31/05/2025
বৃষ্টি কত মিষ্টি
_____________
বৃষ্টি ঝরে টাপুর টুপুর, কী অনাবিল ছন্দ,
প্রকৃতির বুকে জাগে যেন এক নতুন সুগন্ধ।
আল্লাহরই দান, এ যে অপরূপ সৃষ্টি,
মন ভরে ওঠে, জুড়িয়ে যায় দৃষ্টি।
সবুজ পাতায় মুক্তো জমে, মাটির সোঁদা ঘ্রাণ,
ধরিত্রী হাসে নতুন জীবন পেয়ে, জুড়ায় সকল প্রাণ।
ভেতরে জাগে এক নিবিড় কৃষ্টি,
ধীরে ধীরে গড়ে ওঠে মনের সৃষ্টি।
আলস্য কাটে, ক্লান্তি ভোলে, চিত্ত হয় শান্ত,
বৃষ্টির ছোঁয়ায় জগৎ হাসে, হয় না তো ক্লান্ত।
আল্লাহরই দান, এ যে অপরূপ সৃষ্টি,
দৃষ্টি জুড়িয়ে যায়, কী অপার তৃপ্তি!😊