
26/08/2024
ুঠো_কাঠগোলাপ🤍
তানজিল_মীম🤍
পর্ব:০৮
"টেবিলের উপর থাকা গ্লাসটা হাতে নিয়ে আরামে পানি খেতে লাগলো রিয়াদ'!!অতি আগ্রহে বসে আছে সে'!!সে আসলে মনে মনে কি চাইছে তা সে নিজেও জানে না'!!কিন্তু সে চায় তানজু তার আশে পাশে থাকুক সবসময়,তানজুর দুষ্টুমিগুলো আর বক বক করা দুটোই যে তার খুব ফেভারিট'!!আস্তে টেবিলের সামনে এসে হেলান দিয়ে দাঁড়ালো রিয়াদ'!!
"অন্যদিকে তানজু....
"হাতে কাগজগুলো নিয়ে আস্তে আস্তে চেয়ারের উপর পা রাখলো সে'!!ভয়ে হাত পা কাঁপছে তার'!!মনে মনে আল্লাহর নাম নিয়ে' এক পা এক পা করে উপরে উঠছে তানজু'!!চেয়ারটা হাল্কা নড়ে যাচ্ছে'!!
-------"উফ,এইবার যদি পড়ি তাহলে আজকে তোকে আর খুঁজে পাওয়া লাগবে না তানজু,তোর কোমড় পাক্কা ভাঙবে....
প্লিজ প্লিজ পরিস না,আমার মানসম্মান সব যাবে'!!(মনে মনে)
"আস্তে আস্তে কাগজগুলো আলমারির উপরে রাখতে যাবো আমি'!!কিন্তু আলমারিটা এত বড় যে তার মাথা পর্যন্ত আমার হাত পৌঁছাচ্ছে না'!!আস্তে পা উঁচু করে দাঁড়ালাম আমি'!!কিন্তু তারপরও হাত পৌঁছাচ্ছে না '!!
---------"এখন কি করি...
''চেয়ার থেকে নেমে আস্তে স্যারের সামনে এসে দাঁড়ালাম আমি''!!তারপর বলে উঠলামঃ
---------"স্যার আমার হাত তো পৌঁছাচ্ছে না এখন কি করবো...?
"রিয়াদ স্যার একবার আমার দিকে তাকিয়ে বললোঃ
---------"আমি কিছু জানি না কাজটা না করতে পারলে তোমার ছুটি নেই...
---------"কিন্তু আমি তো পারছি না স্যার ওটা অনেক উঁচুতে...
----------"কিভাবে করবে সেটা তোমার ব্যাপার বাট কাজটা না করা পর্যন্ত তোমার ছুটি নেই....
----------"ধুর!কি যে করি..
----------"কিছু কি বললে তুমি....
---------"না স্যার কিছু বলি নি...
----------"ধুর কোন বিপদে পরলাম আমি,কাজটা না করতে পারলেও ছুটি দিবে না বলছে,এই মুহুর্তে ইচ্ছে করছে "টিউবলাইট" স্যারের মাথাটা ফাটিয়ে দেই,শালা শয়তান হনুমান তোর কপালে ভালো বউ জুটবে না দেখিস,আমার মতো বাচ্চা মেয়ের সাথে এমন করছিস না হুহ..🥺🥺 খাটাশ একটা(মনে মনে)
"আবারো চেয়ারের উপর উঠে দাঁড়ালাম আমি'!!পা উঁচু করে আবারো ভয়ে ভয়ে কাগজগুলো আলমারির উপরে রাখতে গেলাম আমি'!!
!!
''চেয়ার নড়ছে তানজুর যেটা দেখে এগিয়ে গেল রিয়াদ তানজুর সামনে'!!সে বলবে তুমি পারবে না আমি রাখছি কিন্তু আর আগেই পা ছিলিপ কেটে পড়ে যায় তানজু'!! সাথে সাথে রিয়াদ কোলে তুলে নেয় তানজুকে'!!আর সব কাগজগুলো এলেমেলো হয়ে উড়ে গিয়ে পড়লো রিয়াদ আর তানজুর উপর'!!অপলক ভাব