
23/05/2025
কিশোরকণ্ঠ জাতীয় কমিকস প্রতিযোগিতা ২০২৫
প্রতিভাবান কার্টুনিস্টদের তুলে আনতে সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক পত্রিকা নতুন কিশোরকণ্ঠের এবারের আয়োজন ‘কিশোরকণ্ঠ জাতীয় কমিকস প্রতিযোগিতা ২০২৫’।
কিশোর উপযোগী যে-কোনো কমিকস পাঠানো যাবে। ধর্ম-নৈতিকতা-রাষ্ট্রবিরোধী কমিকস গ্রহণযোগ্য নয়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ সময় ৩০শে জুন ২০২৫।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি
১. যে-কোনো বয়সি বাংলাদেশি নাগরিক এতে অংশ নিতে পারবে।
২. ইতঃপূর্বে কোনো পত্রিকা, অনলাইন (যেমন : ফেসবুক, ওয়েবম্যাগ, ব্লগ) বা বইয়ে প্রকাশিত কমিকস এই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।
৩. একজন একাধিক কমিকস জমা দিতে পারবেন, তবে একজন ব্যক্তির একটি কমিকসই পুরস্কারের জন্য মনোনীত হবে।
৪. হাতে বা অন্য কোনো মাধ্যমে আঁকা কমিকস পাঠানো যাবে। কমিকস মৌলিক ও রঙিন হতে হবে। কমিকসের জন্য পৃষ্ঠাসংখ্যা নির্দিষ্ট নেই। কমিকসের সাইজ হবে ৫*৭.৫ ইঞ্চি
৫. প্রতি পৃষ্ঠার কমিকসের জন্য ৬টি প্যানেল তৈরি করতে হবে, ৩টি সারিতে ২টি করে ছবি থাকবে (৩*২ লেআউট)। অথবা ৪টি প্যানেল তৈরি করতে হবে, ২টি সারিতে ২টি করে ছবি থাকবে।
৬. স্ক্যান বা সফট কপি পাঠানো যাবে এই ইমেইলে- [email protected]. ডাকযোগে পাঠানো যাবে এই ঠিকানায়- ৫১, ৫১/এ পুরানা পল্টন (৭ম তলা), ঢাকা-১০০০
৭. কমিকসের সাথে আলাদা ফাইল বা কাগজে নিজের নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বা পেশা ও বয়স উল্লেখ করতে হবে।
৮. ই-মেইলে কমিকস পাঠালে সাবজেক্টের ঘরে ও ডাকযোগে পাঠালে খামের ওপর ‘কিশোরকণ্ঠ জাতীয় কমিকস প্রতিযোগিতা ২০২৫’ লিখতে হবে।
৯. হাতে আঁকা কমিকসের ইমেজ গ্রিডের ভেতর গল্পের লেখা দেওয়া যাবে না। গল্পের লেখাগুলো আলাদা কাগজে লিখতে হবে। এক্ষেত্রে কমিকসের প্রত্যেকটি ইমেজ গ্রিড একটি নম্বর ধরে সেই নম্বর দিয়ে গল্প আলাদা কাগজে লিখতে হবে।