সুবিদ্যা প্রকাশনা - Subidya Prokashona

সুবিদ্যা প্রকাশনা - Subidya Prokashona Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সুবিদ্যা প্রকাশনা - Subidya Prokashona, Publisher, Mymensingh.

নব্বই দশকের মায়া কাটিয়ে আজও খাপ খাওয়াতে পারিনি আপন সত্ত্বাকে এই একুশ শতাব্দীর ক্যালেন্ডারে—বইপত্তরে ডুবেই কেটে যায় দিনরাত্রির প্রতিটা প্রহর।

Join now
Telegram:https://t.me/subidyaprokashona
Whatsapp :https://whatsapp.com/channel/0029Vb8SIry6buMLT8nXwo2x

আরিফ: ”তুমি কি বলতে চাচ্ছো?”সারা: “তোমার এই যাত্রা শুধু শুরু‚ তোমাকে তোমার অতীতের অন্ধকারের সাথে একেবারে শেষ করতে হবে। ত...
13/03/2025

আরিফ: ”তুমি কি বলতে চাচ্ছো?”

সারা: “তোমার এই যাত্রা শুধু শুরু‚ তোমাকে তোমার অতীতের অন্ধকারের সাথে একেবারে শেষ করতে হবে। তবেই তুমি সবার সামনে আসল সত্যটা দেখতে পাবে। এই পথ তোমার জন্য কঠিন হতে চলেছে।"

আরিফ কিছুটা চিন্তিত হল। সারা কি মানে বলতে চাচ্ছে? সে কি কিছু ভেবে রেখেছে‚ যা আরিফ জানে না? সে জানত‚ এখনও কিছু বড় বিপদ অপেক্ষা করছে। তবে সে কীভাবে এসব মোকাবিলা করবে‚ সে জানত না।

আরিফ ফোন রাখল‚ আর তার সাথে সারা যখন আরও কিছু বলেছিল, তখন সে বুঝতে পারল—তার যাত্রা যে মাত্র শুরু হয়েছে‚ তা সত্যি। তবে সারা যা বলেছে, তা হয়তো ছিল তার নতুন পথের ইঙ্গিত।

কি ঘটতে যাচ্ছে আরিফের সাথে?জানতে চাইলে পড়ুন ‘সাদী আরিফিন সকাল’ রচিত ই-বুক সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস ❝ছায়ার ফাঁদ❞।

বইটই-এ:https://link.boitoi.com.bd/H6xa

পড়ুন,উপহার পাঠান।
#সুবিদ্যা_প্রকাশনা
#সুবিদ্যা_স্টেশন
#আড্ডা_হোক_বইয়ের_সাথে
#সাদী_আরিফিন_সকাল
#ছায়ার_ফাঁদ

"ছায়ার ফাঁদ"আরিফের স্বাভাবিকভাবে চলমান জীবন হঠাৎ করেই প্রবাহিত হতে থাকে এক অজানা গন্তব্যের দিকে। এক রহস্যময় সন্ধিক্ষণে স...
11/03/2025

"ছায়ার ফাঁদ"
আরিফের স্বাভাবিকভাবে চলমান জীবন হঠাৎ করেই প্রবাহিত হতে থাকে এক অজানা গন্তব্যের দিকে। এক রহস্যময় সন্ধিক্ষণে সে দেখতে পায়—আলো ও অন্ধকার, ভয় ও সাহস, শঙ্কা ও মুক্তি যেন একসঙ্গে হাতছানি দিচ্ছে। নিজের অন্তরের গভীরে লুকিয়ে থাকা সত্যকে খুঁজতে গিয়ে সে ধীরে ধীরে প্রবেশ করে এক ভিন্ন জগতে, যেখানে প্রতিটি পদক্ষেপ তাকে নতুন এক উপলব্ধির সামনে দাঁড় করিয়ে দেয়।

"ছায়ার ফাঁদ" কেবল আরিফের যাত্রা নয়, এটি এক অন্তর্জাগরণের উপাখ্যান। তার ভয় ও দ্বিধার সঙ্গে লড়াই, অজানা সত্যের সন্ধান এবং আত্মপরিচয়ের এই যাত্রা এক নতুন পৃথিবীর দরজা খুলে দেয়। বিশ্বাস, সাহস, ভালোবাসা ও সহযোগিতার শক্তি কীভাবে একজন মানুষকে বদলে দিতে পারে, সে গল্পই বলে এই উপন্যাস।

এই উপন্যাস পাঠককে তার নিজের অস্তিত্বের গভীরে ডুব দিতে বাধ্য করবে। সত্যের অনুসন্ধান, আত্মপরিচয়ের সংকট ও মানবতার প্রশ্নগুলো নতুন আলোয় ধরা দেবে। "ছায়ার ফাঁদ" শুধু একটি গল্প নয়—এটি এক দর্শন, এক আত্ম-অনুসন্ধানের পথ, যেখানে প্রতিটি পাঠক নিজেকে নতুন করে খুঁজে পাবে।

আসছে 'সাদী আরিফিন সকাল' রচিত সাইকোলজিক্যাল থ্রিলার "ছায়ার ফাঁদ"।
পড়তে হলে চোখ রাখুন: https://link.boitoi.com.bd/uMbq

#সুবিদ্যা_প্রকাশনা
#সুবিদ্যা_স্টেশন
#আড্ডা_হোক_বইয়ের_সাথে
#সাদী_আরিফিন_সকাল
#ছায়ার_ফাঁদ

প্রিয় পাঠকবৃন্দ,অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,আমাদের প্রকাশনী কতৃক প্রকাশিতব্য বইয়ের জন্য একটা বই প্রচার টিমে কয়েকজন ...
11/03/2025

প্রিয় পাঠকবৃন্দ,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,আমাদের প্রকাশনী কতৃক প্রকাশিতব্য বইয়ের জন্য একটা বই প্রচার টিমে কয়েকজন সদস্য লাগবে। আগ্রহীরা সাড়া দিবেন।

হাদিয়া হিসেবে সদস্যদের একটা করে বই দেয়ার চেষ্টা থাকবে।
#সুবিদ্যা_প্রকাশনা
#সুবিদ্যা_স্টেশন
#ছায়ার_ফাঁদ
#সাদী_আরিফিন_সকাল
#আড্ডা_হোক_বইয়ের_সাথে

📚 কলকাতার কলেজ স্ট্রিট: জ্ঞানপিপাসুদের স্বর্গ 📚যেখানে বইয়ের গন্ধ মিশে আছে বাতাসে, যেখানে রাস্তাজুড়ে সারি সারি বইয়ের দোকা...
11/03/2025

📚 কলকাতার কলেজ স্ট্রিট: জ্ঞানপিপাসুদের স্বর্গ 📚

যেখানে বইয়ের গন্ধ মিশে আছে বাতাসে, যেখানে রাস্তাজুড়ে সারি সারি বইয়ের দোকান—এটাই কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিট বই বাজার। ভারতের এবং বিশ্বের অন্যতম বৃহত্তম বইয়ের বাজার এটি, যেখানে নতুন-পুরোনো, দুর্লভ-দৈনিক সব ধরনের বই পাওয়া যায়।

এখানে এলেই যেন সময় থমকে যায়! পত্রপত্রিকা, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, বিরল গবেষণা বই—সবই মিলবে এখানে। পুরোনো বইয়ের পাতা উল্টাতে উল্টাতে হয়তো হঠাৎ পাওয়া যায় কোনো এককালের নিষিদ্ধ বই, বা এমন এক সাহিত্যকর্ম যা বহুদিন ধরে খুঁজছিলেন।

আর বই কেনার পর? অবশ্যই কফি হাউস-এ এক কাপ কফি আর সাহিত্য আড্ডা না হলে কলেজ স্ট্রিট ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়! ☕📖

কলেজ স্ট্রিট শুধু একটা বইয়ের বাজার নয়, এটা এক বুদ্ধিবৃত্তিক আন্দোলন। এখানে বইয়ের প্রতি ভালোবাসা আর জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে প্রতিটি পাঠকের হৃদয়ে।

কখনো কি গিয়েছেন কলেজ স্ট্রিটে? আপনার প্রিয় বই কোথা থেকে কিনেছেন? শেয়ার করুন আপনার অভিজ্ঞতা! ✨📚

©পৃথ্বীরাজ রুদ্র

✨ সুবিদ্যা প্রকাশনা পরিবারের পক্ষ থেকে মাহে রমজান এর শুভেচ্ছা! ✨রমজান, এক পবিত্র মাস যা শুধু ত্যাগের নয়, বরং আত্মশুদ্ধির...
01/03/2025

✨ সুবিদ্যা প্রকাশনা পরিবারের পক্ষ থেকে মাহে রমজান এর শুভেচ্ছা! ✨

রমজান, এক পবিত্র মাস যা শুধু ত্যাগের নয়, বরং আত্মশুদ্ধির, শান্তির এবং সহানুভূতির পথপ্রদর্শক। এই মাস আমাদের মনের গভীরে সৎভাবনা ও শুদ্ধ হৃদয়ের সঞ্চার করে। সাহিত্য যেমন মানুষের অনুভূতিকে ছুঁয়ে যায়, তেমনি রমজানও আমাদের মানবিকতা ও আত্মবিশ্বাসকে পরিশুদ্ধ করে।

আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহে রমজানে অশেষ রহমত, ক্ষমা এবং শান্তি দান করুন। আসুন, রমজানকে উপলব্ধি করি মানবতার সেবা, ভালোবাসা এবং সাহিত্যিক চেতনায়।

রমজান মোবারক! 🌙

#মাহে_রমজান
#রমজান_মোবারক
#সুবিদ্যা_স্টেশন
#সুবিদ্যা_প্রকাশনা

26/02/2025

অমর একুশে গিভওয়ের ফলাফল ঘোষণা। দ্বৈবচয়নের মাধ্যমে আমরা বেছে নিয়েছি তিনজনকে।

১. অচেনা অতিথি
২. Anika Ahmed
৩. কাজী সব্যসাচী

অভিনন্দন সবাইকে। রোজার মধ্যে আপনাদের বই পাঠানো হবে। কুরিয়ার এড্রেস পেজের ইনবক্সে দিয়ে রাখবেন।

19/02/2025

আমি সেইদিনের অপেক্ষায় আছি যেদিন আমি আমার ভেতরকার কষ্ট গুলো বোঝানোর ভাষা শিখতে পারবো,সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমার কথা শুনবার জন্য কেউ অধীর আগ্রহে বসে থাকবে কখন আমি অনলাইনে আসবো অথবা কখন আমার সাথে দেখা হবে। আমি সেই দিনের তীব্র অপেক্ষায় আছি যেদিন আমার কথা শুনবার জন্য কারও শান্ত মন ব্যাকুল হয়ে উঠবে।তবে আমি এ ও জানি না যে আমার এরকম চাওয়াটা কতটুকু সমীচীন।

~ইয়াসিন আরাফাত অপু

“সুবিদ্যা স্টেশন” আয়োজিত অমর একুশে গিভওয়ে। সহজ শর্তে আপনিও হয়ে যেতে পারেন বই বিজয়ী। গিভওয়েতে অংশগ্রহণের শর্তাবলি:১. সুবি...
18/02/2025

“সুবিদ্যা স্টেশন” আয়োজিত অমর একুশে গিভওয়ে। সহজ শর্তে আপনিও হয়ে যেতে পারেন বই বিজয়ী।

গিভওয়েতে অংশগ্রহণের শর্তাবলি:

১. সুবিদ্যা স্টেশন পেজে ফলো কিংবা লাইক দিতে হবে।
২. সুবিদ্যা স্টেশন অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে ১০০ জন বইপ্রেমি বন্ধুকে গ্রুপে জয়েনের জন্য ইনভাইট করতে হবে। স্কিনশর্ট পেজের ইনবক্সে দিয়ে দিতে পারেন। অফিসিয়াল গ্রুপের লিংক— https://facebook.com/groups/1135020703801991/
৩. এই প্রমো পোস্টটি টামলাইনে শেয়ার করতে হবে এবং এই প্রমো পোস্টে ৫ জন বইপ্রেমি বন্ধুকে মেনশন করতে হবে।

শর্তগুলো পূরণ করলে আপনি অংশগ্রহণকারীদের একজন বলে বিবেচিত হবেন।

সময়সীমা: ১৮-২-২০২৫ ➤২৩-২-২০২৫
অংশগ্রহণকারীদের মধ্যে দ্বৈবচয়নের মাধ্যমে ৩ জনকে ৩টি বই উপহার দেওয়া হবে।

সাথেই থাকুন শিল্প সাহিত্যের উম্মুক্ত প্লাটফর্ম সুবিদ্যা স্টেশনের।

19/12/2024

স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে,
তার মাঝে আমি প্রেম কে বেছে নিলাম ।

- জালাল উদ্দিন রুমি

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when সুবিদ্যা প্রকাশনা - Subidya Prokashona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category