Freelancer mufti Abul hashim

  • Home
  • Freelancer mufti Abul hashim

Freelancer mufti Abul hashim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Freelancer mufti Abul hashim, Digital creator, .

⚠ প্যানেলের সস্তা সার্ভিস নিয়ে প্রতারিত না হয়ে ১০০% অর্গানিকভাবে রিয়েল ফলোয়ার্স/সাবস্ক্রাইবার/ওয়াচটাইম নিয়ে ফুল মনিটাইজে...
30/04/2024

⚠ প্যানেলের সস্তা সার্ভিস নিয়ে প্রতারিত না হয়ে ১০০% অর্গানিকভাবে রিয়েল ফলোয়ার্স/সাবস্ক্রাইবার/ওয়াচটাইম নিয়ে ফুল মনিটাইজেশন সার্ভিস নিন আমাদের কাছ থেকে।

🔥 ১০০% অর্গানিক ফেসবুক পেজ / ইউটিউব চ্যানেল মনিটাইজেশন প্রিমিয়াম সার্ভিস ||
-----------------------------------------

🚀 ফেসবুক মনিটাইজেশন প্যাকেজ :

✅ ৫/১০ হাজার+ রিয়েল ফলোয়ার্স ||
✅ ৬০/১২০ হাজার মিনিট অর্গানিক ওয়াচটাইম ||

🟧 বি:দ্র– ১০০% রিয়েল অর্গানিক ফলোয়ার এবং ওয়াচটাইম||

🚀 ইউটিউব মনিটাইজেশন প্যাকেজ :

✅ ১ হাজার+ সাবস্ক্রাইবার
✅ ৪ হাজার ঘন্টা+ অর্গানিক ওয়াচটাইম

🟧 বি:দ্র– ১০০% রিয়েল অর্গানিক ৪ হাজার ঘন্টা+ ওয়াচটাইম||

যেকোনো সার্ভিস নিতে সরাসরি কল করুন!
অথবা আমাদের ফেসবুক পেইজে মেসেজ করুন!
☎ 01939689223

Freelancer MD Abul Hasam– Digital Marketing Expert

01770 035557
01939689223
[email protected]

✅ সফল ফ্রিল্যান্সার হতে ভুলেও করবেন না যেসব কাজ:ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজ যেখানে কোনও ব্যক্তি নিজের কাজ করতে অন্যদে...
25/04/2024

✅ সফল ফ্রিল্যান্সার হতে ভুলেও করবেন না যেসব কাজ:
ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজ যেখানে কোনও ব্যক্তি নিজের কাজ করতে অন্যদের বা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে কোনও নির্দিষ্ট প্রকল্পে যোগদান করে এবং নির্দিষ্ট মূল্যের বিনিময়ে তারা সেবা প্রদান করে। ফ্রিল্যান্সার হিসেবে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন, কাজের পরিমাণ ও সময়ের নির্ধারণ করতে পারেন। ♻️
ফ্রিল্যান্সিং সাধারণতো অনলাইনে প্ল্যাটফর্মগুলোতে হয় এবং এটি আপনাকে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করার সুযোগ দেয়, যেমন লেখা, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও সম্পাদনা ইত্যাদি। 🛡️
♨️ তবে একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে প্রয়োজনীয় স্কিলের পাশাপাশি বেশকিছু বিষয় এড়িয়ে চলতে হবে। এগুলো হলো:
👉 আত্মবিশ্বাস হারানো যাবে না।
👉 শেখার সময় একাধিক বিষয়ে আগ্রহী হওয়া যাবে না।
👉 শেখার আগেই আয়ের চিন্তা করা যাবে না।
👉 মাঝ পথে থেমে যাওয়া যাবে না।
👉 কাউকে সরাসরি কপি করবেন না।
👉 অলসতা করা যাবে না।
👉 অন্যের কথায় কান দেবেন না।
👉 টাকা অপচয় করা যাবে না।
আপনি যখন ইনকাম শুরু করবেন তখন কিন্তু সেই টাকা অপচয় করা যাবে না। অনেকেই এই ভুলটা করে থাকে। ইনকাম একবার শুরু হলে সেই টাকা সব খরচ করে ফেলে। টাকা জমানো বা ইনভেস্টমেন্টের ব্যাপারে কোনো প্ল্যানই করে না। 💡
সফল ফ্রিল্যান্সার হতে হলে সব সময় শিখনের মধ্যে থাকতে হবে। নানা স্কিল অর্জন করতে হবে, না হলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। 📈

বাস্তবতা অনেক কঠিন যদি নিজে না জান ?  আমার দ্বারা হবে না, আমার তো দক্ষতা নেই, আমি কি পারবো- এসব ভাইরাস যতক্ষন আপনার ব্রে...
25/04/2024

বাস্তবতা অনেক কঠিন যদি নিজে না জান ?
আমার দ্বারা হবে না, আমার তো দক্ষতা নেই, আমি কি পারবো- এসব ভাইরাস যতক্ষন আপনার ব্রেইন থেকে বের করতে না পারবেন, ততক্ষণ চুপ করে বসে থাকেন। আপনার লাইফ নিয়ে কারও মাথাব্যাথা নেই। উফ! কথাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব কঠর এবং নিষ্ঠুর কথা এগুলো। কিন্তু বাস্তবতা বুঝতে না পারলে জীবনের পরিস্থিতি এর চেয়েও কঠোর হবে।

ফ্রিল্যান্সিং শুরু করার আগে নিজেদের কম্পিউটার স্কিল কতটুকু যা আগে যাচাই করুন। কারণ এক্সপার্ট ফ্রিল্যান্সার হতে চাইলে কম্...
25/04/2024

ফ্রিল্যান্সিং শুরু করার আগে নিজেদের কম্পিউটার স্কিল কতটুকু যা আগে যাচাই করুন। কারণ এক্সপার্ট ফ্রিল্যান্সার হতে চাইলে কম্পিউটার স্কিল ভালো হওয়া মাস্ট। তাই যদি আপনার কম্পিউটার স্কিল আপ ট্যু দ্যা মার্ক না হয়, তাহলে শুরুতেই একটা কম্পিউটার কোর্স করে ফেলুন।
তারপর ইউটিউবে ফ্রিল্যান্সিং নিয়ে একটু রিসার্চ করুন। এতে করে ফ্রিল্যান্সিং কী, কোন কোন সেক্টরে ফ্রিল্যান্সিং করা যায় এবং এই সেক্টরগুলোর কাজের প্যাটার্ন কেমন ইত্যাদি বিষয় সম্পর্কে আইডিয়া পাবেন।
এরপর আপনি কোন সেক্টরে কাজ করতে চান সেটা ডিসাইড করে ফেলুন। তবে এটা নিজে নিজে ডিসাইড না করে এক্সপার্ট কারো সাথে আগে ডিসকাস করে নিন। তাহলে সেক্টর সিলেকশনে ভুল হওয়ার চান্স কম থাকবে।
যখন কোন সেক্টরে কাজ করবেন তা ডিসাইড করা হয়ে যাবে, এরপর ওই সেক্টরে কাজ করতে গেলে যে স্কিলটা থাকতে হয়, সেটা শিখে ফেলুন। বেসিক আইডিয়া নেয়ার জন্য শুরুতে ইউটিউবে টিউটোরিয়াল দেখুন, তারপর ভালো একটা ট্রেনিং ইনস্টিটিউটের অনলাইন বা অফলাইন কোর্সে ভর্তি হয়ে যান।

ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমেই দরকার ধৈর্য আর সাহস।এই দুটো গুণ থাকলেই আর কোনো কিছুই তার বাধা হতে পারে না।আমাদের হাতে থা...
25/04/2024

ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমেই দরকার ধৈর্য আর সাহস।এই দুটো গুণ থাকলেই আর কোনো কিছুই তার বাধা হতে পারে না।

আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে করা যায়।সময়ের অপচয় না করে ফ্রিল্যান্সিং শিখে নিজের কাজ নিজে করুন
নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শরিরের ঘাম ঝরাতে হবে,
তুমি শরিরের ঘাম মুছতে চাও তাহলে তোমার সফলা আসতে অনেক কটিন হয়ে যাবে আর যদি ঘামকে তার আপন অবস্থায় চেরে দাও তাহলে সফলতা তোমার দিকে এগিয়ে আসবে ইনশাআল্লাহ

ফ্রিল্যান্সিং ব্যবসা করার জন্য কি যোগ্যতা লাগে?১. নিজের ইচ্ছা শক্তি।২. শেখার আগ্রহ।৩. ধৈর্য৪. নিজের প্যাশানকে স্কিলে রূপ...
25/04/2024

ফ্রিল্যান্সিং ব্যবসা করার জন্য কি যোগ্যতা লাগে?
১. নিজের ইচ্ছা শক্তি।
২. শেখার আগ্রহ।
৩. ধৈর্য
৪. নিজের প্যাশানকে স্কিলে রূপান্তর করা।
৫. ভেঙে না পড়া
৬. সব সময় নিজেকে আপডেট রাখ রাখা।
উপরের ৬টি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এগুলো নিয়মিত ফলো করতে পারেন আমার বিশ্বাস আপনি সফল হতে পারবেন।
অন্তত এক বছর বিষয়ের উপর একটি দক্ষতা অর্জন করা

👋তথ্য-প্রযুক্তির এই যুগে অনলাইনে যার দক্ষতা যত বেশি সে ক্যারিয়ারে তত বেশি এগিয়ে আছে।   👉 বিশ্বের উন্নত দেশগুলো গতানুগত...
25/04/2024

👋তথ্য-প্রযুক্তির এই যুগে অনলাইনে যার দক্ষতা যত বেশি সে ক্যারিয়ারে তত বেশি এগিয়ে আছে।
👉 বিশ্বের উন্নত দেশগুলো গতানুগতিক শিক্ষার বাইরে প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের নিয়ে যাচ্ছে উন্নতির শিখরে।তাহলে আপনি কেনো পিছিয়ে থাকবেন?
👉 অবসর সময়টাকে অনলাইনে অযথা ব্যয় না করে হাতের ফোনটাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারেন।
👉 অনলাইন দক্ষতা থাকলে চাকরির ক্ষেত্রেও নিয়ে আসে সফলতা।
👉 ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসেই ইনকামের পাশাপাশি লাইফটাকে উপভোগ করতে পারেন।

ফ্রিল্যান্সিং কি বা কাকে বলে ? ছাত্র-ছাত্রী, চাকুরীজীবি বা প্রবাসী হয়েও কি ফ্রিল্যান্সিং করা যাবে।প্রথমত Freelancing মা...
25/04/2024

ফ্রিল্যান্সিং কি বা কাকে বলে ? ছাত্র-ছাত্রী, চাকুরীজীবি বা প্রবাসী হয়েও কি ফ্রিল্যান্সিং করা যাবে।

প্রথমত Freelancing মানে হলো মুক্ত পেশা বা স্বাধীন পেশা। যেইটা আপনি যেকোনো যায়গা থেকে বসেই করতে পারেন বিশেষ করে ঘরে বসেই। যেই কাজের বিষয়ে বিশেষ অভিজ্ঞতা বা দক্ষতা (skills) আপনার আছে, তার উপর কাজ করে আপনি ইনকাম করতে পারবেন।

অনলাইনে রোজগার বা ফ্রিল্যান্সিং অনেক বেশি বেড়ে চলেছে। কিন্তু Freelancing এর মাধ্যমে কাজ করা লোকেরা স্বনির্ভর (self-employed) থাকেন। তাই ফ্রিল্যান্সিং এর মানেই হলো স্বাধীন ভাবে কাজ করা বা মুক্তপেশা।

দ্বিতীয়ত আজ ফ্রিল্যান্সিং Freelancing করে অনেকেই ঘরে বসে হাজার হাজার টাকা আয় করছেন। এবং অনেকেই এতো টাকা ইনকাম করে নিচ্ছেন, যে কোনো ফুল টাইম জব বা চাকরি থেকেও এতো আয় করা সম্ভব না।

ছাত্র-ছাত্রী, চাকুরীজীবি বা প্রবাসী হয়েও অনেকেই ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ার তৈরি করতেছে।

ফ্রিল্যান্সিং করুন আর নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুন।

#

❤️❤️'পারব না' বলে সবাই যখন ছেড়ে দেয়, হারবো না' বলে আপনি তখন লেগে থাকুন।   কিছুই হবে না ভেবে সবাই যখন হাল ছেড়ে দেয়, ক...
24/04/2024

❤️❤️'পারব না' বলে সবাই যখন ছেড়ে দেয়, হারবো না' বলে আপনি তখন লেগে থাকুন।

কিছুই হবে না ভেবে সবাই যখন হাল ছেড়ে দেয়, কিছু না কিছু একটা হবেই এই বিশ্বাসে আপনি তখনোও লেগে থাকুন।

সবাই যখন অন্যকে অজুহাত দেখায়, আপনি তখন নিজেকে স্বপ্ন দেখান।

সবাই যখন অলস থাকে, আপনি তখন কাজে থাকেন।
ঠিক কয়েকটা বছর পর দেখবেন ওরা সবাই যখন লাইফ নিয়ে হতাশ থাকবে, আপনি তখন সুখে থাকবেন।
এটাই বাস্তব ।❤️❤️






🧑‍💻 ধৈর্য ও দক্ষতায় ফ্রিল্যান্সিংয়ে সাফল্য আসে।✅🎯 দক্ষতা সবার মাঝে থাকে না, দক্ষতা অর্জন করে নিতে হয়। আবার দক্ষতা অর্জন ...
24/04/2024

🧑‍💻 ধৈর্য ও দক্ষতায় ফ্রিল্যান্সিংয়ে সাফল্য আসে।✅

🎯 দক্ষতা সবার মাঝে থাকে না, দক্ষতা অর্জন করে নিতে হয়। আবার দক্ষতা অর্জন করতে হলে প্রয়োজন হয় ধৈর্যের। আপনি যদি ধৈর্যের সীমা বাড়াতে পারেন তাহলে দক্ষতায় মনোযোগ দিয়ে দেখুন, দেখবেন আপনার দক্ষতার পরিসর বাড়তে থাকবে।〽️

💻 ফ্রিল্যান্সিং করতে গিয়ে অনেকেই ঝরে পড়ে ধৈর্য এবং দক্ষতার অভাবে।⁉️

💪 আপনার যদি কোনো কিছু শেখার ইচ্ছে থাকে, তাহলে বলবো আপনার ধৈর্য বাড়িয়ে দক্ষতার দিকে মনোযোগ দিন। আমি এটা বলতে পারি, আপনার ধৈর্য এবং দক্ষতা দুটোই কখনো আপনার সাথে বেঈমানী করবে না।💯

🍂আগামী পাঁচ বছরে —🌹কন্টেন্ট🌲এসইও💐অ্যাফিলিয়েশন🌿ডেভেলপমেন্ট🎍ডিজাইনসেক্টরের, চাহিদা কমপক্ষে ১০-১৫ গুণ বাড়বে 💯শুরু না করে থা...
24/04/2024

🍂আগামী পাঁচ বছরে —
🌹কন্টেন্ট
🌲এসইও
💐অ্যাফিলিয়েশন
🌿ডেভেলপমেন্ট
🎍ডিজাইন
সেক্টরের, চাহিদা কমপক্ষে ১০-১৫ গুণ বাড়বে 💯
শুরু না করে থাকলে, শুরু করে দিন 💸

Address


Alerts

Be the first to know and let us send you an email when Freelancer mufti Abul hashim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer mufti Abul hashim:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share