FACT 017

FACT 017 enjoy fun fact

কে হবেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার?বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৫ হ...
19/07/2025

কে হবেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার?
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার সম্পদ প্রায় ১৯ হাজার কোটি ডলার। গত বছর এলন মাস্কের সম্পদ এক সময় ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়েছিল। কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়া এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে তার কোম্পানি টেসলার শেয়ারে ধস নামে, ফলে কমে যায় তার সম্পদের পরিমাণ।

অনেকেই মনে করেন, এলন মাস্কই হতে যাচ্ছেন পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার—অর্থাৎ ১ লাখ কোটি ডলারের মালিক। কিন্তু মজার বিষয় হলো, পৃথিবীর প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক হয়তো হবেন না এলন মাস্ক কিংবা জেফ বেজোস! বরং হবেন এমন একজন মানুষ, যার নাম অনেকেই শোনেননি।

তার নাম সাতোশি নাকামোতো। তিনি বিটকয়েনের স্রষ্টা। সাতোশি নিজের জন্য ১ মিলিয়ন বিটকয়েন সংরক্ষণ করে রেখেছেন একটি ওয়ালেটে—যা একেবারেই প্রকাশ্য, যে কেউ দেখতে পারে। তবে সেটি স্পর্শ করতে পারে না কেউই।

বর্তমানে একটি বিটকয়েনের দাম পৌঁছেছে ১ লক্ষ ১৮ হাজার মার্কিন ডলার-এ। ক্রিপ্টোবিশ্বের বিশ্লেষকদের মতে, যেভাবে এই দাম বেড়েই চলেছে, শিগগিরই বিটকয়েনের মূল্য ১ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সেদিনই সাতোশি নাকামোতোর সম্পদের পরিমাণ দাঁড়াবে ১ ট্রিলিয়ন ডলার—সম্পূর্ণ লিকুইড এবং কোনো শেয়ারের কল্পিত মূল্য নয়, বরং বাস্তব ডিজিটাল সম্পদ।

সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো—এই সাতোশি নাকামোতো কে, তা আজও কেউ জানে না। তিনি কি একক ব্যক্তি, নাকি একটি দল—সেই প্রশ্নের উত্তর আজও অজানা। সম্ভবত, তিনি যখন ট্রিলিয়ন ডলারের মালিক হবেন, তখনই প্রকাশ্যে আসবেন। তবে বর্তমান মূল্য অনুযায়ী, তিনি ইতিমধ্যেই বিশ্বের ১২তম সর্বোচ্চ ধনী ব্যক্তি।

সুতরাং, হয়তো ইতিহাসে প্রথম ট্রিলিয়ন ডলার আয়কারী ব্যক্তি হবেন না কোনো মাল্টি ট্রিলিয়ন ডলার কোম্পানির সিইও, বরং হবেন এক রহস্যময় নাম—সাতোশি নাকামোতো। নামটা কিন্তু মনে রাখবেন!

২০১১ সালের ১১ মার্চ, একটি ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামি জাপানে আঘাত হানে, যার ফলে ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ...
06/07/2025

২০১১ সালের ১১ মার্চ, একটি ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামি জাপানে আঘাত হানে, যার ফলে ফুকুশিমা দাইইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এই সঙ্কটকালে, প্রায় ৫০ জন প্রকৌশলী, টেকনিশিয়ান এবং বিজ্ঞানী—যারা “ফুকুশিমা ৫০” নামে পরিচিত— সেখানে স্বেচ্ছায় থেকে যান।
তারা সমুদ্রের পানি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত রিয়্যাক্টরগুলো ঠান্ডা রাখেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেন।

তারা অত্যধিক রেডিয়েশনের মুখে থেকেও, প্রতিরক্ষামূলক পোশাক পরে দিনরাত পরিশ্রম করেন, যাতে আর বিস্ফোরণ না ঘটে এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে না পড়ে।

এই সাহসী প্রচেষ্টা আরও বড় একটি পারমাণবিক বিপর্যয় রোধ করে, যা কোটি কোটি মানুষের জীবন এবং প্রকৃতিকে প্রভাবিত করতে পারত।

যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। দলটির নাম দিয়েছেন ‘আমের...
06/07/2025

যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক।

দলটির নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

ট্রাম্প প্রশাসনের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মাস্ক বলেন, ‘আপনার স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।’

এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি না— এমন একটি জরিপ চালান মাস্ক।

এক্সে চালানো ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে, যার দুই-তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি।

সূত্র: রয়টার্স

👉 চীনের নদী পাহাড়া দিচ্ছে AI মাছভাবুন তো, নদীর পানির নিচে সাঁতরে বেড়াচ্ছে ছোট ছোট মাছ। কিন্তু ওগুলো আসলে মাছ নয়—রোবট! ...
05/07/2025

👉 চীনের নদী পাহাড়া দিচ্ছে AI মাছ

ভাবুন তো, নদীর পানির নিচে সাঁতরে বেড়াচ্ছে ছোট ছোট মাছ। কিন্তু ওগুলো আসলে মাছ নয়—রোবট! চীনে শুরু হয়েছে এক প্রযুক্তিগত বিপ্লব যেখানে বায়োনিক মাছ ব্যবহার করে বিশুদ্ধ করা হচ্ছে নদীর দূষিত পানি।

এই ছোট রোবট মাছগুলো দেখতে একদম আসল মাছের মতো। এগুলো বানিয়েছে চীনের উহান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দৈর্ঘ্যে প্রায় ৫৩ সেন্টিমিটার, মাথা ও লেজে রয়েছে দুটি চলনক্ষম জয়েন্ট। এদের চলাফেরা, সাঁতার কাটা একেবারে জীবন্ত মাছের মতো। কিন্তু সবচেয়ে বিস্ময়কর দিক হলো, এরা কাজ করছে চীনের দীর্ঘতম নদী Yangtze River-এ পানির মান বিশ্লেষণ এবং দূষণ নিয়ন্ত্রণে।

এই বায়োনিক মাছগুলোর ভিতরে আছে স্মার্ট সেন্সর, LED আলো এবং AI সিস্টেম। তারা পানির pH, তাপমাত্রা, দ্রবীভূত অক্সিজেন, এমনকি রাসায়নিক দূষণের উপস্থিতি শনাক্ত করতে পারে। তারা পানির গভীরে গিয়ে নিজে থেকেই খুঁজে বের করে কোথায় দূষণ বেশি, কোথায় পানির মান খারাপ। তারপর সেই তথ্য পাঠিয়ে দেয় রিয়েল টাইমে গবেষকদের কাছে, যেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়।

এই ছবিটা চ্যাটজিপিটিকে দিয়ে জিজ্ঞেস করছিলাম এই ট্রাকে আনুমানিক কয়টা ডাব আছে? চ্যাট জিপিটি হিসাব নিকাশ করে কইলো ২১০০ থেকে...
03/07/2025

এই ছবিটা চ্যাটজিপিটিকে দিয়ে জিজ্ঞেস করছিলাম এই ট্রাকে আনুমানিক কয়টা ডাব আছে?

চ্যাট জিপিটি হিসাব নিকাশ করে কইলো ২১০০ থেকে ২১৫০ টার মতো হবে।

এরপর ট্রাকের মালিককে জিজ্ঞেস করলাম, মালিক তার খাতা দেখে কইলো মোট ২১৭৫ টা।

দুনিয়া কই চলে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স কতো এগিয়ে যাচ্ছে, ভাবা যায় !

বিশ্বাস না হলে পরিক্ষা করে দেখুন

Miracle of Jindo!দক্ষিণ কোরিয়ায় বছরে দুবার, মাত্র এক ঘণ্টার জন্য, সমুদ্র যেন মানুষকে পথ ছেড়ে দেয়। তখন হাজার হাজার মানুষ ...
03/07/2025

Miracle of Jindo!

দক্ষিণ কোরিয়ায় বছরে দুবার, মাত্র এক ঘণ্টার জন্য, সমুদ্র যেন মানুষকে পথ ছেড়ে দেয়। তখন হাজার হাজার মানুষ সমুদ্রের মাঝখান দিয়ে পায়ে হেঁটে জিনদো আইল্যান্ড থেকে মোদো আইল্যান্ডে পার হন ।

এই পথের দু'পাশে সাগরের আচমকা সরে যাওয়ার ঘটনাটা ঘটে মূলত জোয়ার-ভাটার কোনো একটা বিশেষ বিচিত্রতার কারণে। কিন্তু সাধারণ মানুষের চোখে এটা যেন রূপকথার মত অলৌকিক ঘটনা হিসেবে ধরা দেয়।

সময়টা একদম ঠিকঠাক মাপা থাকে—বছরে দুইবার, এক ঘণ্টার জন্য। সেই এক ঘণ্টায় সাগরের বুকে তৈরি হয় প্রায় ৩ কি.মি. লম্বা একটা প্রাকৃতিক রাস্তা।

যে কেউ এই দৃশ্য দেখলে একটু থমকে যাবে। মনে হবে, এটা যেন কোনো ফ্যান্টাসি উপন্যাসের পাতা থেকে উঠে আসা কাহিনি।

তবে প্রকৃতিতে রহস্যের শেষ নাই। হয়ত জীবনের জটিলতার ভিড়ে আমাদের খুশি করার জন্যই প্রকৃতি মাঝেমধ্যে এমন সব চমক দেখায়।

সূত্র: National Geographic

,😱😱
22/06/2025

,😱😱

মা হওয়া কখনই সহজ নয়।
মা হতে গেলে একজন নারীকে নিজের আরাম, ঘুম, স্বপ্ন—সবকিছু ত্যাগ করতে হয়।

নরমাল ডেলিভারি হোক বা সিজারিয়ান—দু’টো ক্ষেত্রেই একজন মাকে জীবনের সাথে লড়াই করতে হয়।

কিন্তু অনেকেই সিজারিয়ান ডেলিভারিকে খুব হালকাভাবে নেন।
আপনারা যদি তাদের একজন হয়ে থাকেন, তাহলে একটু জেনে রাখুন:

সিজারিয়ান হলো একমাত্র সার্জারি যেখানে—
🔹 সাতটি স্তর টিস্যু কাটা হয়
🔹 মাত্র ছয় ঘণ্টার মধ্যেই একজন মাকে উঠে দাঁড়াতে হয়
🔹 সাথে সাথেই তাকে আরেকটি জীবনের দায়িত্ব নিতে হয়
🔹 জরায়ুর তীব্র সংকোচন, বুক ভারি হওয়া, দুধ চলাচল, হরমোনের পরিবর্তন—সব একসাথে সামলাতে হয়

এমনকি নিজের সেলাই শুকানোর আগেই, রাত জেগে সেই মা সন্তানকে বুকের দুধ খাওয়ান।

আপনি যদি একজন সিজারিয়ান মা হন—তাহলে জেনে রাখুন, আপনি আপনার কল্পনার থেকেও অনেক বেশি শক্তিশালী।
নিজেকে নিয়ে গর্ব করুন। কারণ আপনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে আরেকটি জীবন পৃথিবীতে এনেছেন।

শিক্ষা : আমরা সন্তানরা কি সেটা মনে রাখি?
যখন সেই মা বৃদ্ধ হয়ে পড়েন, হাঁটতে পারেন না, চোখে কম দেখেন—তখন আমরা কী করি?

🔹 আমরা কি তার সেই কাটার দাগ ভুলে যাই?
🔹 আমরা কি তার নিদ্রাহীন রাতের মূল্য দিতে পারি?
🔹 নাকি বৃদ্ধাশ্রমই হয় তার শেষ আশ্রয়?

ভাবুন—আপনার হাসি, আপনার প্রাণ, আপনার জীবন—এর পেছনে কার অশ্রু, রক্ত, ব্যথা লুকানো ছিল?

সম্মান দিন। ভালোবাসুন। যত্ন নিন।
কারণ মা—জীবনে একবারই মেলে, বিকল্প হয় না।

শেয়ার দিতে ভুলবেন না ।

Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when FACT 017 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category