Suma jahan

Suma jahan (Interest) Life is Hard
But Not Impossible �

আসসালামালাইকুম সবাই আমার প্রোফাইল দেখার জন্য পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবসময় চেষ্টা করি নিজেকে নিয়ে নতুন কিছু উপস্থাপন করা আর আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি আমার আম্মুকে আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ

13/07/2025

বিনা অ'র্থে দুঃখ কেনা যায়" কিন্তু সুখ কিনতে গেলে শ'খ বিক্রি করতে হয়।💔😅
゚viralfbreelsfypシ゚viral ゚

12/07/2025
জীবন এই দুইটা কথা শিখিয়ে দিয়েছে! প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা, দ্বিতীয়ত নিজের রব ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা...
11/07/2025

জীবন এই দুইটা কথা শিখিয়ে দিয়েছে! প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা, দ্বিতীয়ত নিজের রব ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা।🖤
゚viralシ

Mind it-Nobody cares you. প্রায় ৯ মাস ধরে মৃত ছিলেন তিনি… নিজের ফ্ল্যাটে।কেউ বুঝতেই পারেনি!ফোনে শেষ মেসেজ, শেষ কল—অক্টোব...
10/07/2025

Mind it-Nobody cares you.
প্রায় ৯ মাস ধরে মৃত ছিলেন তিনি… নিজের ফ্ল্যাটে।
কেউ বুঝতেই পারেনি!
ফোনে শেষ মেসেজ, শেষ কল—অক্টোবর ২০২৪।
কেউ খেয়াল করারও প্রয়োজন মনে করেনি যে, উনি আসা-যাওয়া করছেন না।
একজন মানুষ একেবারে অদৃশ্য হয়ে গেলেন —আর তাতে কারও কিছুই আসলো গেলো না!
🕯️ একটু থেমে ভাবুন…আমরা কোথায় চলে এসেছি?
এখনকার যুগে আমরা কাজ ছাড়া কোনো কথা বলি না।
কারো সঙ্গে যদি কোনো লাভ না থাকে, তাহলে সম্পর্কও থাকে না।
স্ক্রিনে স্ক্রল করতে এত ব্যস্ত থাকি যে চারপাশে কী ঘটছে, কে বেঁচে আছে কে নেই —তা দেখার সময়টুকুও নেই আমাদের!
কেউ একজন নেই —তবু কারো কিছু যায় আসে না।
কি ভয়ংকর, কি অদ্ভুত এক নিঃসঙ্গতা!
মানুষ এখন চারপাশে থেকেও একা হয়ে যাচ্ছে।
হাতে social platform নিয়ে আমরা ভয়ংকর অসামাজিক হয়েছি।
অথচ আপনি যখন বেঁচে আছেন- তখন কিছু করার আগে ১০০ বার ভাবেন- মানুষ জানলে কি ভাববে ?- চরম হাস্যকর।
Mind it-Nobody cares you.

10/07/2025

আমির খানের এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, কীভাবে তাঁর জীবনের প্রথম প্রেম—তার প্রথম স্ত্রী রিনার সঙ্গে—একটি জানা...
10/07/2025

আমির খানের এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, কীভাবে তাঁর জীবনের প্রথম প্রেম—তার প্রথম স্ত্রী রিনার সঙ্গে—একটি জানালা থেকে অন্য জানালায় চোখাচোখি দিয়ে শুরু হয়েছিল। কোড ভাষায় কথা, ভালোবাসার চিঠি, পরিবারের বাধা—সবকিছু পেরিয়ে শেষমেশ কোর্ট ম্যারেজ। বলার সময় তিনি কেঁদে ফেলেছিলেন। অবিশ্বাস্য হলেও সত‍্য যে অপরিণত মনের এই তীব্র আবেগ ও emotion ও এক সময় ফিকে হয়ে যেতে পারে!

মনোবিজ্ঞান বলে, প্রেমের শুরুতে আমাদের মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন, ও সেরোটোনিনের রাশ তৈরি হয়—যা এক ধরনের ‘emotional high’ দেয়। আমরা তখন এমন অনেক কিছুকে এড়িয়ে যাই, যেগুলো সম্পর্কের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সময়ের সঙ্গে সেই রাসায়নিক উত্তেজনা কমে যায়, এবং তখন প্রয়োজন হয় মানসিক পরিপক্বতা, পারস্পরিক সম্মান, ও বাস্তব জীবনযাপন পদ্ধতিতে মিল।

American Psychological Association-এর গবেষণা অনুযায়ী, romantic attraction এবং long-term compatibility দুটি ভিন্ন জিনিস। যদিও অনেক তরুণ-তরুণী মনে করেন—ভালোবাসা মানেই সব ঠিক হয়ে যাবে।কিন্তু বাস্তবে, প্রেম একটা সম্পর্কের শুরু মাত্র, টিকে থাকার জন্য দরকার shared values, life goals, communication style, emotional maturity—এমনকি পারিবারিক পটভূমিও।

তাই বলছি—ভালোবাসুন, কিন্তু বুঝে ভালোবাসুন। সময় নিন। শুধু মন নয়, মননের জায়গা থেকেও যাচাই করুন—এই মানুষটির সঙ্গে আপনি কি সত্যিই জীবন কাটাতে পারবেন? সুখে-দুঃখে, চাপে, দায়িত্বে—সে কি আপনার emotional partner হয়ে উঠতে পারবে?

copy post

10/07/2025

Good morning everyone

নিজেকে অনেক বেশি ব্যস্ত করে নাও;দেখবে মন খারাপ করার সময় পাবে না!!!😊
07/07/2025

নিজেকে অনেক বেশি ব্যস্ত করে নাও;
দেখবে মন খারাপ করার সময় পাবে না!!!😊

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Suma jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suma jahan:

Share