Najmul Bhai :: নাজমুল ভাই

Najmul Bhai :: নাজমুল ভাই ছোট্ট আইডি সবাই একটু পাশে থেকে সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন
(5)

29/10/2025

একখান ঘর বেধেছি নদীর কূলে
মনের কোল ভেঙ্গে গেলে চোর পড়ে না কোন কলে মনের মানুষ পাবো বলে

#ফলো #লাইক

নিজেকে দিয়ে চেষ্টা করে শোনা। কিন্তু আজ আমাকে করতে হবে, আমি হারছি, বাস্তবতার কাছে, আজ আমি সত্যি ব্যার্থ!
29/10/2025

নিজেকে দিয়ে চেষ্টা করে শোনা। কিন্তু আজ আমাকে করতে হবে, আমি হারছি, বাস্তবতার কাছে, আজ আমি সত্যি ব্যার্থ!

জীবনে সফলতা ও ব্যর্থতা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। সফলতা পেতে চাইলে আমাদের আগে শিখতে হবে ব্যর্থতাকে মেনে নিতে, বারবার...
29/10/2025

জীবনে সফলতা ও ব্যর্থতা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। সফলতা পেতে চাইলে আমাদের আগে শিখতে হবে ব্যর্থতাকে মেনে নিতে, বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে, এবং বহুবার ব্যর্থ হয়েও একটি কাজকে আঁকড়ে ধরে থাকতে।

অনেকেই কোনো কাজে ব্যর্থ হয়ে হতাশায় ডুবে যান, মনের শক্তি হারিয়ে ফেলেন,

ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, বরং এটা হচ্ছে শিখে নতুনভাবে শুরু করার সুযোগ।
29/10/2025

ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, বরং এটা হচ্ছে শিখে নতুনভাবে শুরু করার সুযোগ।

প্রত্যেক মানুষ জীবনে যেকোনো উপায়ে সুখী থাকতেচায়।কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউ তার ভালোবাসারমানুষকে নিয়ে আবারকেউ অতীতের...
28/10/2025

প্রত্যেক মানুষ জীবনে যেকোনো উপায়ে সুখী থাকতে
চায়।
কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউ তার ভালোবাসার
মানুষকে নিয়ে আবার
কেউ অতীতের দুঃখ-কষ্ট গুলোকে ভুলে গিয়ে সুখে
থাকতে চায়। এর মধ্যে থেকে কিছুসংখ্যক মানুষ তাদের
জীবনে সুখ খুঁজে নেয়।
আর অধিকাংশ মানুষ আছে যারা সুখের দেখা পায় না।
আমিও চেয়েছিলাম ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকতে।
বুনতে চেয়েছিলাম অনেক রঙ্গিন স্বপ্ন। কিন্তু ভাগ্য আর
জীবনের
ব্যর্থতার জন্য তা আর সম্ভব হয় নি। ভালোবাসার ছোঁয়া দিয়ে
আপন করে নিতে চেয়েছিলাম তাকে। চেয়েছিলাম
জীবনের বাকি
সময়টুকু দুজনে হাতে হাত রেখে পার করতে।
কিন্তু সময় আর ভাগ্য সঙ্গ দেয় নি আমার। হয়তো আমি যাকে
নিয়ে আমার
ভবিষ্যৎ স্বপ্ন গুলো বুনে ছিলাম পরম সৃষ্টিকর্তা তাকে আমার
জন্য রাখে নি। কথায় আছে
"আমরা যাকে কখনো পাবো না, আমাদের মন তাকেই বেশি
ভালোবাসে ফেলে

28/10/2025

নিজেই ভালো হইতে পারলাম না

#ফলো #লাইক

আমি একজন ব্যর্থ মানুষ। আমার জীবনের গল্পটা যেন সবসময় হারানোর গল্প হয়েই থেকে গেছে। পছন্দের জিনিস থেকে শুরু করে প্রিয় সম্পর...
28/10/2025

আমি একজন ব্যর্থ মানুষ। আমার জীবনের গল্পটা যেন সবসময় হারানোর গল্প হয়েই থেকে গেছে। পছন্দের জিনিস থেকে শুরু করে প্রিয় সম্পর্ক—কোনো কিছুই যেন আমার জীবনে স্থায়ী হয় না। যা ভালোবাসি, যা আঁকড়ে ধরতে চাই, তা যেন আমার হাত থেকে ফসকে যায় বারবার।

নিজেকে অনেকবার সামলাতে চেয়েছি, নতুন করে শুরু করার চেষ্টা করেছি। কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে আমি হেরে গেছি। হয় হারিয়ে ফেলেছি, নয়তো হার মানতে হয়েছে। কোনো কিছুর মূল্য হয়তো ঠিকঠাক দিতে পারিনি, আবার কখনো দরদামের এই নিষ্ঠুর পৃথিবীতে নিজেকেই বিক্রি করে দিতে হয়েছে।

আজও আমি শিখছি, বুঝতে শিখছি—জীবনটা হয়তো এমনই। হয়তো আমার ভাগ্যে এই ভাঙাগড়া লেখা আছে। তবু ভাঙা হৃদয় নিয়ে বেঁচে থাকার সাহস খুঁজে বেড়াই, কারণ একটাই—হয়তো একদিন এই ব্যর্থতার গল্পের শেষটা বদলে যাবে। হয়তো একদিন আমিও সুখ খুঁজে পাবো। ততদিন এই হারানোর যন্ত্রণাকে সঙ্গী করেই এগিয়ে যেতে হবে।

ভালো থাকা কঠিন, তবু চেষ্টা করি। কারণ, আমি জানি এই ভাঙাগড়ার খেলাতেও কিছু মানুষ সুখের আশা জাগায়। আমিও সেই আশায় বাঁচি…💔🖤

26/10/2025
কাউকে ছোট করে কথা বলার অভ্যাস ছেড়ে দেন,,,,না হয় দেখবেন কোনো একদিন উপরওয়ালা আপনাকে এমন জায়গায় ছোট করবে,,, যেখানে আপনি সম...
26/10/2025

কাউকে ছোট করে কথা বলার অভ্যাস ছেড়ে দেন,,,,
না হয় দেখবেন কোনো একদিন উপরওয়ালা আপনাকে এমন জায়গায় ছোট করবে,,, যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন,,

23/10/2025

আমি চাই আমার মৃত্যু ক্যান্সারে হোক 💔

#লাইক #ফলো

Address

Mymensingh

Telephone

+8801905816978

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najmul Bhai :: নাজমুল ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Najmul Bhai :: নাজমুল ভাই:

Share