AH Planetツ

AH Planetツ Digital Content Creator The importance of laughter in life is immense. When you smile, you are in a good mood, you are motivated to work.

22/11/2025
09/11/2025

আযানের জবাবে মুয়াজ্জিন যা বলবে, তা পুনরাবৃত্তি করতে হবে। তবে, ‘হাইয়া আলাস সালাহ’ (নামাজের দিকে আসো) এবং ‘হাইয়া আলাল ফালাহ’ (কল্যাণের দিকে আসো) বলার সময় ‘লা-হাওলা অলা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ বলতে হবে। ফজরের আযানে ‘আস-সালাতু খাইরুম মিনান নাউম’ (ঘুমের চেয়ে নামাজ উত্তম) বলার সময়ও মুয়াজ্জিন যা বলবে, শ্রোতাও তাই বলবে।

আযানের জবাব দেওয়ার নিয়মঃ
মুয়াজ্জিন যখন বলবে: “আল্লাহু আকবার, আল্লাহু আকবার”
জবাবে বলবেন: “আল্লাহু আকবার, আল্লাহু আকবার”

মুয়াজ্জিন যখন বলবে: “আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ”
জবাবে বলবেন: “আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ”

মুয়াজ্জিন যখন বলবে: “আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ”
জবাবে বলবেন: “আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ”

মুয়াজ্জিন যখন বলবে: “হাইয়া আলাস সালাহ”
জবাবে বলবেন: “লা-হাওলা অলা কুয়্যাতা ইল্লা বিল্লাহ”

মুয়াজ্জিন যখন বলবে: “হাইয়া আলাল ফালাহ”
জবাবে বলবেন: “লা-হাওলা অলা কুয়্যাতা ইল্লা বিল্লাহ”

মুয়াজ্জিন যখন বলবে: “আল্লাহু আকবার, আল্লাহু আকবার”
জবাবে বলবেন: “আল্লাহু আকবার, আল্লাহু আকবার”

মুয়াজ্জিন যখন বলবে: “লা ইলাহা ইল্লাল্লাহ”
জবাবে বলবেন: “লা ইলাহা ইল্লাল্লাহ”

ফজরের আযানে: মুয়াজ্জিন যখন বলবে “আস-সালাতু খাইরুম মিনান নাউম”
জবাবেও বলবেন: “আস-সালাতু খাইরুম মিনান নাউম”

11/10/2025
মেয়ে বাবুদেন ভ্যাজানাইরার গঠনের কারনে প্রসাব ইনফেকশন হার সবচেয়ে বেশি। মেয়ের বাচ্চার জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর যত্নের টিপ...
04/09/2025

মেয়ে বাবুদেন ভ্যাজানাইরার গঠনের কারনে প্রসাব ইনফেকশন হার সবচেয়ে বেশি।
মেয়ের বাচ্চার জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর যত্নের টিপস

১. পরিষ্কার-পরিচ্ছন্নতা
প্রতিদিন কোমলভাবে পানি দিয়ে বাহ্যিক অংশ ধুয়ে দিতে হবে।
সাবান খুব কম ব্যবহার করা উচিত, যদি ব্যবহার করা হয়, তবে নিরাপদ, ফ্রেগ্রান্স মুক্ত, শিশুর জন্য বিশেষ সাবান ব্যবহার করুন।
ভিতরের অংশ ধোবেন না। যোনি নিজেই স্বচ্ছন্দে পরিষ্কার থাকে। বাহ্যিক অংশ (l***a) ধুয়ে ধোয়ে শুকনো টাওয়েল দিয়ে হালকা মুছে দিতে হবে।

২. ডায়াপার / প্যাম্পার যত্ন
প্যাম্পার ঘন ঘন পরিবর্তন করুন, যাতে ত্বকে ফোস্কা বা সংক্রমণ না হয়।
প্যাম্পার পরিবর্তনের সময় শুষ্ক ও পরিষ্কার রাখুন।

৩.সংক্রমণ ও ঘাম রোধ
খুব টাইট পোশাক বা নন-ব্রেথেবল কাপড় পরিধান করাবেন না।
কটন আন্ডারওয়্যার মেয়ের জন্য সবচেয়ে নিরাপদ।
পায়খানা করার পর সাবধানভাবে সামনের থেকে পেছনের দিকে মুছে দিতে হবে, যাতে ব্যাকটেরিয়া যোনিতে না চলে আসে।

৪. কোনো পরিবর্তন লক্ষ্য করলে
লাল চামড়া, চুলকানি, দুর্গন্ধ বা অস্বাভাবিক স্রাব হলে ডাক্তার দেখানো জরুরি।

৫. চুলকানি হলো সামান্য লবন কুশুম গরম পানি মিশিয়ে ধুয়ে দিন, লবনে এন্টিসেপটিক আছে যা জিবানু বৃদ্ধি কে নিয়ন্ত্রণ করে।
প্রয়োজনে ডক্টর পরামর্শ নিন

৬. অনেক মেয়ে বাবুদেন জরায়ু ছিদ্র টা বন্ধ থাকে জন্ম পরই এটা চেক করবেন,ডক্টর পরামর্শ নিবেন একটা মলম দিলেই ঠিক হয়ে যায়

৭. হাইজিনের অভ্যাস শেখানো
বড় হলে ধীরে ধীরে নিজে পরিষ্কার করার অভ্যাস শেখানো।
আজকের মেয়ে বাবুটাই মা হবে তাই তার যত্ন দরকার
শিশুর প্রাইভেট পার্ট খুব সংবেদনশীল। অতিরিক্ত সাবান, ডিটারজেন্ট বা ঘষামাজা কখনো করবেন না। স্বাভাবিকভাবে বাহ্যিক অংশ ধুয়ে রাখা যথেষ্ট।

©AH Planetツ

Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when AH Planetツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share