Oni's Diary

Oni's Diary আস্যালামুআলাইকুম।💝🌸
(5)

নিহত ২২😅আর এইদিকে ২০০+ নিজেদেরকে আর মানুষ পরিচয় দিয়েন না 🙏 দুইটা রুমের সব  একদম পুড়ে গেছে তাহলে ঐ দুই রুমে কি কেউ ছিল...
22/07/2025

নিহত ২২😅
আর এইদিকে ২০০+
নিজেদেরকে আর মানুষ পরিচয় দিয়েন না 🙏
দুইটা রুমের সব একদম পুড়ে গেছে তাহলে ঐ দুই রুমে কি কেউ ছিলো না????

22/07/2025

স্কুল ছুটির আগে কখনো কখনো জীবন থেকে ছুটি মিলে যায়। যে ছুটির পর আর কোন ক্লাস নেই।

মাইলস্টোন ট্রাজেডির শহীদ ক্লাস সেভেনে পড়ুয়া ফাইয়াজ। আজ ফজরের নামাজের পর ফাইয়াজের জানাজা ছিলো মিরপুরের পল্লবীতে। জানাজা শ...
22/07/2025

মাইলস্টোন ট্রাজেডির শহীদ ক্লাস সেভেনে পড়ুয়া ফাইয়াজ। আজ ফজরের নামাজের পর ফাইয়াজের জানাজা ছিলো মিরপুরের পল্লবীতে। জানাজা শেষে ওর পরিবারের সাথে কথা হলো। এই ঘটনাটা আরও বেশি ট্রমাটাইজিং করে দিয়েছে।

ফাইয়াজ অসুস্থ ছিলো, গত দু'দিন ক্লাসে যায়নি। মাইলস্টোনের নিয়ম হলো একটানা তিনদিন ক্লাস না করলে শাস্তি থাকে, তাই আজকে অসুস্থ শরীরেই স্কুলে যায় ফাইয়াজ। তারপর..

জুলাই থেকে জুলাই, ফাইয়াজ থেকে ফাইয়াজ, এই শহরে জুলাই এলেই ফাইয়াজেরা শহীদ হয়। ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান ফাইয়াজদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র নিশ্চিত করতে পারলো না।

21/07/2025

যে মা রাতে শোবার আগে সন্তানের স্কুল ব্যাগটা গুছিয়ে রাখতেন, সেই মা আজ ঘুমাবেন কি করে?

21/07/2025

কি একটা দেশে বসবাস করি ,
এক সেকেন্ডের জন্য নিরাপত্তা নেই🥺
ভুলে যাবেননা সন্তান গুলো আমাদেরি...!🥺
এমন দিন কেনো দেখতে হবে
আমাদের বাচ্চারা কেনো পুড়ে মরবে....!!

যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান-

১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল

21/07/2025

ফেইসবুকে ঢুকতে পারছি না
কতো মায়ের বুক খালি হয়ে গেল কয়েক মুহূর্তের মাঝেই।
স্কুল শেষে মায়ের বুকে ফেরা হলো না কতো নিষ্পাপ বাচ্চার। এতো ছোট ছোট বাচ্চা
আমলনামায় ভালো খারাপ কাজের হিসাব লেখার আগে আল্লাহ তুমি নিয়ে নিলে তোমার কাছে😅
২০২৪/২০২৫ এর জুলাই মাস একটু শান্তি পেলাম না। এতো এতো বিপদ তার মাঝে আরেক বিমান বিধ্বস্তের সংবাদ।
একটু আগুনের তাপ সহ্য করতে পারি না আর সেখানে বাচ্চা গুলো জলন্ত আগুনে পুড়ে গেলো 😭
সবচেয়ে বেশি খারাপ লাগছে যেই ভবনে আগুন লেগেছে সেখানে প্লে থেকে ক্লাস সেভেনে পর্যন্ত ক্লাস হয়। তাহলে বুঝেন কতো ছোট বাচ্চা ওরা!
আমি যতোগুলো ভিডিও,ছবি দেখেছি আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই অটোমেটিক চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে।
মনে হচ্ছে এই কাউকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে পারতাম 😭
ওরা আমার কোন আত্মীয় স্বজন বা ভাই বোন কেউ না তারপর ও এতো কষ্ট হচ্ছে
তাহলে ওদের বাবা-মা,ভাই বোন দের কেমন লাগছে?????
যেই বাবা মা তার নিষ্পাপ বাচ্চকে হাড়িয়েছে???
যেই বাবা তার চোখের সামনে তার সন্তান কে আগুনে পুড়ে যেতে দেখেছে?????
যেই ভাই তার ছোট বোন -ভাই কে হাড়িয়েছে????
যে তার একমাত্র সন্তান কে হাড়িয়েছে????
তাহলে তাদের কেমন লাগছে????
এইগুলো যতো মনে হচ্ছে ততো শরীর আরো দুর্বল হয়ে যাচ্ছে, শরীরে একটুও শান্তি পাচ্ছি না 🥹
এই ট্রমা কিভাবে কাটিয়ে উঠবো?????
বাবা- মা গুলো কিভাবে শক্ত হবে????
আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তাওফীক দান করো🥹🤲
বাচ্চা গুলোকে জান্নাত নসিব করো🥹🤲

উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে! একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্বস্ত ...
21/07/2025

উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে! একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আ;গুন ধরে যায় এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হয়।

বিমানটি ১৩.০৬ মিনিটে উড্ডয়ন করে , এখন পর্যন্ত সঠিক হতাহতের সংখ্যা জানা যায়নি।

সেনাবাহিনী ও বিমানবাহিনী সাথে ফায়ার সার্ভিস এর উপস্থিতিতে উদ্ধার কাজ চলমান আছে।

অপেক্ষা,ভালোবাসা, পূর্ণতা , বিচ্ছেদ,স্মৃতি সবকিছু মিলিয়ে এই নদের পাড় পরিপূর্ণ ♥️🥀কিন্তু আপনি??
21/07/2025

অপেক্ষা,ভালোবাসা, পূর্ণতা , বিচ্ছেদ,স্মৃতি
সবকিছু মিলিয়ে এই নদের পাড় পরিপূর্ণ ♥️🥀
কিন্তু আপনি??

21/07/2025

আলহামদুলিল্লাহ নতুন একটি দিন
শুভ সকাল ❤️

20/07/2025

3:02 🙂

জীবনের প্রথম একটা অর্জন❤️আলহামদুলিল্লাহ
20/07/2025

জীবনের প্রথম একটা অর্জন❤️
আলহামদুলিল্লাহ

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oni's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oni's Diary:

Share