Saif Ahmad

Saif Ahmad রাত শেষে ভোর হয়েছে চোখে আসেনি ঘুম শান্ত মস্তিষ্কের এক নারী করেছে আমায় খুন🥺

11/09/2024

__"পরের জন্মে কাঠ মালতি হবো, বেলা ফুরিয়ে এলে তোমার আঙিনায় ঝরে পড়বো....❤️🥀

13/05/2024

আমি কেবল সেই সময়ে ফিরে যেতে চাই যখন তুমি আমাকে প্রথম তোমার নাম বলেছিলে😅

18/04/2024

#ফানি গল্প >যার বাচ্চা সে নিয়ে গেছে 🤣

মিস্টার ফয়েজ সাহেবের চারটা বাচ্চা। একদিন পত্রিকায় তিনি দেখলেন যে সরকার ঘোষনা করেছে, যার পাঁচটা বা তার বেশি বাচ্চা আছে, তাকে প্রতি মাসে সরকার ২০ হাজার টাকা করে দেবে।😁

ফয়েজ সাহেব তখন খুশিতে গদগদ হয়ে তার বউকে খবরটা দেখালেন। একটু আমতা আমতা করে বললেন: তুমি যদি কিছু মনে না করো তো একটা কথা বলবো?🥹
বৌ: বলো, কিছু মনে করবো না।🙄

মি. ফয়েজ: দেখো, তোমাকে বিয়ে করার আগে আমি আরেকটা বিয়ে করেছিলাম। সেটা ছিল পালিয়ে কাউকে না জানিয়ে। তো সেই ঘরে আমার একটা বাচ্চা আছে। তুমি বললে আমি ওকে নিয়ে আসবো আর তখন আমাদের পাঁচটা বাচ্চা হয়ে যাবে এবং আমরা মাসেমাসে ২০ হাজার টাকা করে পাবো।🥹😃🫣

বউ অবাক হলেও মোটেই রাগ করলোনা।
বউ: যাও। নিয়ে এসো সুযোগ সময়মত।
তো বাচ্চা নিয়ে ফিরে এসে মিস্টার ফয়েজ দেখলো তার ঘরের দুটো বাচ্চা গায়েব।
ফয়েজ বৌকে জিজ্ঞাসা করলো ব্যাপার কি?🙄

বৌ: যার বাচ্চা সে নিয়ে গেছে। খবরের কাগজ কি তুমি একাই পড়েছো? 😁🐸

🤣🤣🤣🥀 #রাব্বি_হাসান 🥀🤣🤣🤣

যারা গঁল্প পড়ঁতে ভালোঁবাসেন আঁইডি টা ফলো কঁরুন--- Siam Ahmed

18/04/2024

#গল্পঃঅ্যারেঞ্জ_ম্যারেজ
তৃপ্তি
পর্ব ১৯

‘শুভ্র, ইট ওয়াজ জাস্ট অ্যা প্ল্যান, ডিজাইনড বাই আওয়ার মহু। অ্যা প্ল্যান টু মেইক ইউ জেলাস এবাইউট তুলি। আমার বউ আছে ব্যাটা, বাইরে চোখ দিলে চোখ তু লে নিবে একদম। আমি জাস্ট অভিনয় করেছি, তুলি তোদের ভালোর জন্যে জাস্ট আমার সঙ্গে তাল দিয়েছে। এন্ড অ্যাজ পার ম্যাই অভজারবেন্স, আমাদের প্ল্যান সাকসেসফুল। তোদের একসাথে দেখে তেমনটাই মনে হচ্ছে আমার।’

শুভ্র এ কথা শুনে সবার আগে তুলির দিকে বাঁকা চোখে তাকাল। তুলি শুভ্রর এমন চাওনি দেখে একটু কেশে অন্যদিকে মুখ ঘুরালো। শুভ্র সব জেনেছে; এখন তো টিপ্পনী কাটতে কাটতেএই মে রে ফেলবে। তুলির নজর লুকানো দেখে; শুভ্র ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। শুভমকে কিছু কথা শোনাতে ইচ্ছে হলেও, চেপে গেলো। গত রাতের ন্যায় চমৎকার এক রাত তাদের জীবনে আসার পেছনে মূলত তাদের এই অবাস্তব প্ল্যানই দায়ী; স্বীকার করতে বাধ্য হলো শুভ্র।তাদের সম্পর্ক ঠিকঠাক চলছিল না; সেটা এভাবে সবাই জেনে গেলো? লজ্জা পেয়ে গেলো শুভ্র। শুভম শুভ্রর দিকে চেয়ে ভ্রু নাচালে, শুভ্র মাথা চুলকে হেসে উঠল। শুভমের দিকে চেয়ে বললো,

‘থ্যাংকস শুভম। ইওর প্ল্যান ওয়ার্কড লাইক অ্য ম্যাজিক।’

শুভম কলার ঝাঁকিয়ে হাসলো। সবাই খাবার-দাবার শেষ করল। শুভ্র এরপর বারবার তুলির দিকে চাইলেও, তুলি এখন অব্দি আর মুখ তুলে নিই তুলি। শুভ্র তুলির এমন মুখ লুকানো দেখে মুখ টিপে হাসে।
_________
তারপর তুলিকে একা পেয়ে শুভ্র ঝেঁকে ধরল ওকে। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তুলি। শুভ্রর দুহাতে তুলির কোমর চেপে রেখেছে। তুলি ইতি-ওতি চেয়ে বারবার মুখ লুকাচ্ছে। শুভ্র যেভাবে চেপে রেখেছে, আজ বোধহয় রক্ষা নেই আর তুলির। শুভ্র তুলির কপালের চুল আঙুলে পেছনের দিকে ঠেলে দিলো। এই কাজটা বোধহয় শুভ্রর সবচেয়ে পছন্দের কাজ। যখনই শুভ্র তুলির মুখোমুখি হয়, বারবার হাট বাড়িয়ে তুলির চুল আঙুলে দিয়ে কপাল থেকে সরায়। শুভ্র যখন এমন করে না; তুলির তখন কী যে ভালো লাগে। শুভ্রর মধ্যে ডুবে যাচ্ছে মনে হয় তখন।

তুলির ভাবনার মধ্যেই; শুভ্র তুলির থুতনিতে দুই আঙুল ঠেকিয়ে ওর মুখটা নিজের দিকে উঁচু করল। তুলি সরাসরি এবার শুভ্রর চোখের দিকে চাইল। শুভ্র বাঁকা হেসে টিপ্পনী কেটে বললো,

‘শুভ্রর কাছে আসার এত তাড়া ছিলো আপনার? প্ল্যান না করে নিজে থেকে এগিয়ে এলে আমি কী মানা করতাম?’

শুভ্রর অ সভ্য কথায় তুলি লজ্জা পেয়ে গেলো। জোর করে নিজের মুখ শুভ্রর

18/04/2024

#গল্পঃকবরস্থানের_পরিটা
হাসিব
পর্ব ৯

'উপমা যেইনা গলায় ফুলটি দিতে যাবে
এমন মুহূর্তে সেই পাপিষ্ট জীন। উপমার শরীর থেকে
এক এক করে সব পোশাক খুলতে থাকে।

'এরি মধ‍্যে সুযোগে সৎ ব‍্যবহার করে উপমা।
যখন সেই জীনটি তার শরীর নিয়ে খেলতে ব‍্যস্ত তখন উপমা সেই কলি মালাটি তার গলায় ঝুলিয়ে দেয়।

'আর সঙ্গে সঙ্গে জীনটী কেমন জানি আচারন করতে থাকে যা দেখে উপমা বলে।

'এই শোন তুমি আমার শরীর থেকে
তোমার হাত সরিয়ে নাও।

'কথাটি বলা মাত্রই জীনটি উপমার শরীর থেকে নিজেকে সরিয়ে নেয়।
যা দেখে উপমা বুজতে পারে এই জীন এখন আমার
কন্টলে চলে এসেছে।

'তাই জীনটির সম্পর্কে ভালো করে জানার জন‍্যে
আবারো প্রশ্ন করতে শুরু করে।

'আচ্ছা তুমি তো একটি জীন তাইনা।

'হ‍্যাঁ।

'তোমার নাম কী।
আর তোমার থাকার স্থানটি কোথায় একটু বলবে।

'আমার নাম অভ্র।
আমি অনেক আগে মারা গিয়েছি।
থাকতাম কবর স্থানে।

'মারা গেলে আবার কেউ ফিরে আসতে পারে নাকি।
বুজলাম না।

'হ‍্যা পারে।
আমার বউ আমাকে ফিরিয়ে আনার জন‍্যে চেষ্টা
করতেছে আর কিছুদিন পরেই মানুষ রুপে
চলে আসবো।

'বুজলাম কিন্তু তোমার বউয়ের নাম কি।

'আমার বউয়ের নাম কুহেলিকা।
যে তোমার ভাবির রুপে আছে বতর্মান।

'ওহ।
তোমাকে ফিরিয়ে আনতে কি কি করতে হবে। আমি ও
চেষ্টা করতাম তোমাকে ফিরিয়ে আনতে।

'স‍‍্যতি বলছো।

'অবশ‍্যই সত্যি বলতেছি।
তুমি আমাকে ভালোবাসা দাও এর বিনিময়ে আমি একটু কষ্ট করবো তোমার জন‍্যে।

'আমাকে বাছাতে হলে
চোখের প্রয়োজন। এর জন‍্যে তোমাকে মানুষ মেরে
ফেলে তার চোখ নিয়ে আসতে হবে।

'ওহ তাই।

'হ‍্যা।

'ঠিক আছে এখন তুমি চলে যাও অভ্র। আমি সময় হলে
তোমাকে ডাক দিবো।
সঙ্গে-সঙ্গে চলে আসবা কিন্তু।

'ঠিক আছে।
কথাটি বলেই অভ্র অদৃশ্য হয়ে চলে যায়।

'এই দিকে হাসিব আজ ২ নাম্বার শিমুল ফুলটি নেয়ার জন‍্যে আবার নতুন একটি কবর স্থানে প্রবেশ করে।

'কবর স্থানে প্রবেশ করার সঙ্গে- সঙ্গে হাসিবের
কেমন জানি একটা অনুভূতি হলো।
তো ভয় না পেয়ে যেইনা কবর স্থানে পা রেখেছে
সঙ্গে -সঙ্গে অদৃশ্য কিছু একটা সালাম দিয়ে উঠে।

'আসসালামু ওয়ালাইকুম হাসিব।
তোমাকে আমন্ত্রণ আমাদের পক্ষ থেকে।

'কথাটি শোনা মাত্রই হাসিবের পায়ের মাঠি যেনো
সরে গেলো ভয়ে।
হঠাৎ এমন কিছু বলে উঠবে হাসিব ভাবতেই পারেনি।

'তবুও একরাশ শক্তি নিয়ে
হাসিব সালামের উত্তর দেয় "ওয়ালাইকুম আসসালাম
কে আপনি আমার সামনে আসুন।

'সামনে আসলে বুজি আমাকে শেষ করে ফেলবি।

'

Address

Sherpur
Mymensingh

Telephone

+8801902413027

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saif Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share