না বলা কথা

না বলা কথা বন্ধু লাইক দিয়ে পাশে থাকো... বন্ধু তোমার একটি লাইকে, আমাদের পোষ্ট করতে উসাহ বাড়ায়...

17/05/2025

আমি অনেক প্রবাসীকে প্রশ্ন করলাম ভাই
এই প্রবাসে কি আপনি সুখে আছেন-
উত্তর পেলাম না ।
আজ বুঝতে পারলাম
এই নার পিছনে কত জীবনের,
জীবন কাহিনী লোকিয়ে আছে।
সেগুলো ভাষায় প্রকাশ করতে ব্যর্থ
আমরা প্রবাসীরা !

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর...
13/05/2025

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর্থ হন!

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন শুধুমাত্র অর্থনৈতিক দৈন্যতার কারণে আপনাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে।

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, যখন শ্বশুরবাড়িতে গিয়ে বুঝতে পারেন, আপনার তুলনায় অন্য জামাইকে বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে, কারণ সে ধনী।

টাকার গুরুত্ব তখনই বোঝা যায়, আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারেন না, আর এজন্য সে আপনাকে উঠতে বসতে খোঁটা দেয়।

পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে, বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি।

যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরাও আপনাকে মূল্যায়ন করে না, তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার।

যখন দেখবেন, আপনার টাকা নেই বিধায় আত্মীয়স্বজন আপনার সাথে দূরত্ব বজায় রেখে চলে, তখন স্পষ্ট হবে টাকার মূল্য।

বিপদের সময় দেখবেন, আপনার টাকা কম বলে কেউ আপনার পাশে থাকে না, আপনার প্রতি সহানুভূতি দেখায় না! তখন সত্যিকার অর্থে বুঝবেন টাকার প্রয়োজনীয়তা।

টাকার অভাবই মানুষকে শেখায় এর গুরুত্ব। তাই নিজের অবস্থান শক্তিশালী করতে হলে, টাকা কামাই করতে শিখুন। কারণ, জীবনের ৮০% সমস্যার সমাধান টাকা দিয়েই সম্ভব!

সংগ্রহিত

08/05/2025

গরম পানিতে ডিম দিলে শক্ত হয়ে যায়।
আবার সেই গরম পানিতে শক্ত আলো
দিলে নরম হয়ে যায়।
কাকে কখন কোথায় কোন পরিস্থিতিতে রাখবেন
সেটা আল্লাহর ঠিক করে রেখেছেন।
যে পরিস্থিতি রাখুক না কেন সব সময়
শুকরিয়া আদায় করবেন ।
আলহামদুলিল্লাহ

মানুষ আসলেই বড্ড অবুঝ,শুরুতে বুঝতে চায় না। যখন নিজে ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যায় মানুষের মিথ্যা ছলনায়।তখনি মানুষের বিবেক ...
26/04/2025

মানুষ আসলেই বড্ড অবুঝ,
শুরুতে বুঝতে চায় না।
যখন নিজে ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যায়
মানুষের মিথ্যা ছলনায়।
তখনি মানুষের বিবেক সারা দেয়।
আসলে মানুষ হারিয়ে বুঝে।

23/04/2025

Biman kivabe ure zay dekhen..!?

11/12/2024
10/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! মেঘলা রহমান, Sadrima Jahan, Muslima Islam, Nica Islam, Ayesha Siddika Nury Ry, নীল পরী প্রবাসী বউ

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when না বলা কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share