

ক্ষিতি জল বায়ু হুতাশনে
যার যার বস্তু সে সেখানে
মিশবে তাই
আকাশে মিশবে আকাশ
জানা গেল পঞ্চবেনা ।।

মৌলভী আর মুন্সীজির কাছে
জনম ভর শুধায় হারে
ঘোর গেল না
পরে নেয় পরের খবর
আপন খবর কেউ বলে না ।।

আত্মাকর্তা কারে বলি
কোন মোকাম তার কোথায় গলি
আওনা যাওনের
সেই মহলে লালন কোনজন
তাও লালনের ঠিক হল না ।।

~~~ মহাত্মা ফকির লালন সাঁই

শুভ নববর্ষশুভ হোক প্রতিটি মুহূর্ত,সবার শুভ মঙ্গল হোক। সবার প্রতি শাঁইয়ের কৃপা হোক।
13/04/2024

শুভ নববর্ষ
শুভ হোক প্রতিটি মুহূর্ত,
সবার শুভ মঙ্গল হোক।
সবার প্রতি শাঁইয়ের কৃপা হোক।

কিসে আর বোঝাই মন তোরে ।দেল-মক্কার ভেদ না জানিলেহজ্জ কিসে হয় রে ।।দেল-মক্কা খোদ কুদরতি কামখোদ খোদা দেয় তাইতে বারামসেইজন্য...
08/04/2024

কিসে আর বোঝাই মন তোরে ।
দেল-মক্কার ভেদ না জানিলে
হজ্জ কিসে হয় রে ।।

দেল-মক্কা খোদ কুদরতি কাম
খোদ খোদা দেয় তাইতে বারাম
সেইজন্য নূর দেল-মক্কা নাম
সর্ব সংসারে ।।

এক দেল যার জিয়ারত হয়
হাজার হজ্জ তার তুল্য নয়
কেতাবেতে সাফ লেখা যার
তাইতে বলি রে ।।

মানুষের মক্কা গঠন
মানুষে তাই করে ভজন
লালন কয় আদি মক্কা কেমন
চিনবি কবে রে ।।

~~~ ফকির লালন সাঁই
লালন গীতি সমগ্র
゚viral

Address

Mymensingh
2480

Telephone

+8801627552779

Website

Alerts

Be the first to know and let us send you an email when লালন গীতি সমগ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লালন গীতি সমগ্র:

Share