কিশোরকন্ঠ পাঠক ফোরাম ত্রিশাল,,

কিশোরকন্ঠ পাঠক ফোরাম ত্রিশাল,, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম ত্রিশালে আপনাকে স্বাগতম

কিশোরকণ্ঠ জাতীয় কমিকস প্রতিযোগিতা ২০২৫প্রতিভাবান কার্টুনিস্টদের তুলে আনতে সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক পত্রিকা নতু...
23/05/2025

কিশোরকণ্ঠ জাতীয় কমিকস প্রতিযোগিতা ২০২৫

প্রতিভাবান কার্টুনিস্টদের তুলে আনতে সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক পত্রিকা নতুন কিশোরকণ্ঠের এবারের আয়োজন ‘কিশোরকণ্ঠ জাতীয় কমিকস প্রতিযোগিতা ২০২৫’।
কিশোর উপযোগী যে-কোনো কমিকস পাঠানো যাবে। ধর্ম-নৈতিকতা-রাষ্ট্রবিরোধী কমিকস গ্রহণযোগ্য নয়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ সময় ৩০শে জুন ২০২৫।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি
১. যে-কোনো বয়সি বাংলাদেশি নাগরিক এতে অংশ নিতে পারবে।
২. ইতঃপূর্বে কোনো পত্রিকা, অনলাইন (যেমন : ফেসবুক, ওয়েবম্যাগ, ব্লগ) বা বইয়ে প্রকাশিত কমিকস এই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।
৩. একজন একাধিক কমিকস জমা দিতে পারবেন, তবে একজন ব্যক্তির একটি কমিকসই পুরস্কারের জন্য মনোনীত হবে।
৪. হাতে বা অন্য কোনো মাধ্যমে আঁকা কমিকস পাঠানো যাবে। কমিকস মৌলিক ও রঙিন হতে হবে। কমিকসের জন্য পৃষ্ঠাসংখ্যা নির্দিষ্ট নেই। কমিকসের সাইজ হবে ৫*৭.৫ ইঞ্চি
৫. প্রতি পৃষ্ঠার কমিকসের জন্য ৬টি প্যানেল তৈরি করতে হবে, ৩টি সারিতে ২টি করে ছবি থাকবে (৩*২ লেআউট)। অথবা ৪টি প্যানেল তৈরি করতে হবে, ২টি সারিতে ২টি করে ছবি থাকবে।
৬. স্ক্যান বা সফট কপি পাঠানো যাবে এই ইমেইলে- [email protected]. ডাকযোগে পাঠানো যাবে এই ঠিকানায়- ৫১, ৫১/এ পুরানা পল্টন (৭ম তলা), ঢাকা-১০০০
৭. কমিকসের সাথে আলাদা ফাইল বা কাগজে নিজের নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বা পেশা ও বয়স উল্লেখ করতে হবে।
৮. ই-মেইলে কমিকস পাঠালে সাবজেক্টের ঘরে ও ডাকযোগে পাঠালে খামের ওপর ‘কিশোরকণ্ঠ জাতীয় কমিকস প্রতিযোগিতা ২০২৫’ লিখতে হবে।
৯. হাতে আঁকা কমিকসের ইমেজ গ্রিডের ভেতর গল্পের লেখা দেওয়া যাবে না। গল্পের লেখাগুলো আলাদা কাগজে লিখতে হবে। এক্ষেত্রে কমিকসের প্রত্যেকটি ইমেজ গ্রিড একটি নম্বর ধরে সেই নম্বর দিয়ে গল্প আলাদা কাগজে লিখতে হবে।

14/05/2025

আসসালামু আলাইকুম,

কিশোরকন্ঠ ফাউন্ডেশন ময়মনসিংহ কর্তৃক আয়োজিত মেধা বৃওি -২০২৪ এ অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৃত্তি প্রাপ্ত যে সকল শিক্ষার্থী এখনো ক্রেষ্ট, সার্টিফিকেট অথবা ক্রেষ্ট, সার্টিফিকেট ও টাকা পান নাই তাদের কে আগামী দুই দিনের মধ্যে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করে, ক্রেষ্ট, সার্টিফিকেট বা টাকা সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

01580481989

27/04/2025
26/04/2025

কিশোরকণ্ঠ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক ময়মনসিংহ,,,

উপন্যাস
23/04/2025

উপন্যাস

23/04/2025

আসসালামু আলাইকুম, সম্মানিত অভিভাবক ও কিশোর কন্ঠ মেধা বৃওি পরীক্ষায় বৃওি প্রাপ্ত সকল ছাত্র / ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিশোরকন্ঠ মেধা বৃওি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান (২৬/০৪২৫) রোজ শনিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবক, শুভাকাঙ্ক্ষী সহ সংশ্লিষ্ট সবাই কে উক্ত প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো।

স্থানঃ ময়মনসিংহ জেলা পরিষদ ( হল রুম)

সময়ঃ- বিকাল ৩.০০ ঘটিকা

16/04/2025
16/04/2025

আসসালামু আলাইকুম, সম্মানিত অভিভাবক ও কিশোর কন্ঠ মেধা বৃওি পরীক্ষায় বৃওি প্রাপ্ত সকল ছাত্র / ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিশোরকন্ঠ মেধা বৃওি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনিবার্য কারণ বসত (১৯/০৪/২৫) রোজ শনিবারের পরিবর্তে আগামী (২৬/০৪২৫) শনিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। স্থান ও সময় নিদিষ্ট সময়ের পূর্বে জানানো হবে ইনশাআল্লাহ।

এপ্রিল ২০২৫ সংখ্যা 🥰
02/04/2025

এপ্রিল ২০২৫ সংখ্যা 🥰

ছড়া-কবিতাফজলুল হক তুহিন সাজ্জাদ বিপ্লব
14/03/2025

ছড়া-কবিতা
ফজলুল হক তুহিন
সাজ্জাদ বিপ্লব

ঈদ আনন্দ সংখ্যামার্চ ২০২৫অর্ডার করুন আজই কিশোরকণ্ঠ শপে
14/03/2025

ঈদ আনন্দ সংখ্যা
মার্চ ২০২৫

অর্ডার করুন আজই কিশোরকণ্ঠ শপে

দেশ ও জাতির কল্যাণের জন্য আবু সাঈদরা মুলত এখান থেকেই তৈরি হয়।
14/03/2025

দেশ ও জাতির কল্যাণের জন্য আবু সাঈদরা মুলত এখান থেকেই তৈরি হয়।

Address

Darirampur, Trishal
Mymensingh
2220

Alerts

Be the first to know and let us send you an email when কিশোরকন্ঠ পাঠক ফোরাম ত্রিশাল,, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category