
13/11/2024
শীতের সকালের শোভা অতি অনুপম;
ভোরের আলো যখন স্পর্শ করে পৃথিবীতে
ঘন কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্ট
মনে হয়,
গোটা পৃথিবীটা যেন এক রূপকথার মায়াপুরী;
এক ধূসর স্বপ্নের বেশ,
অপূর্ব তার রূপ মাধুরী
অনিন্দ্য সুন্দর সেই পরিবেশ । ゚