
23/07/2025
নিজের ২ বছরের মেয়ের দিকে তাকালেই বুকের ভেতর ধুমরে মুচরে যাচ্ছে। আমার মেয়ে যেমন আমার কলিজার টুকরা তেমনি আজ যে বাচ্চা গুলো আল্লাহর হেফাজতে চলে গেছে তারা কোনো বাবা মায়ের কলিজার টুকরা। কত বাবা মায়ের কোল খালি হয়ে গেল।🥲 দুরে থেকে ছবি ভিডিও দেখেই আমরা মেনে নিতে পারছি না। সেখানে নিহত আহতদের পরিবার কিভাবে সহ্য করছে।🥲
আল্লাহ তুমি সন্তান হারা বাবা মাকে ধৈর্য্য দাও। নিহতদের জান্নাত নসীব করো। আহতদের সুস্থ করে বাবা মায়ের কোলে ফিরিয়ে দাও। এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে সবাইকে হেফাজত করো।🤲
children