I post whatever I want

I post whatever I want الصبر مفتاح الفرج-Patience is the key to relief.

28/07/2025

জীবনসঙ্গী ময়মনসিংহের না হলে আপনি কোনভাবেই বুঝতে পারবেন না জামাই /বউ আদর আর আন্তরিকতা কি জিনিস!

28/07/2025

ভাবতেই কেমন লাগে, কোন ছেলেকে বিয়ের জন্য প্রেসার না দিয়েই লাইফ কাটাচ্ছি।

যাকে তোমার ভালো লাগে না, তাকে একবারে বলে দাও - "তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই!''দিনের পর দিন একটা মানুষকে একটু একট...
16/07/2025

যাকে তোমার ভালো লাগে না, তাকে একবারে বলে দাও - "তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই!''

দিনের পর দিন একটা মানুষকে একটু একটু করে ইগনোর করার কোনো মানেই হয় না।
ভদ্রতা বজায় রাখতে গিয়ে তিলে তিলে কাউকে কষ্ট দেয়াটা খুবই বাজে কাজ। তারচেয়ে বরং অভদ্র হয়ে সোজাসাপ্টা বলে দাও, ঝুলিয়ে রেখো না!
একটা মানুষ টানা ফোন দিয়েই যাচ্ছে তোমাকে সকাল-বিকাল। তুমি দেখেও না দেখার ভান করে ফোনটা বিছানায় ফেলে রাখছো, রিং বেজে যাচ্ছে, ম্যাসেজ আসছে। সপ্তাহখানেক পর যখন মুখোমুখি দেখা হলো, খুব ভালোমানুষি করে বললে - "আমি মাঝে অসুস্থ ছিলাম, তাই ফোন ধরা হয় নাই/ম্যাসেজ চেক করি নাই, সরি!"
মানুষটা ভরসা পেলো, তোমাকে কাছের মানুষই ভেবে বসে থাকলো। অথচ তুমি তো তার কাছের মানুষ না, তুমি দূরে দূরে থেকে কাছের মানুষ হবার অভিনয় করছো।
যা ঠিক না, একদম ঠিক না।
যদি পাশেই না থাকো তাহলে দয়া করে "পাশে আছি" বলে কাউকে মিথ্যা ভরসা দিও না। তুমি নিজেও জানো না যে তুমি একজন ঠান্ডা মাথার খুনি। মিথ্যা আশা দিয়ে, অপেক্ষায় রেখে রেখে শেষে তুমি একটা মানুষকে মানসিকভাবে খুন করছো!
দিনের পর দিন কারো মনে তোমার জন্যে বিন্দু বিন্দু মিথ্যে এক্সপেকটেশন এর সমুদ্রে তাকে ডুবিয়ে মারার কোনো অধিকার তোমার নেই! একদমই নেই!
এমন একটা দিন আসবে, যেদিন তুমিও অন্য কারো পিছু ছুটবে, মাতালের মত ধুকতে থাকবে, পাগলের মত চিৎকার করে তার এটেনশন চাইবে। ফোনে রিং এর পর রিং বাজবে, ম্যাসেজের পর ম্যাসেজ সিন হবে। আস্তে আস্তে তুমি টের পাবে, তুমি ডুবে যাচ্ছো এবং খুব চেনা একটা সমুদ্রে ডুবে যাচ্ছো!
তোমার জন্য কেউ অপেক্ষা করে আছে, কেউ তোমার খোঁজ নেয়ার জন্যে পাগল হয়ে আছে বলেই তুমি তাকে ইগনোর করার সাহস পাচ্ছো। কারো দুর্বলতার জন্যে তাকে অবহেলা করার এই সাহসটুকুই একদিন তোমার ভয়ের কারন হবে, অবশ্যই হবে! মনে রাখবে - একদিন প্রতারকদেরও ঠকতে হবে, মরার আগে হলেও।
প্রকৃতির অলিখিত সংবিধানে এটাই লেখা আছে যে - "কাউকে ঠকিয়ে খুব বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না!"
@

10/07/2025

Extrovert ছিলাম, মানুষ চিনতে চিনতে introvert হয়ে গেছি।

03/07/2025

Nobody Knows when the last Goodbye is.

02/07/2025

পূর্ণজন্ম হবেনা। ভালোবাসলে মৃত্যুর আগেই বাসো।

আমার সারা জীবনের সমস্ত উপলব্ধির মূল কেন্দ্রবিন্দু আমি ইদানীং খুব মিলানোর চেষ্টা করলাম যা দাড়ালো প্রথমত-আফসোসবিহীন জীবন প...
01/07/2025

আমার সারা জীবনের সমস্ত উপলব্ধির মূল কেন্দ্রবিন্দু আমি ইদানীং খুব মিলানোর চেষ্টা করলাম যা দাড়ালো প্রথমত-আফসোসবিহীন জীবন পার করতে চাইলে "ক্ষমা" খুব গুরুত্বপূর্ণ। ক্ষমা করতে পারা নেহাত ভালো থাকার মূলমন্ত্র ।

এক হাদিসে এসেছে, "যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে, আল্লাহ তাকে সম্মানিত করেন।"

দ্বিতীয়ত__আমার জীবনের আরেকটা উপলব্ধি হলো -আমরা যা ভাবি -যেমন বিশেষ করে তা হতে পারে কোন মানুষকে নিয়ে প্রকাশ করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের সবচেয়ে প্রিয় বা কাছের মানুষদের কতোটা ভালোবাসি তা প্রকাশ করিনা। বাবা মা আমাদের সবচেয়ে প্রিয় এবং কাছের মানুষ হওয়া সত্যেও কখনো কখনো অজানা দ্বিধায় আমরা মুখ ফোটে বলি না।অথচ পরিবারের বাইরের একটা মানুষের মন পেতে যতোরকম চেষ্টা বা প্রকাশ করা লাগে বাবা মায়ের ক্ষেত্রে তার এক ভাগও লাগেনা।

আরেকটা খুবই ব্যক্তিগত রিয়েলাইজেশন হলো আমাকে কেউ ভালোবাসলে বা কেয়ার করলে আমাকে মুখ ফোটে না বললে আমি বুঝিনা।মনে মনে ভাবা বা ধরে নেয়া একটা বিশাল মানসিক দ্বন্দ্ব নিজের সাথে নিজের। কেউ তো কারো মনের ভেতর ঢুকে দেখতে পারেনা বা কে কাকে কতোটা ফিল করে বুঝতে পারেনা। তো প্রকাশ না করলে মানুষ ভালোবাসা বুঝবে কি করে!

01/07/2025

একটা জিনিস খেয়াল করলাম, দুঃখ আসলে ব্লেসিং। দুঃখের সময় আল্লাহর সাথে সুন্দর সময় কাটে।

28/06/2025
If they want, they will.
10/06/2025

If they want, they will.

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉
05/06/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

01/06/2025

ঘুমাতে যাচ্ছি বন্ধুরা, সকালে মেয়ের স্কুলে প্যারেন্টস মিটিংয়ে যেতে হবে।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when I post whatever I want posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share