
28/07/2025
একটি ভুল শোধরে নিন!
আমাদের সকলেরই কমবেশি জানা যে জান্নাত আটটি ও জা'হান্নাম সাতটি অথচ এটি আমাদের ভুল ধারণা!
প্রকৃতপক্ষে জান্নাত একটি কিন্তু তার দরজা (স্তর) আটটি।
হাদিস শরিফে এসেছেঃ
ﻭَﻋَﻦْ ﺳَﻬْﻞِ ﺑْﻦِ ﺳَﻌْﺪٍ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮْﻝُ ﺍﻟﻠّٰﻪِ ﷺ : ﻓِﻰ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺛَﻤَﺎﻧِﻴَﺔُ ﺃَﺑْﻮَﺍﺏٍ ﻣِﻨْﻬَﺎ : ﺑَﺎﺏٌ ﻳُﺴَﻤَّﻰ ﺍﻟﺮَّﻳَّﺎﻥَ ﻟَﺎ ﻳَﺪْﺧُﻠُﻪ ﺇِﻟَّﺎ ﺍﻟﺼَّﺎﺋِﻤُﻮْﻥَ . ( ﻣُﺘَّﻔَﻖٌ ﻋَﻠَﻴْﻪِ )
সাহল ইবনু সা‘দ হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাতের আটটি দরজা রয়েছে। এর মধ্যে ‘রইয়্যান’ নামে একটি দরজা রয়েছে। সিয়াম পালনকারীগণ ছাড়া এ দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। (সহীহুল বুখারী: ৩২৫৭)
তদ্রূপ জাহা'ন্নাম একটি কিন্তু তার দরজা সাতটি:
মহান আল্লাহ বলেন:
ﻭَﺇِﻥَّ ﺟَﻬَﻨَّﻢَ ﻟَﻤَﻮْﻋِﺪُﻫُﻢْ ﺃَﺟْﻤَﻌِﻴﻦَ - ﻟَﻬَﺎ ﺳَﺒْﻌَﺔُ ﺃَﺑْﻮَﺍﺏٍ ﻟِّﻜُﻞِّ ﺑَﺎﺏٍ ﻣِّﻨْﻬُﻢْ ﺟُﺰْﺀٌ ﻣَّﻘْﺴُﻮﻡٌ
তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জা'হান্নাম। এর সাতটি দরজা আছে। প্রত্যেক দরজার জন্যে এক একটি পৃথক দল আছে। (সূরা হিজর ৪৩ ও ৪৪ নং আয়াত)
সুরা আয-যুমার ৩৯:৭১
ﻭَﺳِﻴﻖَ ﭐﻟَّﺬِﻳﻦَ ﻛَﻔَﺮُﻭٓﺍ۟ ﺇِﻟَﻰٰ ﺟَﻬَﻨَّﻢَ ﺯُﻣَﺮًﺍۖ ﺣَﺘَّﻰٰٓ ﺇِﺫَﺍ ﺟَﺎٓﺀُﻭﻫَﺎ ﻓُﺘِﺤَﺖْ ﺃَﺑْﻮَٰﺑُﻬَﺎ ﻭَﻗَﺎﻝَ ﻟَﻬُﻢْ ﺧَﺰَﻧَﺘُﻬَﺎٓ ﺃَﻟَﻢْ ﻳَﺄْﺗِﻜُﻢْ ﺭُﺳُﻞٌ ﻣِّﻨﻜُﻢْ ﻳَﺘْﻠُﻮﻥَ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﺀَﺍﻳَٰﺖِ ﺭَﺑِّﻜُﻢْ ﻭَﻳُﻨﺬِﺭُﻭﻧَﻜُﻢْ ﻟِﻘَﺎٓﺀَ ﻳَﻮْﻣِﻜُﻢْ ﻫَٰﺬَﺍۚ ﻗَﺎﻟُﻮﺍ۟ ﺑَﻠَﻰٰ ﻭَﻟَٰﻜِﻦْ ﺣَﻘَّﺖْ ﻛَﻠِﻤَﺔُ ﭐﻟْﻌَﺬَﺍﺏِ ﻋَﻠَﻰ ﭐﻟْﻜَٰﻔِﺮِﻳﻦَ
কা'ফে'''রদেরকে জাহা'''ন্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেয়া হবে। তারা যখন সেখানে পৌছাবে, তখন তার দরজাসমূহ খুলে দেয়া হবে এবং জাহা'''ন্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বর আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ আবৃত্তি করত এবং সতর্ক করত এ দিনের সাক্ষাতের ব্যাপারে? তারা বলবে, হ্যাঁ, কিন্তু কা''ফে''রদের প্রতি শা'''স্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে।
পরের আয়াতে আল্লাহ বলেনঃ
সুরা আয-যুমার ৩৯:৭২
ﻗِﻴﻞَ ﭐﺩْﺧُﻠُﻮٓﺍ۟ ﺃَﺑْﻮَٰﺏَ ﺟَﻬَﻨَّﻢَ ﺧَٰﻠِﺪِﻳﻦَ ﻓِﻴﻬَﺎۖ ﻓَﺒِﺌْﺲَ ﻣَﺜْﻮَﻯ ﭐﻟْﻤُﺘَﻜَﺒِّﺮِﻱﻥَ
বলা হবে, তোমরা জা''হান্না''মের দরজা দিয়ে প্রবেশ কর, সেখানে চিরকাল অবস্থানের জন্যে। কত নি''কৃ'ষ্ট অ''হং''কা'রীদের আবাসস্থল।
পরবর্তী আয়াতে আল্লাহ তাআ'লা এক জান্নাত ও তার দরজাসমুহের কথা বলেন:
আয-যুমার ৩৯:৭৩
ﻭَﺳِﻴﻖَ ﭐﻟَّﺬِﻳﻦَ ﭐﺗَّﻘَﻮْﺍ۟ ﺭَﺑَّﻬُﻢْ ﺇِﻟَﻰ ﭐﻟْﺠَﻨَّﺔِ ﺯُﻣَﺮًﺍۖ ﺣَﺘَّﻰٰٓ ﺇِﺫَﺍ ﺟَﺎٓﺀُﻭﻫَﺎ ﻭَﻓُﺘِﺤَﺖْ ﺃَﺑْﻮَٰﺑُﻬَﺎ ﻭَﻗَﺎﻝَ ﻟَﻬُﻢْ ﺧَﺰَﻧَﺘُﻬَﺎ ﺳَﻠَٰﻢٌ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﻃِﺒْﺘُﻢْ ﻓَﭑﺩْﺧُﻠُﻮﻫَﺎ ﺧَٰﻠِﺪِﻳﻦَ
যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উম্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদাসর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ কর।
সুরা আল-হাদীদ ৫৭:১৩
ﻳَﻮْﻡَ ﻳَﻘُﻮﻝُ ﭐﻟْﻤُﻨَٰﻔِﻘُﻮﻥَ ﻭَﭐﻟْﻤُﻨَٰﻔِﻖَٰﺕُ ﻟِﻠَّﺬِﻳﻦَ ﺀَﺍﻣَﻨُﻮﺍ۟ ﭐﻧﻈُﺮُﻭﻧَﺎ ﻧَﻘْﺘَﺒِﺲْ ﻣِﻦ ﻧُّﻮﺭِﻛُﻢْ ﻗِﻴﻞَ ﭐﺭْﺟِﻌُﻮﺍ۟ ﻭَﺭَﺍٓﺀَﻛُﻢْ ﻓَﭑﻟْﺘَﻤِﺴُﻮﺍ۟ ﻧُﻮﺭًﺍ ﻓَﻀُﺮِﺏَ ﺑَﻴْﻨَﻬُﻢ ﺑِﺴُﻮﺭٍ ﻟَّﻪُۥ ﺑَﺎﺏٌۢ ﺑَﺎﻃِﻨُﻪُۥ ﻓِﻴﻪِ ﭐﻟﺮَّﺣْﻤَﺔُ ﻭَﻇَٰﻬِﺮُﻩُۥ ﻣِﻦ ﻗِﺒَﻠِﻪِ ﭐﻟْﻌَﺬَﺍﺏُ
যেদিন ক'প'ট' বিশ্বাসী পুরুষ ও ক''প''ট বিশ্বাসিনী নারীরা মুমিনদেরকে বলবেঃ তোমরা আমাদের জন্যে অপেক্ষা কর, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে। বলা হবেঃ তোমরা পিছনে ফিরে যাও ও আলোর খোঁজ কর। অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা হবে। তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব।
আন-নাবা ৭৮:১৯
ﻭَﻓُﺘِﺤَﺖِ ﭐﻟﺴَّﻤَﺎٓﺀُ ﻓَﻜَﺎﻧَﺖْ ﺃَﺑْﻮَٰﺑًﺎ
আকাশ বি'দী'র্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।
সুরা গাফির ৪০:৭৬
ﭐﺩْﺧُﻠُﻮٓﺍ۟ ﺃَﺑْﻮَٰﺏَ ﺟَﻬَﻨَّﻢَ ﺧَٰﻠِﺪِﻳﻦَ ﻓِﻴﻬَﺎۖ ﻓَﺒِﺌْﺲَ ﻣَﺜْﻮَﻯ ﭐﻟْﻤُﺘَﻜَﺒِّﺮِﻱﻥَ
প্রবেশ কর তোমরা জা'হা'ন্না'মের দরজা দিয়ে সেখানে চিরকাল বসবাসের জন্যে। কত নি''কৃ''ষ্ট দা''ম্ভি'''কদের আবাসস্থ''ল।
মুফা'সসিরগণ বলেন উপর নিচ করে সাতটি স্তরে জা''হা''ন্নামের দরজাগুলো অবস্থিত। ইব''লিস শয়''''তানের অনু'সারীরা তাদের আমল অনুযায়ী উক্ত দরজাগুলো দিয়ে জাহা'''ন্নামে প্রবেশ করবে। (তাফসীরে মুয়াসসার)
[উদাহরণস্বরূপ বলা যায়]
আমাদের প্রচলিত প্রাতিষ্ঠানিক ভবন সমূহের মাধ্যমে একটি সুন্দর উদাহরণ হিসেবে বলা যায় যে, এসবের এরিয়া এক হলেও ভিতরে যার যার পদবী হিসেবে আলাদা আলাদা ব্যবস্থা আছে।
যেমন একটি প্রতিষ্ঠান নিয়ে কথা বলি যেখানে অভিভাবকগন, অভিভাবক হিসেবে বসবে একজায়গায়, ছাত্রগন, ছাত্র হিসেবে বসবে এক জায়গায়, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক হিসেবে বসবে এক জায়গায়, সাধারণ শিক্ষকগন, সাধারণ শিক্ষক হিসেবে বসবে একজায়গায়!অর্থাৎ যার যার পদবী হিসেবে সে অবস্থান করবে।
তাই বলে কি প্রতিষ্ঠান আলাদা আলাদা বা একাধিক হয়ে গেছে!?
মোটেও না!! ঠিক তদ্রূপ জান্নাত জাহান্নামেও যার যার মর্যাদা, স্তর হিসেবে আলাদা আলাদা স্তরে বা মহলে থাকবে সেটাকে একাধিক জান্নাত বলা যাবে না।
আল্লাহ আামদেরকে জা'হা'ন্নাম থেকে রক্ষা করে জা''ন্না''তের অধিবাসী হওয়ার তাওফিক দান করুন। আমীন।
M***i Anayet Bin Faruk
Islamic Knowledge