05/09/2025
মানবিক উদ্যোগ – "আপনার সামান্য সহায়তাই কারো জীবনের আলো" 💚
Humanitarian Initiative – "Your small help can be the light of someone’s life" 💚
দুনিয়ায় অসংখ্য মানুষ আছে যারা টাকার অভাবে বেঁচে থাকার মৌলিক অধিকার থেকেও বঞ্চিত—
In this world, countless people are deprived of the basic right to live because of poverty—
কেউ চিকিৎসা করতে পারছে না 💔
Some can’t afford medical treatment 💔
কেউ লেখাপড়া চালিয়ে যেতে পারছে না 📚
Some can’t continue their education 📚
এতিম আর অসহায় শিশুরা না খেয়ে দিন কাটাচ্ছে 🍞
Orphans and helpless children are spending days without food 🍞
আমি চাই, আমার ফেসবুক আইডি ও পেজের মাধ্যমে আপনাদের সাথে মিলে একটা মানবিক উদ্যোগ শুরু করতে।
I want to start a humanitarian initiative with you through my Facebook ID and pages.
✨ পদ্ধতি খুবই সহজ ✨
✨ The process is very simple ✨
আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা বা তারও বেশি নগদে পাঠাবেন।
You can send 20 BDT, 50 BDT, 100 BDT, or more according to your ability via Nagad.
👉 নগদ নাম্বার: 01940561344
👉 Nagad Number: 01940561344
আপনার পাঠানো প্রতিটি টাকা আমি একত্রিত করব, তারপর সেই টাকা সরাসরি একজন বা একাধিক অসহায় মানুষের হাতে তুলে দেব। ইনশাআল্লাহ 💚।
Every single amount you send will be collected and then handed directly to one or more helpless people, Insha’Allah 💚.
🔹 আমি চাই না আপনার টাকা কোনো রকম অপচয় হোক।
🔹 I don’t want your money to be wasted in any way.
🔹 আমি চাই আপনার টাকার প্রতিটি অংশ অসহায়দের চোখে হাসি হয়ে ফুটে উঠুক।
🔹 I want every part of your money to turn into smiles in the eyes of the helpless.
🔹 এজন্য আমি সময়মতো আপডেট দিবো—কারা সাহায্য পেল, কিভাবে সাহায্য পেল।
🔹 For this, I will give timely updates—who received the help and how.
👉 ভেবে দেখুন, আপনার মাত্র ৫০ টাকা হয়তো কোনো অসহায় শিশুর জন্য একবেলার খাবার 🍲, কারো জন্য ওষুধ 💊, আবার কারো জন্য স্বপ্ন পূরণের বই 📖 হয়ে দাঁড়াবে।
👉 Just think, your 50 BDT might give a helpless child one meal 🍲, medicine for a patient 💊, or a book to fulfill a student’s dream 📖.
আমাদের কত টাকা কত ভাবে চলে যায় ৫০ টাকা ১০০ টাকা তো আজকাল কিছুই না
We spend money on many things, but today 50 or 100 BDT is almost nothing.
---
✨ আমাদের স্লোগান ✨
✨ Our Slogan ✨
“আপনার ছোট্ট সহায়তাই একজন অসহায় মানুষের জন্য বড় আশীর্বাদ।”
“Your small contribution can be a huge blessing for someone in need.”
🔹 “এক ফোঁটা পানি যেমন মরুভূমির তৃষ্ণা মেটায়, তেমনি আপনার সামান্য সহায়তা অসহায় মানুষের আশা জাগায়।”
“Just as a drop of water quenches the thirst of a desert, your small help awakens hope in helpless lives.”
🔹 “আমাদের অল্প সহায়তাই কারো বেঁচে থাকার কারণ হতে পারে।”
“Our little support can be the reason for someone’s survival.”
🔹 “অসহায় মানুষের দোয়া পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ।”
“The prayers of the helpless are the most valuable treasures in the world.”
🔹 “আপনার সামান্য ত্যাগই কারো জীবনের হাসি ফিরিয়ে আনতে পারে।”
“Your small sacrifice can bring back smiles in someone’s life.”
---
📖 “তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো।” (সূরা আল-বাকারা: 148)
“So race to [all that is] good.” (Surah Al-Baqarah: 148)
🤲 রাসূল (সা.) বলেছেন: “সর্বোত্তম মানুষ সে-ই, যে মানুষের জন্য সবচেয়ে উপকারী।” (সহীহ আল-জামি: 3289)
The Prophet (pbuh) said: “The best of people are those who are most beneficial to others.” (Sahih Al-Jami: 3289)
---
✨
💚 “সবার ছোট্ট দান, মিলেই গড়ে তুলবে বড় পরিবর্তন।”
“Everyone’s small donation together creates a big change.”
💚 “মানবতার টানে হাত বাড়াও।”
“Extend your hand in the call of humanity.”
💚 “আপনার দান – কারো জন্য জীবন।”
“Your donation – someone’s life.”
---