আমাদের আঠারবাড়ী

আমাদের আঠারবাড়ী 'আমাদের আঠারবাড়ীর প্রতিটি হাত প্রকৃত শিক্ষার শক্তিতে পরিনত হউক' এটাই আমাদের প্রত্যয়...

� আমাদের 'আঠারবাড়ীর' ইতিহাসঃ

ময়মনসিংহ জেলার অর্ন্তগত ঈশ্বরগঞ্জ উপজেলার একটি সমৃদ্ধ এলাকা আঠারবাড়ী। ব্রিটিশ শাসন আমল থেকেই এলাকাটি ব্যবসা-ব্যাণিজ্যে ও যোগাযোগ ব্যবস্থায় অগ্রসর। এমন একটি সমৃদ্ধ এলাকায় জমিদার প্রমোদ চন্দ্র রায়ের পরিত্যক্ত দৃষ্টিনন্দন সুবিশাল জমিদার বাড়ি এখনও ইতিহাসের স্বাক্ষী হয়ে নিরব দাড়িয়ে আছে। চমৎকার কারুকার্যময় এ রাজবাড়ীটির বয়স প্রায় আড়াই শত বছর। ময়মনসিংহ কিশোরগঞ্

জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার সদর থেকে ১৪ কিলোমিটার পূর্বে কিছু অগ্রসর হলেই চোখে পড়বে জমিদার বিশাল অট্টালিকা। ১৭৯৩ খ্রিষ্ঠাব্দ পর্যন্ত হোসেন শাহী পরগনা রাজশাহী কালেক্টরের অধিনে ছিল। সে সময় মহা রাজ রামকৃষ্ণের জমিদারি কাজনার দায়ে নিলামে উঠলেএ পরগনাটি “খাজে আরাতুন’ নামে এক আর্মেনীয় ক্রয় করেন। ১৮২২ খ্রিষ্টাব্দে আরাতুনের ২ মেয়ে বিবি কেথারিনা, বিবি এজিনা এবং তার দুই আত্মীয় স্টিফেন্স ও কেসর্পাজ প্রত্যেক চারআনা অংশে এ পরগানার জমিদারী লাভ করেন। ১৮৫৩ খ্রিষ্টব্দে আঠারবাড়ি জমিদার সম্ভুরায় চৌধরী, বিবি এনিজার অংশ কিংবা মতান্তরে কেসপার্জের অংশ ক্রয় করেন। পরে মুক্তাগাছার জমিদার রামকিশোর চৌধুরী জমিদারী ঋণের দায়ে নিলামে উঠলে তা সম্ভুরায় চৌধুরীর পুত্র মহিম চন্দ্র রায় চৌধুরী কিনে নেন। শুধু তাই নয়, বিংশ শতাব্দীর প্রথম দিকে (১৯০৪ খ্রিষ্টব্দে) মহিম চন্দ্র রায় চৌধরীর স্ত্রী জ্ঞানেদা সুন্দরীর স্বামীর উত্তরাধিকার ও ক্রয় সূত্রে পুরনায় ১৪ আনার মলিক হন। বাকী দুই আনা অন্য এলাকার জমিদাররা কিনে নেন। জমিদারী প্রতিষ্ঠার পর তাদের আয়ত্তে আসে উত্তর গৌরীপুরের রাজবাড়ী, পশ্চিমে রামগোপাল পুর, ডৌহাখলা দক্ষিণে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর ও নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা। তাছাড়া বৃহৎত্তর ময়মনসিংহের জামালপুর জেলার কয়েকটি মৌজা, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার বেশ কিছু মৌজা ছিল এ জমিদারের দখলে। প্রতি বছরে নির্দিষ্ট এক সময়ে এসব জেলা শহরে স্থাপিত আঠারবাড়ী কাচারী বাড়ীতে নায়েব উপস্থিত হয়ে খাজনা আদায় করত। আজ ও এসব কাচারী “আঠারবাড়ী বিল্ডিং” নামে নিজ নিজ জেলা পরিচিতি পেয়েছে। জমিদার সম্ভুরায় চৌধরীর পিতা দ্বীপ রায় চৌধুরীর প্রথম নিবাস ছিল বর্তমান যশোর জেলায়। তিনি যশোর জেলার একটি পটরগনায় জমিদার ছিলেন। সুযোগ বুঝে এক সময় দ্বীপ রায় চৌধুরী তার পুত্র সম্ভুরায় চৌধুরীকে নিয়ে যশোর থেকে আলাপ সিং পরগনায় অর্থ্যাৎ আঠারবাড়ী আসেন। আগে এ জায়গাটার নাম ছিল শিবগঞ্জ বা গোবিন্দ বাজার। দীপ রায় চৌধুরী নিজ পুত্রের নামে জমিদারি ক্রয় করে এ এলাকায় এসে দ্রুত আধিপত্য স্থাপন করতে সক্ষম হন এবং এলাকার নাম পরির্তন কওে তাদের পারিবারিক উপাধি “রায়” থেকে "রায় বাজার” রাখেন। আর রায় বাবু একটি অংশে এক একর জমির উপর নিজে রাজবাড়ী, পুকুর ও পরিখা তৈরী করেন। রায় বাবু যশোর থেকে আসার সময় রাজ পরিবারের কাজর্কম দেখাশুনার জন্য আঠারটি হিন্দু পরিবার সংঙ্গে নিয়ে আসেন। তাদের রাজ বাড়ি তৈরী করে দেন। তখন থেকে জায়গাটি আঠারবাড়ী নামে পরিচিতি লাভ করে। দ্বীপ রায় চৌধুরীর মৃত্যুর পর তার পুত্র সম্ভুরায় চৌধুরী জমিদারী লাভ করেন। তবে কোন পুত্র সন্তান না তাকায় তিনি নান্দাইল উপজেলায় খারূয়া এলাকা থেকে এক ব্রাম্মণ প্রমোদ রায় চৌধুরীকে দত্তক এনে লালন পালন করে এক সময় জমিদারী কর্ণধার হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।



� কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আঠারবাড়ী আগমনঃ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আঠারবাড়ী ভ্রমণ করেছিলেন। আঠারবাড়ীর তৎকালীন জমিদার প্রমোদ চন্দ্র রায় চৌধুরীর আমন্ত্রণে ১৯২৬ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে তিনি ময়মনসিংহ থেকে ট্রেনে করে আঠারবাড়ী জমিদার বাড়ি পৌঁছান। সেখানে তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।এছাড়াও বাউল, জারি-সারি গানের আসর বসানো হয়েছিল। সাহিত্যে নোবেল পুরস্কার লাভের শুভেচ্ছা বিনিময় ও শান্তিনিকেতনকে বিশ্ব নিকেতন করে গড়ে তুলতে নৈতিক ও আর্থিক সমর্থনের লক্ষ্যে ১৯২৬ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকায় আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় এক সপ্তাহ ঢাকায় অবস্থান শেষে তিনি ময়মনসিংহ ভ্রমণ করেন। বাংলা একাডেমী থেকে প্রকাশিত বাংলাদেশে রবীন্দ্র সংবর্ধনা (ভুঁইয়া ইকবাল সম্পাদিত) গ্রন্থ থেকে জানা যায়, কবিগুরু ১৯ ফেব্রুয়ারি সকালে ময়মনসিংহ থেকে ট্রেনে আঠারবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন। সেদিন তাঁকে একনজর দেখার জন্য ঈশ্বরগঞ্জ ও গৌরিপুরের হাজার হাজার মানুষ ঈশ্বরগঞ্জ সদরে চলন্ত ট্রেন থামিয়ে দেয়। এরপর আঠারবাড়ী রেলস্টেশনে ট্রেন থেকে নামার পর কবিকে হাতির পিঠে চড়ানো হয়। এসময় ঢাক ঢোল পিটিয়ে অভিবাদন জানানো হয়। শত শত মানুষ জয়ধ্বনি করতে করতে তাকে জমিদার বাড়ীর মূল ফটক পর্যন্ত নিয়ে যায়। মূল ফটকের কাছে কবিকে সোনার চাবি উপহার দেন জমিদার প্রমোদ চন্দ্র রায় চৌধুরী। ওই চাবি দিয়ে রবীন্দ্রনাথ কাচারী ঘরের মূল ফটক খোলেন। কবির সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। ছড়াকার-গবেষক ও জলদ সাহিত্য পত্রিকার সম্পাদক স্বপন ধর জানান, আঠারবাড়ীর জমিদার প্রমোদ চন্দ্র রায় চৌধুরী শান্তিু নিকেতনের শিক্ষার্থী ছিলেন। কবিগুরু ছিলেন তার শিক্ষক। বিশ্বকবি তার এই ছাত্রের আমন্ত্রণ রক্ষা করতেই আঠারবাড়ি এসেছিলেন।

কথিত আছে কবির "যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে" কবিতাটি রাজবাড়ির পুকুরঘাটে বসে লিখেছিলেন।

তথ্যসুত্রঃ উইকিপিডিয়া

14/07/2025

খালবলা বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী প্রাচীন শিব মন্দির

এই মন্দিরটি সম্ভবত জমিদারদের দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান

নরসুন্ধার তীরে পাথর মেলা, তারঘাট, নান্দাইল
13/07/2025

নরসুন্ধার তীরে পাথর মেলা, তারঘাট, নান্দাইল

13/07/2025

ব্রহ্মপুত্র রেলসেতুর পাশেই পুরোদমে এগিয়ে চলছে দেশের প্রথম স্টিল আর্চ ব্রিজ!!

এই সেতুই হবে ময়মনসিংহের প্রথম কোন দৃষ্টিনন্দন স্থাপনা।

একটি শোক সংবাদ মহেশ্চাতুল গ্রাম নিবাসী খালবলা বাজারের পান ব্যাবসায়ী জনাব মো: মতিউর রহমান কিছুক্ষণ পূর্বে ঢাকা মেডিকেল কল...
13/07/2025

একটি শোক সংবাদ
মহেশ্চাতুল গ্রাম নিবাসী খালবলা বাজারের পান ব্যাবসায়ী জনাব মো: মতিউর রহমান কিছুক্ষণ পূর্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পুরাতন সাইকেলের হাট, আঠারবাড়ী
12/07/2025

পুরাতন সাইকেলের হাট, আঠারবাড়ী

আঠারবাড়ী টু নান্দাইল চৌরাস্তা রোড
11/07/2025

আঠারবাড়ী টু নান্দাইল চৌরাস্তা রোড

11/07/2025

প্রকৃতির নীরব সৌন্দর্য।

11/07/2025

ঐতিহ্যবাহী তেলুয়ারী জামে মসজিদ মিনার থেকে প্রতিদিন পাঁচবার মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি।

10/07/2025

সোহাগিতে একজন যুবককে নিজ ঘরের ভিতর জ*বাই করে কে বা কারা হ*ত্যা করে!

আঠারবাড়ী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি/দাখিল পরীক্ষার ফলাফল।আঠারবাড়ী মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয়মোট পরীক্ষার্থী ...
10/07/2025

আঠারবাড়ী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি/দাখিল পরীক্ষার ফলাফল।

আঠারবাড়ী মহিম চন্দ্র উচ্চ বিদ্যালয়
মোট পরীক্ষার্থী : ২৮৯ জন
কৃতকার্য : ১৫৩ জন
অকৃতকার্য : ১৩৬ জন
জিপিএ-৫ : ১৩ জন
পাশের হার : ৫২.৯৪%

রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়
মোট পরীক্ষার্থী : ৯১ জন
কৃতকার্য : ৩৫ জন
অকৃতকার্য : ৫৬ জন
জিপিএ-৫ : ০ জন
পাশের হার : ৩৮.৪৬%

খালবলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়
মোট পরীক্ষার্থী : ৮৭ জন
কৃতকার্য : ৪৯ জন
অকৃতকার্য : ৩৮ জন
জিপিএ-৫ : ১ জন
পাশের হার : ৫৬.৩২%

সরাতী হোসাইনিয়া দাখিল মাদ্রাসা
মোট পরীক্ষার্থী : ৩৪ জন
কৃতকার্য : ৫ জন
অকৃতকার্য : ২৯ জন
জিপিএ-৫ : ০ জন
পাশের হার : ১৪.৭১%

আঠারবাড়ী এম.সি উচ্চ বিদ্যালয়ে মোট ২৮৯ জন এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করেন এর মধ্যে ১৫৩ উর্ত্তীণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ১৩...
10/07/2025

আঠারবাড়ী এম.সি উচ্চ বিদ্যালয়ে মোট ২৮৯ জন এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করেন এর মধ্যে ১৫৩ উর্ত্তীণ হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন এবং পাশের হার ৫২.৯৪

সকল শিক্ষার্থীদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন।…

জীবিকার তাগিদে প্রিয় জন্মভূমি ছেড়ে কে কোথায় অবস্থান করছেন?ছবিতে ময়মনসিংহের অন্যতম বৃহত্তর বাজার আঠারবাড়ী "রায়বাজার"
10/07/2025

জীবিকার তাগিদে প্রিয় জন্মভূমি ছেড়ে কে কোথায় অবস্থান করছেন?

ছবিতে ময়মনসিংহের অন্যতম বৃহত্তর বাজার আঠারবাড়ী "রায়বাজার"

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের আঠারবাড়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের আঠারবাড়ী:

Share