11/11/2025
প্রথম প্রথম অনেকেই থাকবে, খুব ভিড় হবে চারপাশে।
হাসি, ঠাট্টা, আড্ডা, গল্প, খোঁজখবর, গুডমর্নিং, গুডনাইট ইত্যাদি।
সারাদিন কথা হবে, দুর্বলতা শোনা হবে, উইকএন্ডে দেখা হবে।
তারপর আস্তে আস্তে যখন সবটুকু জানা হয়ে যাবে,
নতুন কোনও গল্প বলার থাকবে না, শোনার থাকবে না,
রহস্য বেঁচে থাকবে না কোনো, তখন একের পর এক নিভতে থাকবে যোগাযোগের ঝাড়বাতি।
আর কথা হবে না, গল্প হবে না, আড্ডা হবে না।
নো গুডমর্নিং, নো গুডনাইট। @