10/10/2025
এই আপুর বিড়াল টা মারা গেছে।
একটা মানুষ কতোটা ভালোবাসলে এইভাবে কান্না করতে পারে আমি শুধু ভিডিও গুলো দেখছিলাম।
তবে অভাগ হইনি কারণ যারা বিড়ালপ্রেমী শখের বশে পালে তারাই একমাত্র হারানোর কষ্ট টা বুঝে । চোখের সামনে নিজের পছন্দের একটা প্রাণী একবারে পৃথিবী থেকে চলে গেলো এটা দেখাটা খুব কষ্টের সবাই এটা বুঝবে না 😔
বাড়িতে থাকতে টিনটিন কে হারাইছি এখন সিলকি কে হাড়ালাম, বুকের ভেতরে কেমন শূন্য শূন্য লাগছে। শুধু ওর কোমল ডাক গুলো কানে বাজছে। মনে হচ্ছে বিছানার নিচে না হয় বারান্দায় বসে ডাকছে। এই বুঝি এসে আমার কোলে মুখ লোকাবে একটু আদর পাওয়ার জন্য।
অল্প দিনে যেই জিনিস গুলো মায়ার চাদরে ঢেকে ফেলে সেই জিনিস গুলো বেশি দিন স্থায়ী হয় না 😔
খুব কষ্ট হচ্ছে বাচ্চাটার জন্য 🥹💔