Islamic Knowledge

Islamic Knowledge ইসলামী আইন গবেষক ও লেখক উদীয়মান তরুণ বক্তা

একটি ভুল শোধরে নিন! আমাদের সকলেরই কমবেশি জানা যে জান্নাত আটটি ও জা'হান্নাম সাতটি অথচ এটি আমাদের ভুল ধারণা! প্রকৃতপক্ষে জ...
28/07/2025

একটি ভুল শোধরে নিন!

আমাদের সকলেরই কমবেশি জানা যে জান্নাত আটটি ও জা'হান্নাম সাতটি অথচ এটি আমাদের ভুল ধারণা!

প্রকৃতপক্ষে জান্নাত একটি কিন্তু তার দরজা (স্তর) আটটি।

হাদিস শরিফে এসেছেঃ

ﻭَﻋَﻦْ ﺳَﻬْﻞِ ﺑْﻦِ ﺳَﻌْﺪٍ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮْﻝُ ﺍﻟﻠّٰﻪِ ﷺ : ﻓِﻰ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺛَﻤَﺎﻧِﻴَﺔُ ﺃَﺑْﻮَﺍﺏٍ ﻣِﻨْﻬَﺎ : ﺑَﺎﺏٌ ﻳُﺴَﻤَّﻰ ﺍﻟﺮَّﻳَّﺎﻥَ ﻟَﺎ ﻳَﺪْﺧُﻠُﻪ ﺇِﻟَّﺎ ﺍﻟﺼَّﺎﺋِﻤُﻮْﻥَ . ‏( ﻣُﺘَّﻔَﻖٌ ﻋَﻠَﻴْﻪِ )

সাহল ইবনু সা‘দ হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাতের আটটি দরজা রয়েছে। এর মধ্যে ‘রইয়্যান’ নামে একটি দরজা রয়েছে। সিয়াম পালনকারীগণ ছাড়া এ দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। (সহীহুল বুখারী: ৩২৫৭)

তদ্রূপ জাহা'ন্নাম একটি কিন্তু তার দরজা সাতটি:

মহান আল্লাহ বলেন:

ﻭَﺇِﻥَّ ﺟَﻬَﻨَّﻢَ ﻟَﻤَﻮْﻋِﺪُﻫُﻢْ ﺃَﺟْﻤَﻌِﻴﻦَ - ﻟَﻬَﺎ ﺳَﺒْﻌَﺔُ ﺃَﺑْﻮَﺍﺏٍ ﻟِّﻜُﻞِّ ﺑَﺎﺏٍ ﻣِّﻨْﻬُﻢْ ﺟُﺰْﺀٌ ﻣَّﻘْﺴُﻮﻡٌ

তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জা'হান্নাম। এর সাতটি দরজা আছে। প্রত্যেক দরজার জন্যে এক একটি পৃথক দল আছে। (সূরা হিজর ৪৩ ও ৪৪ নং আয়াত)

সুরা আয-যুমার ৩৯:৭১

ﻭَﺳِﻴﻖَ ﭐﻟَّﺬِﻳﻦَ ﻛَﻔَﺮُﻭٓﺍ۟ ﺇِﻟَﻰٰ ﺟَﻬَﻨَّﻢَ ﺯُﻣَﺮًﺍۖ ﺣَﺘَّﻰٰٓ ﺇِﺫَﺍ ﺟَﺎٓﺀُﻭﻫَﺎ ﻓُﺘِﺤَﺖْ ﺃَﺑْﻮَٰﺑُﻬَﺎ ﻭَﻗَﺎﻝَ ﻟَﻬُﻢْ ﺧَﺰَﻧَﺘُﻬَﺎٓ ﺃَﻟَﻢْ ﻳَﺄْﺗِﻜُﻢْ ﺭُﺳُﻞٌ ﻣِّﻨﻜُﻢْ ﻳَﺘْﻠُﻮﻥَ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﺀَﺍﻳَٰﺖِ ﺭَﺑِّﻜُﻢْ ﻭَﻳُﻨﺬِﺭُﻭﻧَﻜُﻢْ ﻟِﻘَﺎٓﺀَ ﻳَﻮْﻣِﻜُﻢْ ﻫَٰﺬَﺍۚ ﻗَﺎﻟُﻮﺍ۟ ﺑَﻠَﻰٰ ﻭَﻟَٰﻜِﻦْ ﺣَﻘَّﺖْ ﻛَﻠِﻤَﺔُ ﭐﻟْﻌَﺬَﺍﺏِ ﻋَﻠَﻰ ﭐﻟْﻜَٰﻔِﺮِﻳﻦَ

কা'ফে'''রদেরকে জাহা'''ন্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেয়া হবে। তারা যখন সেখানে পৌছাবে, তখন তার দরজাসমূহ খুলে দেয়া হবে এবং জাহা'''ন্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বর আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ আবৃত্তি করত এবং সতর্ক করত এ দিনের সাক্ষাতের ব্যাপারে? তারা বলবে, হ্যাঁ, কিন্তু কা''ফে''রদের প্রতি শা'''স্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে।

পরের আয়াতে আল্লাহ বলেনঃ

সুরা আয-যুমার ৩৯:৭২

ﻗِﻴﻞَ ﭐﺩْﺧُﻠُﻮٓﺍ۟ ﺃَﺑْﻮَٰﺏَ ﺟَﻬَﻨَّﻢَ ﺧَٰﻠِﺪِﻳﻦَ ﻓِﻴﻬَﺎۖ ﻓَﺒِﺌْﺲَ ﻣَﺜْﻮَﻯ ﭐﻟْﻤُﺘَﻜَﺒِّﺮِﻱﻥَ

বলা হবে, তোমরা জা''হান্না''মের দরজা দিয়ে প্রবেশ কর, সেখানে চিরকাল অবস্থানের জন্যে। কত নি''কৃ'ষ্ট অ''হং''কা'রীদের আবাসস্থল।

পরবর্তী আয়াতে আল্লাহ তাআ'লা এক জান্নাত ও তার দরজাসমুহের কথা বলেন:

আয-যুমার ৩৯:৭৩
ﻭَﺳِﻴﻖَ ﭐﻟَّﺬِﻳﻦَ ﭐﺗَّﻘَﻮْﺍ۟ ﺭَﺑَّﻬُﻢْ ﺇِﻟَﻰ ﭐﻟْﺠَﻨَّﺔِ ﺯُﻣَﺮًﺍۖ ﺣَﺘَّﻰٰٓ ﺇِﺫَﺍ ﺟَﺎٓﺀُﻭﻫَﺎ ﻭَﻓُﺘِﺤَﺖْ ﺃَﺑْﻮَٰﺑُﻬَﺎ ﻭَﻗَﺎﻝَ ﻟَﻬُﻢْ ﺧَﺰَﻧَﺘُﻬَﺎ ﺳَﻠَٰﻢٌ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﻃِﺒْﺘُﻢْ ﻓَﭑﺩْﺧُﻠُﻮﻫَﺎ ﺧَٰﻠِﺪِﻳﻦَ

যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উম্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদাসর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ কর।

সুরা আল-হাদীদ ৫৭:১৩

ﻳَﻮْﻡَ ﻳَﻘُﻮﻝُ ﭐﻟْﻤُﻨَٰﻔِﻘُﻮﻥَ ﻭَﭐﻟْﻤُﻨَٰﻔِﻖَٰﺕُ ﻟِﻠَّﺬِﻳﻦَ ﺀَﺍﻣَﻨُﻮﺍ۟ ﭐﻧﻈُﺮُﻭﻧَﺎ ﻧَﻘْﺘَﺒِﺲْ ﻣِﻦ ﻧُّﻮﺭِﻛُﻢْ ﻗِﻴﻞَ ﭐﺭْﺟِﻌُﻮﺍ۟ ﻭَﺭَﺍٓﺀَﻛُﻢْ ﻓَﭑﻟْﺘَﻤِﺴُﻮﺍ۟ ﻧُﻮﺭًﺍ ﻓَﻀُﺮِﺏَ ﺑَﻴْﻨَﻬُﻢ ﺑِﺴُﻮﺭٍ ﻟَّﻪُۥ ﺑَﺎﺏٌۢ ﺑَﺎﻃِﻨُﻪُۥ ﻓِﻴﻪِ ﭐﻟﺮَّﺣْﻤَﺔُ ﻭَﻇَٰﻬِﺮُﻩُۥ ﻣِﻦ ﻗِﺒَﻠِﻪِ ﭐﻟْﻌَﺬَﺍﺏُ

যেদিন ক'প'ট' বিশ্বাসী পুরুষ ও ক''প''ট বিশ্বাসিনী নারীরা মুমিনদেরকে বলবেঃ তোমরা আমাদের জন্যে অপেক্ষা কর, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে। বলা হবেঃ তোমরা পিছনে ফিরে যাও ও আলোর খোঁজ কর। অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা হবে। তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব।

আন-নাবা ৭৮:১৯

ﻭَﻓُﺘِﺤَﺖِ ﭐﻟﺴَّﻤَﺎٓﺀُ ﻓَﻜَﺎﻧَﺖْ ﺃَﺑْﻮَٰﺑًﺎ

আকাশ বি'দী'র্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।

সুরা গাফির ৪০:৭৬

ﭐﺩْﺧُﻠُﻮٓﺍ۟ ﺃَﺑْﻮَٰﺏَ ﺟَﻬَﻨَّﻢَ ﺧَٰﻠِﺪِﻳﻦَ ﻓِﻴﻬَﺎۖ ﻓَﺒِﺌْﺲَ ﻣَﺜْﻮَﻯ ﭐﻟْﻤُﺘَﻜَﺒِّﺮِﻱﻥَ

প্রবেশ কর তোমরা জা'হা'ন্না'মের দরজা দিয়ে সেখানে চিরকাল বসবাসের জন্যে। কত নি''কৃ''ষ্ট দা''ম্ভি'''কদের আবাসস্থ''ল।

মুফা'সসিরগণ বলেন উপর নিচ করে সাতটি স্তরে জা''হা''ন্নামের দরজাগুলো অবস্থিত। ইব''লিস শয়''''তানের অনু'সারীরা তাদের আমল অনুযায়ী উক্ত দরজাগুলো দিয়ে জাহা'''ন্নামে প্রবেশ করবে। (তাফসীরে মুয়াসসার)

[উদাহরণস্বরূপ বলা যায়]

আমাদের প্রচলিত প্রাতিষ্ঠানিক ভবন সমূহের মাধ্যমে একটি সুন্দর উদাহরণ হিসেবে বলা যায় যে, এসবের এরিয়া এক হলেও ভিতরে যার যার পদবী হিসেবে আলাদা আলাদা ব্যবস্থা আছে।
যেমন একটি প্রতিষ্ঠান নিয়ে কথা বলি যেখানে অভিভাবকগন, অভিভাবক হিসেবে বসবে একজায়গায়, ছাত্রগন, ছাত্র হিসেবে বসবে এক জায়গায়, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক হিসেবে বসবে এক জায়গায়, সাধারণ শিক্ষকগন, সাধারণ শিক্ষক হিসেবে বসবে একজায়গায়!অর্থাৎ যার যার পদবী হিসেবে সে অবস্থান করবে।

তাই বলে কি প্রতিষ্ঠান আলাদা আলাদা বা একাধিক হয়ে গেছে!?
মোটেও না!! ঠিক তদ্রূপ জান্নাত জাহান্নামেও যার যার মর্যাদা, স্তর হিসেবে আলাদা আলাদা স্তরে বা মহলে থাকবে সেটাকে একাধিক জান্নাত বলা যাবে না।

আল্লাহ আামদেরকে জা'হা'ন্নাম থেকে রক্ষা করে জা''ন্না''তের অধিবাসী হওয়ার তাওফিক দান করুন। আমীন।
M***i Anayet Bin Faruk
Islamic Knowledge

27/07/2025

আল আযকার বই হাদিয়া ক্যাম্পেইন!

আলহামদুলিল্লাহ!
Al-Muslim shop _ আল-মুসলিম শপ এর পক্ষ থেকে এটি আমাদের প্রথম হাদিয়া ক্যাম্পেইন।

্যাম্পেইনের_নাম — "রাসূলুল্লাহ সাঃ এর জিন্দেগি"।

ক্যাম্পেইনে অংশগ্রহণের নিয়ম:
১️⃣ এই পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে।
২️⃣ কমেন্ট বক্সে ২০ জন বন্ধুকে মেনশন করতে হবে।
৩️⃣ আমাদের পেইজে বন্ধুদের ইনভাইট পাঠাতে হবে।
৪️⃣ ইনভাইট পাঠানোর স্ক্রিনশট কমেন্ট বক্সে দিতে হবে।

পুরস্কারসমূহ:
প্রথম পুরস্কার: "আল আযকার" (বই)
দ্বিতীয় পুরস্কার: "আর রাহীকুল মাখতুম" (বই)
তৃতীয় পুরস্কার:"কেলোগ্রাফি গেঞ্জি"

( ইনশাআল্লাহ ৩ জনকেই হাদিয়া দেওয়ার আশা করছি।)

🎁 বিজয়ী নির্ধারণ যেভাবে হবে:
যারা পুরো নিয়ম মেনে ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন, তাদের নাম ছোট কাগজে লিখে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।

📅 লটারি অনুষ্ঠিত হবে:আগামী ১২ আগষ্ট, ইনশাআল্লাহ
📍 স্থান: Al-Muslim shop - আল মুসলিম শপ ( ঘাসমহল, গেন্ডা, সাভার )
✅ আপনি চাইলে লটারির দিন আমাদের শপে উপস্থিত থাকতে পারেন।

ুসলিম_হাদিয়া_ক্যাম্পেইন

 #ডিসকাউন্ট ৪০% ছাড়ে পাচ্ছেন Al-Muslim shop এ জীবনের প্রতিটি ধাপে রাসূলুল্লাহ সাঃ এর বর্ণিত দৈনন্দিন শ্রেষ্ঠ দোয়া, জিক...
26/07/2025

#ডিসকাউন্ট ৪০% ছাড়ে পাচ্ছেন Al-Muslim shop এ জীবনের প্রতিটি ধাপে রাসূলুল্লাহ সাঃ এর বর্ণিত দৈনন্দিন শ্রেষ্ঠ দোয়া, জিকির ও আমল সমূহ যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজন। ার নামক বইটি পাচ্ছেন ৪০% ছাড়ে।
অতএব নিতে আজেই যোগাযোগ করুন ইনবক্সে অথবা 01834546791 নাম্বারে।

😥শতাব্দীর ভয়াবহতম দুর্ভিক্ষ চলছে গা/যা/য়৷ ৩০-৩৫ দিন ধরে অভুক্ত মানুষজন, মহিলা আর শিশুরা৷ কী নিষ্ঠুরতা, আহা!!আমরা বসে আছি...
26/07/2025

😥শতাব্দীর ভয়াবহতম দুর্ভিক্ষ চলছে গা/যা/য়৷ ৩০-৩৫ দিন ধরে অভুক্ত মানুষজন, মহিলা আর শিশুরা৷ কী নিষ্ঠুরতা, আহা!!

আমরা বসে আছি এক ভিন্ন টাইমফ্রেমে। এখানে কতো আরাম, আয়েশ, আড্ডা, গল্প, তর্কবিতর্ক, সংস্কার, নির্বাচন, সমাবেশ, রাজনীতি সহ কতো কী৷ আর তারা বসে আছে সম্পূর্ণ ভিন্ন আরেক টাইমফ্রেমে। সেখানে কেবল দুইটা ঘটনা—বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া, নয়ত ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে করতে মারা যাওয়া।

কী নিষ্ঠুর দুনিয়া!! আমরা ব্যস্ত আছি এই তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করতে , অথচ তাদের অবস্থা দেখার মতো না । আহ হায় আফসোস! আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো এবং তন্ত্র মন্ত্রের শিকল থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও ইয়া রব। আর যারা এগুলো (যে আলেমরা তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করে তাদের কে হেদায়েত দান করো) আমিন।

21/07/2025

💥এরা কি হাসপাতালে আহতদের দেখতে এসেছে নাকি নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে এসেছে ❌😭👉
#ভিডিওシ #ভাইরালভিডিওシভিডিওভিডিও #ভাইরালভিডিওシভিডিও

21/07/2025

আগুনে দগ্ধ শরীর নিয়ে নিজেই বের হয়ে আসছে 😥
তার স্কুলড্রেস পুড়ে শরীরের সাথে একদম মিশে গেছে 🥺

ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্লাসরুমের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে অনেক হতাহত। ইয়া আল্লাহ আপনি রহম করুন!🤲
#ভিডিওシ #ভাইরালভিডিওシভিডিওভিডিও #ভাইরালভিডিওシভিডিও

21/07/2025

আহ! আল্লাহ তুমি সহায় হও।
দেখলেই গা শিউরে উঠে।
#ভিডিওシ #ভাইরালভিডিওシভিডিওভিডিও #ভাইরালভিডিওシভিডিও #ভাইরালভিডিওシ

ধন-সম্পদে বরকত লাভের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি দুআ।এই দুআটি পড়লে অর্থ-সম্পদে বরকত হয় কিন্তু সম্পদের প্রতি অন্তরের ...
20/07/2025

ধন-সম্পদে বরকত লাভের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি দুআ।

এই দুআটি পড়লে অর্থ-সম্পদে বরকত হয় কিন্তু সম্পদের প্রতি অন্তরের লোভ থাকে না। দুআটি হাদিসে বর্ণিত ও বৃহৎগণ্যের পরীক্ষিত একটি দুআ।

দুআটি কানযুল উম্মাল কিতাবের ৫১১০ নং হাদিসের বর্ণনায় এবং তাকমীলের রচনাকারী মাজহারী এর ৪র্থ খণ্ডের ৭৪ নং পৃষ্ঠায় এসেছে, কোন কোন বর্ণনায় স্বয়ং হুজুরে নবী কারীম সা. থেকে বর্ণিত আর কোন কোন বর্ণনায় সাহাবায়ে কেরাম থেকে বরকত সিদ্ধিক রাবি. এর দুআ হিসেবে পরিচিত। দুআটি হলো এইঃ

اللَّهُمَّ أَوْسِعْ عَلَيَّ مِنَ الدُّنْيَا، وَارْزُقْنِي فِيهَا، وَلاَ تَفْتِنِّي بِهَا، وَاصْرِفْهَا عَنِّي خَيْرًا لِي

উচ্চারণ:
আল্লাহুম্মা আউসিই আলাইয়্যা মিনাদ-দুনইয়া, ওয়ারযুকনী ফীহা, ওয়া লা তাফতিন্নী বিহা, ওাসরিফহা আন্নী খইরাল-লী

অর্থ:
হে আল্লাহ! আপনি আমার জন্য দুনিয়ার রিজিক প্রশস্ত করে দিন, কিন্তু আমার অন্তরে দুনিয়ার প্রতি লোভ সৃষ্টি করবেন না, দুনিয়ার ফিতনা থেকে সরিয়ে নিন, আর যখন আমি দুনিয়ার দিকে ধাবিত হই তখন দুনিয়াকে আমার থেকে সরিয়ে নিন।

বি. দ্র.
হাদিসটি বহু উলামায়ে দ্বীন দুটি কিতাবেই সহীহ বরক আর খুব বেশী কার্যকরী কিতাব বলে বর্ণিত হয়েছে।

দুআটি পড়ার জন্য নির্দিষ্ট কোন দম বা সংখ্যা হাদিসে উল্লেখ নেই। তবে বেশী পড়লে ভালো হবে ইনশাআল্লাহ।

আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক দান করুন, আমীন।

মুসলিমবঙ্গের দুর্ভাগ্য !দেশীয় মীরজা/ফরদের কারণেই আমরা বারবার স্বাধীনতা লাভ করেও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হই ৷ পশ্চি #মার...
18/07/2025

মুসলিমবঙ্গের দুর্ভাগ্য !
দেশীয় মীরজা/ফরদের কারণেই আমরা বারবার স্বাধীনতা লাভ করেও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হই ৷ পশ্চি #মারা তাদের দা/লাল নিয়োগ করে তাদের স্বার্থ ঠিকই হাসিল করে নিতেছে ৷ গণঅভ্যুত্থান পরবর্তী সময়কে দেশ সংস্কার ও দেশের মূল্যবোধ রক্ষার কাজে না লাগিয়ে , দেশ ও দেশের স্বার্থ বিরোধী বিদেশি প্রোতা/ত্মাদের এজেন্ডা বাস্তবায়নের কাজে লাগানো হচ্ছে ৷ হাসিনা রেজিম কাজ করতো ভা/রতীয় ₹জে/ন্ডা বাস্তবায়নের জন্য আর ইউনুস রেজিম কাজ করছে তার প্রভু, মানবতার শত্রু, পৃথিবীতে সকল অনাচার, জুলুম, অন্যায়, অবিচার, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের জনক Aমেরিকাr ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়নের জন্য ৷ হাসিনা যেমন দেশের জনগণের মূল্যবোধ ও মতামতের তোয়াক্কা না করে যা ইচ্ছা তা করতো ইউনুসও একই কাজ করছে ৷ আসল কথা হচ্ছে আমরা বাঙালি জাতি ৷ আমরা ইতিহাস পাঠ করি কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেই না ৷ যার কারণে একই ইতিহাসের পুনরাবৃত্তি বার বার ঘটে ৷

ইউনুসকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশে মানবাধিকার কমিশন স্থাপনের জন্য ? ইন্টিরিম কিসের জন্য গঠিত হয়েছিল ? আর তারা কি এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে ?
এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে ৷ যে মানবাধিকার কমিশন Fiলিস্তিনের পক্ষে কথা বলতে পারেনা, যে মানবাধিকার কমিশন উই/ঘুরের নির্যা/তিত মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারে না, যে মানবাধিকার এখনো আমার আরাকানের মুসলিম ভাই বোনদের আর্ত/নাদ ও আত্মচিৎকারকে শুনতে পাইনা ৷ এরা কি বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করবে ?
সময় এখনই ! যুগের মীরজাফরদেরকে রুখে দিতে না পারলে, ভবিষ্যৎ ঘোর অন্ধকার হয়ে যাবে ৷ এই অশুভ ছায়াকে মিটিয়ে দিতে না পারলে এই ছায়াই একদিন আমাদের সমাজ রাষ্ট্র ও মূল্যবোধকে গ্রাস করে খাবে ৷
সতর্ক হোন , সচেতনতা গড়ে তুলুন, ঈমানী চেতনায় উজ্জীবিত থাকুন, রক্তনালা পাড়ি দিয়ে হলেও পথ সুগম হবেই !

দেশের স্বার্থে, উম্মাহর স্বার্থে, দ্বীনের স্বার্থে, নিজেকে প্রস্তুত রাখুন ৷
তোমার আমার বাংলায়, দালালদের ঠাঁই নাই ৷

Muhammad Shameem

২৩ মুহাররম ১৪৪৭ হি:

17/07/2025

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই।

হেফাজত তার পুরাতন জৌলুসে ফিরে আসছে! আলহামদুলিল্লাহ! এই বিবৃতির প্রতিটা শব্দ, প্রতিটা কথা এদেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে...
16/07/2025

হেফাজত তার পুরাতন জৌলুসে ফিরে আসছে! আলহামদুলিল্লাহ!
এই বিবৃতির প্রতিটা শব্দ, প্রতিটা কথা এদেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের কথা!
অবিলম্বে শারমিন মুর্শিদ কে উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করতে হবে!
পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের হীন প্রচেষ্টা রুখে দিতে হবে!
#হেফাজতে_ইসলাম

বিস্তারিত কমেন্টে 👇
15/07/2025

বিস্তারিত কমেন্টে 👇

Address

Tarakanda
Mymensingh
2251

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share