따렉 씨

따렉 씨 ✈️Leave the country,✈️
😎Save the family...!!👪

27/06/2025
27/06/2025

আগামী বছর কোরিয়াতে নূন্যতম বেতন ঘন্টায় কত হবে তা নিয়ে দরকষাকষি চলছে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষদের মধ্যে।

১ম ডাক
শ্রমিক পক্ষ ১১,৫০০ উওন, মালিকপক্ষ ১০,০৬০ উওন

২য় ডাক
শ্রমিক পক্ষ ১১,৪৬০ উওন, মালিকপক্ষ ১০,০৭০ উওন

উভয়ের মধ্যে পার্থক্য ১,৩৯০ উওন। ১লা জুলাই আবার দরকষাকষি চলবে।

উল্লেখ্য যে বর্তমানে ঘন্টায় মজুরি ১০,০৩০ উওন।
Asaduzzaman Asad

প্রিয় BOESL ২৪ পারদর্শী মেডিকেল কবে জমা নিবেন নির্দিষ্ট কোন একটা তারিখ দেন আমরা খুব টেনশনে আছি
26/06/2025

প্রিয় BOESL ২৪ পারদর্শী মেডিকেল কবে জমা নিবেন
নির্দিষ্ট কোন একটা তারিখ দেন আমরা খুব টেনশনে আছি

আপনি সত্যিই একজন ভালো মনের মানুষ প্রিয় স্যার Asaduzzaman Asad
26/06/2025

আপনি সত্যিই একজন ভালো মনের মানুষ প্রিয় স্যার Asaduzzaman Asad

26/06/2025

কোরিয়াতে বর্তমানে অবস্থান করছে এমন ইপিএস কর্মীর সংখ্যা ১৩,৮০১জন। ১৬টি দেশের মধ্যে ১১ নাম্বারে বাংলাদেশের স্থান।
৪৯,৫৯৫ জন নিয়ে নেপাল এক নাম্বারে, কম্বোডিয়া ৪৮,৮৫৬, ভিয়েতনাম ৪২,১২৩জন, ইন্দোনেশিয়া ৪০,৭৯৬ জন, মায়ানমার ৩১,৯৩৬ নিয়ে যথাক্রমে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছে।

25/06/2025

আগামী বছরও কোরিয়াতে সকল সেক্টরে একই রকম নূন্যতম মজুরি হবে। মালিকপক্ষরা চেয়েছিলো সেক্টরভেদে নূন্যতম মজুরি আলাদা আলাদা করার জন্য কিন্তু ২৭ ভোটের ভিতরে বিপক্ষ ভোট ১৫টি পড়ায় সেটা কার্যকর হয় নি।

দক্ষিণ কোরিয়ার অর্থনীতি কি পুনরুদ্ধারের  পথে? নতুন রাষ্ট্রপতির বিশাল অংকের বাজেট ঘোষণা। দক্ষিণ কোরিয়া ২০.২ ট্রিলিয়ন ও...
19/06/2025

দক্ষিণ কোরিয়ার অর্থনীতি কি পুনরুদ্ধারের পথে? নতুন রাষ্ট্রপতির বিশাল অংকের বাজেট ঘোষণা।

দক্ষিণ কোরিয়া ২০.২ ট্রিলিয়ন ওন (১৪.৭ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের দ্বিতীয় সম্পূরক বাজেট বাস্তবায়ন করবে যার লক্ষ্য হল অভ্যন্তরীণ ভোগ পুনরুজ্জীবিত করা এবং অর্থনীতিকে শক্তিশালী করা।

সম্পূরক বাজেট - এই বছরের দ্বিতীয় এবং দুই সপ্তাহ আগে রাষ্ট্রপতি লি জে মিয়ং দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথম - মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে।

"সরকার ভোগ বৃদ্ধি, বিনিয়োগ উৎসাহিতকরণ এবং নির্মাণ ব্যয় সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক পুনরুজ্জীবিত করতে এই বাজেট ঘোষণা করেছে।

এছাড়াও শ্রেণীভেদে জনপ্রতি ১৫০০০০ উয়ন থেকে ৫০০০০০ উয়ন পর্যন্ত ভর্তুকি এবং বিশেষ ক্ষেত্রে খেলাফি ঋণ এবং খেলাফি ঋণ মওকুফ সহ ঋণ পরিশোধের ক্ষেত্রে সময় বৃদ্ধি করার ও ঘোষণা দিয়েছে সরকার।

বাজেটের নির্মাণ শিল্পে বিনিয়োগে চলমান দুর্বলতা মোকাবেলা করার জন্য, সরকার এই খাতকে গুরুত্ব দিয়ে ৫.৪ ট্রিলিয়ন উয়ন তারল্য বিনিয়োগ করবে সাথে মোট ৩ ট্রিলিয়ন ওন তহবিল সমস্যার সম্মুখীন নির্মাণ সংস্থাগুলিকে আর্থিক সহায়তা প্রদান করবে।

21/05/2025

আগামীকাল থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্খিত
ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু। রোস্টার ভুক্তদের জন্য শুভকামনা রইলো। যদিও বেশি আশা করা ঠিক হবে না কেননা রাজনৈতিক টালমাটাল অবস্থায় কোরিয়ার অর্থনৈতিক অবস্থা করুন আকার ধারণ করেছে। তারপরও আল্লাহ ভরসা।

ম্যানুফ্যাকচারিং ও শিপবিল্ডিং খাত
-২২শে মে ~ ২৮শে মে
মৎস্য ও নির্মাণ
-২৯ শে মে ~ ৪ঠা জুন
অতিরিক্ত ইস্যু
- ৯ই জুন ~ ১০ই জুন

কোটাঃ
ম্যানুফ্যাকচারিং কোটা ১৬,৩২৮ জন
মৎস্য ২,০৭৭ জন
নির্মাণ ৪৪৫ জন
শিপবিল্ডিং ৬২৫

16/04/2025

আগামী ২১ এপ্রিল ২০২৫ তারিখ ২৫ জন ইপিএস প্রার্থীর ফ্লাইট (ওয়ানস্টপ সেবা) সংক্রান্ত নোটিশ:
ফ্লাইটের ধরণ: শিডিউল ফ্লাইট (ভায়া ব্যাংকক)
কর্মীর ধরণ: রি-এন্ট্রি কমিটেড
দক্ষিণ কোরিয়া প্রবেশ: ২২ এপ্রিল ২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ০৭:০০ টার মধ্যে।

সংশ্লিষ্ট সকলকে অবশ্যই প্রদত্ত নোটিশ পড়ে বর্ণিত কার্যাদি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর সন্নিকটে উত্তরায় নির্ধারিত হোটেলে অবস্থান করে নির্ধারিত প্রশিক্ষণসহ ওয়ান স্টপ সেবা গ্রহণের লক্ষ্যে নিম্নবর্ণিত কার্যাদি গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:

১। HRD-Korea থেকে নিম্নবর্ণিত ২৫ জন প্রার্থী আগামী ২১ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ দক্ষিণ কোরিয়ায় গমন করবে সংক্রান্ত ইমেইল পাওয়া গিয়েছে। সেমতে সংশ্লিষ্ট প্রার্থীদের বোয়েসেল থেকে বার্তা প্রেরণ করা হবে/হয়েছে;

২। আগামী ১৮ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ শুক্রবার দুপুর ০৩ টা থেকে ০৪ টার মধ্যে নিম্নবর্ণিত হোটেলে উপস্থিত হয়ে নির্ধারিত মেডিকেল সেন্টারের প্রতিনিধি কর্তৃক সিফিলিস টেস্ট সম্পন্ন করতে হবে। সিফিলিস টেস্টে কেউ পজিটিভ শনাক্ত হলে হোটেলে অবস্থান করা যাবে না। প্রয়োজনীয় টেস্ট-এর সময় প্রার্থীর ৩ (তিন) কপি রঙিন পাসপোর্টের কপি, ছবি এবং লেবার কন্ট্রাক্ট সঙ্গে রাখতে হবে;

৩। ফ্লাইটের লক্ষ্যে প্রয়োজনীয় লাগেজ ও সামগ্রী সঙ্গে নিয়ে আসতে হবে। শীত নিবারণের প্রয়োজনীয় সামগ্রী নিতে হবে (প্রায় সময় কোরিয়ায় প্রচন্ড শীত থাকে)। প্রার্থী চাইলে হোটেলে অবস্থানকালীন প্রয়োজনীয় খাদ্য দ্রব্য এবং ট্রানজিটকালীন শুকনো খাবার যেমন খেজুর ও বিস্কিট সিমীত আকারে সঙ্গে রাখতে পারবেন। তবে লাগেজে কোনো ধরনের খাদ্য দ্রব্য, কোনো প্রকার মসলা, সকল প্রকার তামাক জাতীয় দ্রব্য, বডি স্প্রে, আতর, প্রেসক্রিপসন ব্যতীত কোন প্রকার ওষুধ ইত্যাদি সঙ্গে রাখা যাবে না;

৪। লাগেজের সাইজ ২৫-২৭ ইঞ্চি (মিডিয়াম) এবং ওজন সর্বোচ্চ ২০ কেজি এবং হ্যান্ড লাগেজের সাইজ ২১ ইঞ্চি (মিডিয়াম) সর্বোচ্চ ৭ কেজি (নমুনা সংযুক্ত);

৫। দি রিপাবলিক অব কোরিয়া (দক্ষিণ কোরিয়া) হতে নির্ধারিত কোম্পানির অধীন চাকরির জন্য চুক্তিবদ্ধ হয়ে দক্ষিণ কোরিয়া যাচ্ছি, আমি নিয়োগকর্তা কর্তৃক অটোরিলিজ ব্যতীত তুচ্ছ কারণে এক বছরের মধ্যে কর্মস্থল পরিবর্তন করব না বা রিলিজ নিবো না বা অন্য কোম্পানিতে চাকরির জন্য চুক্তিবদ্ধ হব না এবং চাকরি/ভিসার মেয়াদ সম্পন্ন শেষে দক্ষিণ কোরিয়াতে অবৈধভাবে অবস্থান করব না এবং তুচ্ছ কারণে নিয়োগকর্তার বিরুদ্ধে অভিযোগ/মামলা করবো না মর্মে প্রত্যেক কর্মী থেকে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামা প্রদান করতে হবে;

৬। উক্ত অঙ্গিকারনামা প্রার্থীর অভিভাবক (বাবা /মা /ভাই /বোন /স্ত্রী) স্বাক্ষর করতে হবে। বিধায় হোটেলে প্রবেশের দিন অভিভাবক সঙ্গে নিয়ে আসতে হবে এবং অবশ্যই অভিভাবকের ছবি, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে।

৭। নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে প্রার্থীদের জুম অ্যাপস উপযোগী নিজস্ব মোবাইলে ইন্সটল করে জুম ক্লাস গ্রহণের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হলো। জুম ক্লাসের সময় অবশ্যই একটি নোটবুক/ডায়েরী এবং কলম সঙ্গে রাখতে হবে।

উল্লেখ্য যে, দক্ষিণ কোরিয়ায় সুশৃঙ্খলভাবে গমনের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের জনসমাগম এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হলো। তাছাড়া ইপিএসকে আরও শক্তিশালীকরণ এবং নির্ধারিত কোটা পূরণের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বর্ণিত প্রার্থী থেকে অঙ্গিকারনামা গ্রহণ করা হবে:

ক) বাংলাদেশে হোটেলে থাকা অবস্থায় হোটেলের নিয়মনীতি অনুসরণ এবং নির্ধারিত রুম থেকে কোনো অবস্থায় বের হবো না;
খ) কোনো ধরণের খাদ্য দ্রব্য ও বীজ ল্যাগেজ/বিমান-এ বহন করবো না;
গ) এন ৯৫ ফেইস মাস্ক পরিধান করবো;
ঘ) দুই বিমান বন্দরে খাদ্য গ্রহণ ও ধুমপান থেকে বিরত থাকবো;
ঙ) দক্ষিণ কোরিয়াতে এয়ারপোর্ট ও কোরিয়ার নির্ধারিত প্রশিক্ষণে অন্যান্য বিষয়ে অভিযোগ করা থেকে বিরত থাকবো;
চ) বোয়েসেল কর্তৃক নির্ধারিত গ্রুপ লিডারকে অনুসরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল নিশ্চিত করবো;
ছ) এইচআরডি কোরিয়া ও বোয়েসেল-এর নির্ধারিত নিয়মনীতি বাধ্যতামূলকভাবে অনুসরণ করবো;

উপর্যুক্ত শর্তে রাজি এবং নির্ধারিত টেস্টে রেজাল্ট ইতিবাচক হলে আগামী ২১ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ ২৫ জন ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়ায় গমন করবে। প্রার্থীর সুবিধার্থে হোটেলে থাকা অবস্থায় ইপিএস কর্মী থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টিকিট ফি গ্রহণ করবেন।

হোটেলের নাম:
(A) ক্রমিক নং ০১-১২ প্রার্থীগণ Hotel Silver Paradise-এ উপস্থিত থাকবেন:
Hotel Silver Paradise
House 03, Road 13/D, Sector
06, (Near North City Corporation Office Front Side)
Uttara, Dhaka -1230, MOBILE: +88 01701 522109

(B) ক্রমিক নং ১৩-২৫ প্রার্থীগণ City Homes Hotel-এ উপস্থিত থাকবেন:
City Homes Hotel
House # 4, Road # 13/B, Sector # 6, Uttara, Dhaka-1230,
MOBILE: +88 01701 522109

প্রার্থীরদের রেফারেন্স নম্বর, নাম ও জন্ম তারিখ:
1 6084 MIA MD RATAN 1995/11/11
2 6087 SHAIKH RAMJAN 1997/01/01
3 6088 HASAN MD RASHED 1997/11/25
4 6096 ROY SUMON 1996/09/10
5 6101 ISLAM MOLLA ZAHIDUL 1987/05/15
6 6102 BEPARI TAPAN CHANDRA 1990/08/06
7 6115 ISLAM MOHAMMAD AMINUL 1991/08/10
8 6117 SHAMIM MOHAMMAD 1991/06/05
9 6118 HOSSAIN ROBIN 1991/08/04
10 6130 HOSSEN SARDAR EMADUL 1995/02/01
11 6142 ISLAM MD ATIKUL 1992/04/05
12 6161 ULLAH MD SOHID 1993/10/15
13 6164 ALI MD SABUJ 1997/11/09
14 6167 HOSSEN MD DIDAR 1996/05/29
15 6175 BORMON BIPLOB 1991/10/20
16 6176 HOSSAIN SHARIF 1996/10/01
17 6177 HOSSAIN ISMAIL 1998/11/19
18 6182 AZIZ TARAK 1996/07/30
19 6188 ALI MAHATAB 1985/07/03
20 6191 ALAM SHAHIN 1997/02/01
21 6200 ROKNUZZAMAN 1995/08/15
22 6203 MIA MOHAMMAD JEWEL 1992/03/04
23 6207 ANOWAR 1980/05/10
24 6211 HOSSEN IMRAN 1990/06/01
25 6212 BILLAH TASHLIM 1997/06/15

হোটেলে অবস্থানের মাধ্যমে ওয়ানস্টপ সেবা প্রদানের কারণ:
বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ অনুযায়ী অভিবাসন প্রত্যাশী কর্মীগণের বিদেশ গমনের প্রয়োজনে ৩ দিনের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (PDO) সম্পন্ন বাধ্যতামূলক। তাছাড়া বোয়েসেল পরিচালনা পর্ষদের ২৬০তম সভার সিদ্ধান্ত ও এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত কারিকুলাম অনুযায়ী ইপিএস কর্মীদের ফ্লাইটের পূর্বে ৩ দিন ব্যাপী ২০ ঘণ্টার প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। কোভিড অতিমারির পূর্বে সংশ্লিষ্ট প্রার্থীগণ বোয়েসেল অফিসে ব্যক্তিগতভাবে হাজির হয়ে উক্ত প্রশিক্ষণ গ্রহণ করে থাকে।

কোভিড অতিমারিকালীন কোভিড রোধকল্পে ২০২১ সালে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সঙ্গনিরোধ অবস্থায় উক্ত প্রশিক্ষণ ভার্চুয়াল প্লাট ফর্মে প্রদান করা হয়েছে। এর ধারাবাহিকতায় ইপিএস কর্মীদের ফ্লাইটের পূর্বে ৭ দিন হোটেলে অবস্থান নিশ্চিত করে ভার্চুয়াল প্লাট ফর্মে নির্ধারিত প্রশিক্ষণ প্রদান, নির্ধারিত হোটেলে মেডিকেল সেন্টার কর্তৃক সিফিলিস ও ভিডিআরএল টেস্ট, এয়ারলাইন্স কর্তৃক হোটেল থেকে নির্ধারিত এয়ার টিকিট ফি গ্রহণ, অঙ্গীকারনামা গ্রহণ, পাসপোর্ট, টিকিট, ভিসা, নির্ধারিত নেইম ট্যাগ বিতরণ, বোয়েসেল পক্ষ হতে কোরিয়ান নিয়োগকর্তাকে ক্রেস্ট প্রদান এবং বহির্গমন কার্যাদিসহ প্রয়োজনীয় সেবা ওয়ান স্টপভাবে নিশ্চিত করা হচ্ছে। তাছাড়া এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক ইপিএস কর্মীদের লাগেজ চেক করে নিষিদ্ধ খাদ্য দ্রব্য অপসারণ করে বোয়েসেল-এর ব্যবস্থাপনায় নির্ধারিত পরিবহনের মাধ্যমে হোটেল থেকে বিমান বন্দরে পৌঁছানো হয়ে থাকে।

ভার্চুয়াল প্লাট ফর্মে নির্ধারিত প্রশিক্ষণে মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা, বিশেষজ্ঞ ডাক্তার, পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা, মিশন অডিটের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ডেস্ক/ইমিগ্রেশন কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাস সিউলের কর্মকর্তা, কোরিয়ান নেটিভ, এইচআরডি কোরিয়ার প্রতিনিধি, কেবিজ এর প্রতিনিধি, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিসহ বাংলাদেশে সফল ইপিএস কর্মী গেস্ট স্পিকার হিসেবে অনলাইনে প্রশিক্ষণ প্রদান করে থাকেন। কিন্তু বোয়েসেলে অফিসে প্রশিক্ষণ অনুষ্ঠিত হলে উক্ত গেস্ট স্পিকারগণের মধ্যে অধিকাংশ গেস্ট স্পিকার পক্ষে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হবে না।

কোভিড অতিমারির পর অর্থাৎ বর্তমান স্বাভাবিক অবস্থায় একজন ইপিএস কর্মী বোয়েসেল অফিসে উপস্থিত হয়ে ৩ দিনের নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণ ও ফ্লাইটের পূর্বে পাসপোর্ট-টিকিট-ভিসা-নির্ধারিত নেইম ট্যাগ গ্রহণ, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত এয়ার টিকিট ফি পরিশোধ, ট্রাভেল বীমার ফি পরিশোধ এবং বহির্গমন সংক্রান্ত যাবতীয় কার্যাদি নিজ উদ্যোগে সম্পন্ন করতে সময়ের অপচয়সহ অতিরিক্ত অর্থ ব্যয় হবে। এ সকল কারণে এইচআরডি কোরিয়া থেকে ইপিএস কর্মীদের চূড়ান্ত ফ্লাইটের তালিকা প্রাপ্তির পর উক্ত প্রার্থীদের ফ্লাইটের লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর সন্নিকটে উত্তরায় নির্ধারিত হোটেলে ৩ দিন অবস্থান করে বর্ণিত কার্যাদি সম্পন্ন করার পর দক্ষিণ কোরিয়ায় গমন নিশ্চিত করা হচ্ছে। এতে একজন কর্মীর খাওয়া থাকাসহ ব্যয় হচ্ছে দৈনিক তিন হাজার টাকা। ফলে ইপিএস কর্মী ৩ দিনের নির্ধারিত প্রশিক্ষণ, বহির্গমন সংক্রান্ত সকল সেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা হোটেল থেকে গ্রহণ করে নির্ধারিত পরিবহনের মাধ্যমে বিমান বন্দরে পৌছানোর পর বর্হিগমন সম্পন্ন করে নিরাপদে দক্ষিণ কোরিয়া গমন করে।

14/04/2025

২য় ধাপে ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট ইস্যুর তারিখ ঘোষণা

ম্যানুফ্যাকচারিং কোটা ১৬,৩২৮ জন
মৎস্য ২,০৭৭ জন
নির্মাণ ৪৪৫ জন
শিপবিল্ডিং ৬২৫

মালিকদের আবেদন ২১শে এপ্রিল টু ২রা মে ২০২৫

ইস্যুর তারিখ
ম্যানুফ্যাকচারিং ও শিপবিল্ডিং খাত
-২২শে মে টু ২৮শে মে
মৎস্য ও নির্মাণ
-২৯ শে মে টু ৪ঠা জুন
অতিরিক্ত ইস্যু
- ৯ই জুন টু ১০ই জুন।

©আসাদ ভাই

23/01/2025

২০২৫ সালের ইপিএস কর্মীর জন্য কোরিয়ান মালিকদের আবেদনের সময়সূচী:

প্রথম ধাপ: ফেব্রুয়ারি ১০ তারিখ থেকে ফেব্রুয়ারি ২১তারিখ।

দ্বিতীয় ধাপ: এপ্রিল ২১ তারিখ থেকে মে ২ তারিখ।

৩য় ধাপ: জুলাই ৭ তারিখ থেকে জুলাই ১৮ তারিখ।

চতুর্থ ধাপ: সেপ্টেম্বর ১৫ তারিখ থেকে সেপ্টেম্বর ২৬ তারিখ।

পঞ্চম ধাপ: নভেম্বর ২৪ তারিখ থেকে নভেম্বর ২৮ তারিখ।

09/01/2025

~~~সতর্কবার্তা~~~

EPS TOPIK পরীক্ষার্থীদের মানসিক চাপ অথবা শারীরিক দুর্বলতা থেকে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়।

যারা অসুস্থ কিংবা দুর্বল, তারা পূর্ব প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হলো।

~ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে,

EPS TOPIK পরীক্ষার সময় নির্ধারণ করে দেওয়ার পরেও নির্ধারিত সময়ের পরে এসে উপস্থিত হয়। যার ফলে পরীক্ষা দিতে ব্যর্থ হয়।

নির্ধারিত সময়ে পরীক্ষার হলে উপস্থিত থাকা আবশ্যক।
পরীক্ষার হলে প্রবেশের সর্বশেষ সময়-

" প্রথম সেশন- 09:00
দ্বিতীয় সেশন- 10:30
তৃতীয় সেশন -13:00
চতুর্থ সেশন- 14:30"

উল্লেখিত সময়ের পরে এসে পরীক্ষা দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী থাকবে না।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when 따렉 씨 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 따렉 씨:

Share