Mosharraf Hossain Jarif

Mosharraf Hossain Jarif Welcome To The Official Facebook Fan Page Of Mosharraf Hossain Jarif

27/09/2025

শুধু কল্পনা করুন, আপনি যতগুলো দো'য়া করেছিলেন, মহান আল্লাহ আপনার সব দো'য়া কবুল করে নিয়েছেন!

27/09/2025

জীবনে সুখ দুঃখ দুটোই আসবে তাই ধৈর্য ধরো।
আল্লাহর রহমত হয়তো
সময় নিতে পারে কিন্তু তা নিশ্চিত ভাবেই আসবে।
ইনশাআল্লাহ🤍

27/09/2025

যারা আমার ভালো চায়, দুঃখের সময় মানসিক সাপোর্ট দেয় সৃষ্টিকর্তা তাদের ভালো রাখুক 🤍

27/09/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছ খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকয়টি সবুজ পাতা।

শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে- এত সামান্য, বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না।

মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ক'টা ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

22/09/2025

আল্লাহ আমাদের শেরপুর এর ঝিনাইগাতী কে রক্ষা করো🙏

21/09/2025

🇧🇩👑

20/09/2025

তুমি যদি নিজেকে না গড়ো, পৃথিবী তোমাকে ভেঙে দেবে।

20/09/2025

দেরি হবে, কিন্তু একটা সময় সব হবে, তুমি যেটা মনে মনে চাও, সেটাই হবে।
এখন সময়টা খারাপ, কিন্তু জীবনটা তো নয়!
ভরসা রাখো একদিন সব হবে

20/09/2025

এক সময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম-
"আল্লাহ আমাকে এটাই দিও প্লিজ"! না পেলে অভিমান করতাম! ইদানিং শুধু বলি- "যেটা ভালো মাবুদ সেটাই করো আত্মা প্রশমিত হোক আমার"!

আল্লাহ কোনদিনও আমায় নিরাশ করেননি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদি নয়! মানব মস্তিষ্ক তার হিসাব রিড করতে পারবেনা, অসম্ভব! রবের উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে!🖤

19/09/2025

বন্ধুদের সাথে অনেক কথা বলতে বলতে একসময় কথা বলার পরিমান কমতে থাকে..!
কমতে কমতে কথা বলা ই থেমে যায়.! একদিন আবিষ্কার করি তাদের নামের পাশে 'Add Friend' লেখা!
আমরা মুচকি হাসি! মুচকি হাসি দেওয়া ছাড়া আর কিছু করার থাকেনা..! 🖤

🙂
12/06/2025

🙂

24/05/2025

গেঞ্জাম 🤣

Address

Sherpur
Mymensingh

Opening Hours

Monday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mosharraf Hossain Jarif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mosharraf Hossain Jarif:

Share