FahimFarabi

FahimFarabi সুনামের প্রয়োজন নাই আমার নামে বদনাম'ই করো" মোট কথা আমার নামটা'ই মুখে রাইখো!😌
(5)

27/05/2025

১৮ লাখ সরকারি কর্মচারী এক হইছে। বইলা দিছে দুর্নীতি করার সুযোগ বহাল না করে ওরা ঘরে ফিরবে না।
কোন সংস্কার মানা হবে না।
ওদিকে ব্যবসায়ীরা শুরু করছে আরেক মিথ্যাচার। প্রথমে দাবি করেছে, ইউনূস সরকার নাকি গ্যাস দিতেছে না।
তো আজ সকালে ইউনূস একেবারে ডাটা দিয়ে দেখাইছে যে গত বছরের তুলনায় এই বছর ২২% গ্যাস বেশি সাপ্লাই দেওয়া হয়েছে।
এইবার শুরু করেছে নতুন নাটক।
ভোলা থেকে দেশের বিরাট অংশের গ্যাস আসে।
ঐখানে গতকাল থেকে অবরোধ শুরু করেছে যাতে গ্যাস ঢাকায় আসতে না পারে।
এই আন্দোলনের নেতৃত্ব দিতেছে এক রাজনৈতিক দলের এক নেতা।
তো ঘটনা যা দাড়াইলো, দুর্নীতিবাজ আমলারা এক হয়ে সরকারি প্রতিষ্ঠান অচল করে দিছে।
বাটপার ব্যবসায়ীরা এক হয়ে মিথ্যা কথা বলতেছে যাতে সংস্কার না করা যায়। সিন্ডিকেটবাজি করে আমার আপনার রক্ত চুষবে।
ওদিকে রাজনৈতিক ধান্দাবাজের দল টাকার বিনিময়ে গুন্ডামি করে গ্যাস অফ করে দিছে।
সবকিছু অফ করে টরে এখন রাজনৈতিক দলের নেতারা বলবে, ইউনূস ব্যর্থ। ইউনূস কিছু পারে না। দেশ আমাদের হাতেই নিরাপদ।
অথচ ইউনূস যাতে না পারে, তার সমস্ত বন্দোবস্ত উনাদেরই করা।
কারণ ইউনূস সফল হলে প্রমাণ হবে যে গত ৫৩ বছরে দেশটাকে কারা খুবলে খুবলে খেয়ে ফেলেছে।
তাই ইউনূসকে ব্যর্থ করে দেওয়ার জন্য দেশের সমস্ত সিন্ডিকেট এক হয়ে গেছে।
আমরা এক বছর আগেও ভাবতাম, আমাদের দেশে সবাই বাইরে চলে যায় কেন? মেধাবীরা কেন দেশ গড়তে আসে না?
এই প্রশ্নের উত্তর ইউনূসের আজকের পরিস্থিতির মধ্যেই খুঁজে পাবেন।
দেশের সবচে মেধাবী মানুষদের মধ্যে একজন দেশ চালাতে আসলো। এরপর সহযোগিতা তো দূরের কথা, বাটপার ব্যবসায়ী, ধান্দাবাজ রাজনীতিবিদ আর দুর্নীতিবাজ আমলারা এক হয়ে এই লোকটার সামনে প্রাচীর হয়ে দাঁড়াইয়া গেল।
এখন সংস্কার তো দূরের কথা, উনার জান নিয়ে মেয়াদ শেষ করতে পারবেন কি না, আমার সন্দেহ আছে।
এবার বলেন, এই দেশে ভদ্র, শিক্ষিত আর মেধাবী মানুষেরা এরপরেও কেন দেশের জন্য কাজ করতে আসবেন?
Sadiq Khan

26/05/2025

আমার বউ আজকে খুব সামান্য একটা কথা কাটাকাটিতে আমাকে ফ্যাসিস্ট বলে গালি দিলো। আমার মত ফ্যাসিস্টের সঙ্গে নাকি আর থাকা যাচ্ছে না। আমি হতভম্ব হয়ে প্রশ্ন করলাম, হোয়্যাট’স নেক্সট? র’-এর এজেন্ট? :-/

26/05/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর, যেমন:

১. রাজনৈতিক কৌশল ও নেতৃত্বের পুনর্গঠন

বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলনমুখী রাজনীতি করে আসছে, তবে নির্বাচনে অংশগ্রহণ না করার নীতি এবং নেতৃত্বের মধ্যে জবাবদিহিতার অভাব দলটির জনপ্রিয়তা ও সংগঠন উভয়ের ওপর প্রভাব ফেলেছে। ভবিষ্যতে টিকে থাকতে হলে:

আধুনিক ও তরুণ নেতৃত্বের উত্থান দরকার,

কার্যকর রাজনৈতিক কৌশল গ্রহণ প্রয়োজন,

সংগঠনের ভেতরে সংস্কার জরুরি।

২. নির্বাচনে অংশগ্রহণ

দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার নীতি নিয়ে বিএনপি বিতর্কের মুখে পড়েছে। জনগণের মধ্যে আস্থা ফেরাতে হলে, ভবিষ্যতে তারা কৌশলগতভাবে নির্বাচনমুখী হতে পারে। অংশগ্রহণমূলক রাজনীতিই গণতন্ত্রে টিকে থাকার পথ।

৩. আন্তর্জাতিক সমর্থন ও কূটনৈতিক তৎপরতা

আন্তর্জাতিক মহলে বিএনপি যেভাবে কূটনৈতিক যোগাযোগ রাখছে, সেটি তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তবে শুধু আন্তর্জাতিক চাপ নয়, অভ্যন্তরীণ সাংগঠনিক শক্তিও সমান জরুরি।

৪. তরুণ প্রজন্মের সম্পৃক্ততা

বর্তমানে দেশের তরুণ জনগোষ্ঠী রাজনীতিতে সচেতন হলেও নির্দিষ্ট দলীয় লাইন অনুসরণ করে না। বিএনপি যদি আধুনিক রাজনীতির ভাষায় তাদের কাছে পৌঁছাতে পারে, তাহলে ভবিষ্যতে নতুন জনভিত্তি তৈরি হতে পারে।

26/05/2025

গল্প: "বিএনপি রকেট মিশন"

একদিন বিএনপি ঘোষণা দিল তারা চাঁদে রকেট পাঠাবে। সবাই অবাক!

সাংবাদিকরা জিজ্ঞেস করল:
— "আপনারা তো রাজনীতি করেন, এবার হঠাৎ মহাকাশে কেন?"

বিএনপির মুখপাত্র বলল:
— "আমরা বুঝেছি, পৃথিবীতে রাজনীতি খুবই জটিল, চাঁদে গেলে হয়তো কেউ বাধা দেবে না।"

তো, রকেট বানানো শুরু হলো। রকেটের নাম রাখা হলো "নির্বাচনী বুলেট"।

তবে সমস্যা হলো — তারা চাঁদে যাবে রাতের বেলা!

নাসা অবাক হয়ে প্রশ্ন করল, "রাতের বেলা কেন?"

বিএনপি নেতারা বললেন:
— "কারণ সরকার যেন দেখতে না পায়, আমরা চুপিচুপি চাঁদে যাচ্ছি!"

অবশেষে রকেট উৎক্ষেপণের দিন এলো। রকেট তিনবার গ্যাস দিয়ে গড়গড় করে থেমে গেল।

এক নেতা বললেন,
— "আমরা রকেটেও লোডশেডিং দিয়ে দিয়েছি — যেন জনগণ অভ্যস্ত থাকে।"

শেষ পর্যন্ত রকেট উড়ল না, কিন্তু সবাই বলল:
— "আমরা অন্তত চেষ্টা করেছি। এখন চাঁদই আসুক আমাদের কাছে!"

26/05/2025

বাংলাদেশের রাজনীতির ভবিষ্যত নির্ভর করছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, যেমন:

১. গণতন্ত্রের সুসংহতকরণ

বর্তমানে দেশে গণতান্ত্রিক কাঠামো থাকলেও বিরোধী দলের রাজনৈতিক অংশগ্রহণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে। ভবিষ্যতে একটি শক্তিশালী, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করা গেলে গণতন্ত্র আরও দৃঢ় হতে পারে।

২. তরুণদের অংশগ্রহণ

তরুণ প্রজন্ম রাজনীতিতে আগ্রহী হলেও মূলধারার রাজনীতিতে প্রবেশে বাধা রয়েছে। ভবিষ্যতে তরুণ, শিক্ষিত, প্রযুক্তিনির্ভর ও সচেতন নেতাদের আগমন রাজনীতিকে ইতিবাচক দিকেই নিতে পারে।

৩. দলীয় রাজনৈতিক সংস্কৃতি

বাংলাদেশে রাজনীতি এখনও ব্যক্তি ও দলনির্ভর। ভবিষ্যতে যদি দলগুলো অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে এবং নীতিনির্ভর রাজনীতিকে গুরুত্ব দেয়, তবে রাজনৈতিক পরিবেশ আরও স্থিতিশীল হতে পারে।

৪. বিচার ও সুশাসনের ভূমিকা

সুষ্ঠু বিচার ব্যবস্থা ও প্রশাসনিক স্বচ্ছতা রাজনীতিকে সুস্থ রাখতে বড় ভূমিকা রাখবে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার কমালে জনগণের আস্থা বাড়বে।

৫. আন্তর্জাতিক প্রভাব

ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক প্রভাব বাংলাদেশ রাজনীতিতে অব্যাহত থাকবে। কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে।

😍
13/01/2025

😍

11/01/2025

😍😍😍

11/01/2025

good morning 😊

10/01/2025

রৌদ্র মাখা বিকেল 💥😍

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!
01/01/2025

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!

view 😍
30/12/2024

view 😍

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when FahimFarabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FahimFarabi:

Share

Category