অবাক কান্ড - Obak Kando

অবাক কান্ড -  Obak Kando আনন্দ দেওয়া আমাদের একমাত্র উদ্দেশ্য।

কান্না করতেও ভয় হয়,যদি এক ফুটা পানিতে বন্যা আরো বেড়ে যায়।জুলাইয়ে রক্তের বন্যা,আগস্টে পানির বন্যা। ইয়া আল্লাহ আমাদের উপর ...
22/08/2024

কান্না করতেও ভয় হয়,
যদি এক ফুটা পানিতে বন্যা আরো বেড়ে যায়।
জুলাইয়ে রক্তের বন্যা,
আগস্টে পানির বন্যা।
ইয়া আল্লাহ আমাদের উপর রহম করুন।
আমিন।

22/08/2024
ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের। ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। সবাই ড্রেসিং রুম...
18/08/2024

ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের। ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। সবাই ড্রেসিং রুমে ফিরে যায়। গোলরক্ষক স্যাম বাট্রাম রয়ে যান গোল পাহারায়। কুয়াশা যত বাড়ছে-তার সতর্কতাও তত বেশি বাড়ছে। পেছনে মানুষের কোলাহলে তিনি শুনতে পাননি রেফারির খেলা সমাপ্তির বাঁশী। অনেকক্ষণ পর- মাঠের একজন নিরাপত্তা কর্মী এসে তাঁকে জানায় ম্যাচটি প্রায় পনের মিনিট আগেই শেষ হয়ে গেছে।

স্যাম বাট্রাম বলেন- না এটা হতে পারেনা। আমি বিশ্বাস করিনা।খেলা শেষ হয়ে গেলে বন্ধুরা অবশ্যই আমাকে বলতো। আমাকে মাঠে একা রেখে ওরা চলে যেতোনা। একজন মানুষও কি ছিলোনা-যে আমার খোঁজ করবে। এরপর, সত্যি যখন বুঝলেন-আসলেই খেলা শেষ হয়ে গেছে। তখন, স্যাম গভীর এক দুঃখ পেলেন। খেলা শেষ হওয়ার জন্য না। বরং বন্ধুরা যে সত্যিই তাকে না জানিয়ে চলে গেছে সে জন্য। যাদের জন্য তিনি গোল পাহারায় দাঁড়িয়ে ছিলেন- তারা সবাই চলে গেলো। কেউ তার কথা একটিবার মনেও রাখলোনা।

জীবনটাও বুঝি এমনি এক খেলার মাঠ। যেখানে সময় দিয়ে, সামর্থ্য দিয়ে যাদের জন্য ডিফেন্ড করে প্রয়োজনে পাশে দাঁড়িয়ে সাপোর্ট করে- সামান্য কুয়াশার পরিস্থিতিতে তারাই এভাবে সব কিছু ভুলে চলে যায়। বন্ধু নির্বাচনে সতর্ক হোন।

#কপি_পোষ্ট

আজ শেখ মজিবুর রহমান বেঁচে থাকলে বলতেনরক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব তবু লাল সবুজ পতাকার সবুজ অংশটুকু লাল করে ছাড়ব। #তিতা_ক...
15/07/2024

আজ শেখ মজিবুর রহমান বেঁচে থাকলে বলতেন
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব
তবু লাল সবুজ পতাকার সবুজ অংশটুকু
লাল করে ছাড়ব।
#তিতা_কথা #অবাক_কান্ড

ইংল্যান্ড'কে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ান হলো স্পেন।Congratulations 🇪🇦 spein⚽🏆⭐🇪🇦🥰🏆 #অবাক_কান্ড  #তিতা_কথা
15/07/2024

ইংল্যান্ড'কে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ান হলো স্পেন।
Congratulations 🇪🇦 spein⚽🏆⭐🇪🇦🥰🏆
#অবাক_কান্ড #তিতা_কথা

মুখে বলি দেশ স্বাধীন কাজের বেলা নাই,আমরা করিব দেশ শাসনতোমরা পাবে নাকো ঠাই। #অবাক_কান্ড #তিতা_কথা   ছবি: সংগ্রহীত।
15/07/2024

মুখে বলি দেশ স্বাধীন
কাজের বেলা নাই,
আমরা করিব দেশ শাসন
তোমরা পাবে নাকো ঠাই।
#অবাক_কান্ড #তিতা_কথা

ছবি: সংগ্রহীত।

আজ শেখ মজিবুর রহমানের কথাই সত্যি হল, যুদ্ধ করে স্বাধীন দেশের বদলে চুর পালতেছি।অবস্থাটা দেখেন। উনার নাম হচ্ছে খলিলুর। উনি...
14/07/2024

আজ শেখ মজিবুর রহমানের কথাই সত্যি হল, যুদ্ধ করে স্বাধীন দেশের বদলে চুর পালতেছি।

অবস্থাটা দেখেন। উনার নাম হচ্ছে খলিলুর। উনি পিএসসি’র সামান্য একজন ডেসপ্যাচ রাইডার। এই ডেসপ্যাচ রাইডারের মানে হচ্ছে অফিসের চিঠি, ফাইল দেয়া নেয়া করা। আদালতে দেওয়া তথ্যমতে, এই খলিলুর একাই গত ১২ বছরে অন্তত ৪০০ জনকে প্রশ্নফাঁস করে বিসিএস ক্যাডার, নন- ‌ক্যাডার ও পিএসসির অধীনে অনান্য নিয়োগে চাকরি পাওয়ায় দিয়েছেন। আর আয় করেছেন ৬০ কোটি টাকা।

তাহলে এভাবে ৩৭ জন চক্রের প্রতিজনে কতো জনকে চাকরি দিতে পারেন? ৪০০ × ৩৭= ১৪ হাজার ৮০০! চক্রের সংখ্যাটা যদি আরও বাড়ে তাহলে কি ভয়াবহ অবস্থা বুঝতে পেরেছেন?

কোন দেশে আছি ভাই!!!

সৎ মানুষের আদৌ কী কোন দাম আছে!!!

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",আমি বুঝেছিলাম তোমার ম...
13/07/2024

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;

তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

লেখা- স্বপ্নীল চক্রবর্তী
কবিতার নাম - "একটা তুমির গল্প"
কাব্যগ্রন্থ - "অন্তত কিছুক্ষণ বিষণ্ণ থাকুন"
নিবেদিত - হুমায়ূন ফরিদী স্যার।

জীবনের শেষ বেলায় এসে মনে হবে,এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট...
13/07/2024

জীবনের শেষ বেলায় এসে মনে হবে,

এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল।
রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল।
কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল।
দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল।

শেষ বেলায় মনে হবে,

ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি।
অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি।
জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া।

শেষ বেলায় মনে হবে,

মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি।
মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল।
শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান।

অথচ এত কিছু ভেবে ও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না।

(সংগ্রহিত)
#অবাক_কান্ড #তিতা_কথা

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when অবাক কান্ড - Obak Kando posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share