Hm Abdul Halim ヅ

Hm Abdul Halim ヅ ╔━━✦✦�✦✦━━╗ بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ╚━━✦✦�✦✦━━╝╔━━✦✦�✦✦━━╗ � السَّلامُ عَلَيْكُم �╚━━✦✦�✦✦━━╝╔━━✦✦�✦✦━━╗ � لا اله إِلَّا اللَّهُ�╚━━✦✦�✦✦━━╝

02/03/2025

রমজানের ফজিলত ও সওয়াব বৃদ্ধির পরিমাণ

1. সাধারণ নেক আমলের সওয়াব ৭০ গুণ বৃদ্ধি পায়।

- হাদিসে এসেছে: "রমজানে একটি নফল ইবাদত করলে ফরজের সওয়াব আর ফরজ আদায় করলে ৭০ গুণ বৃদ্ধি করা হয়।" (ইবনে খুযাইমাহ: ১৮৮৭)

2. এই মাসে কোরআন তিলাওয়াতের ফজিলত অসীম।

- রাসুল (সা.) বলেছেন: "রমজানে এক অক্ষর কোরআন পড়লে সাধারণ সময়ের চেয়ে বহুগুণ বেশি সওয়াব পাওয়া যায়।"

3. রমজানে দোয়া কবুল হয়।

- "রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।" (তিরমিজি: ৩৫৯৮)

4. গুনাহ মাফের সুবর্ণ সুযোগ।

- রাসুল (সা.) বলেছেন: "যে ব্যক্তি ঈমান ও সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেবেন।" (বুখারি: ৩৮)

5. শবে কদরের এক রাত ৮৩ বছরের ইবাদতের চেয়েও উত্তম।

- "শবে কদর হাজার মাসের চেয়েও উত্তম।" (সূরা কদর: ৩)

6. সদকা ও দান করার সওয়াব বহু গুণ বৃদ্ধি পায়।

- রাসুল (সা.) রমজানে সবচেয়ে বেশি দান করতেন, এই মাসে দানের সওয়াব বহুগুণ বেড়ে যায়।

7. উমরাহ করলে হজের সমান সওয়াব।

- "রমজানে উমরাহ করলে তা হজের সমান সওয়াবের অধিকারী হবে।" (বুখারি: ১৭৮২)

*শেষ কথা*

রমজান এমন একটি মাস, যেখানে আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয়। এটি আমাদের গুনাহ মাফের এবং জান্নাত লাভের শ্রেষ্ঠতম সুযোগ। তাই আমাদের উচিত এই মাসকে যথাযথভাবে কাজে লাগানো এবং আমাদের পরিবার-বন্ধুদের দ্বীনের পথে আহ্বান করা।🥰

আসুন, এই রমজানে আমরা নিজেদের বদলাই, আল্লাহর পথে ফিরে আসি এবং অন্যদেরও দ্বীনের পথে ডাকি🥰

01/03/2025

রমজান মাস অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ। এই মাসে বেশি করে ইবাদত-বন্দেগি করা উচিত, কারণ এটি গুনাহ মাফের মাস। রমজানে কিছু গুরুত্বপূর্ণ আমল হলো—

১. নফল ও ফরজ নামাজে যত্নবান হওয়া

পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা।

তাহাজ্জুদ, চাশতের নামাজ পড়া।

বেশি বেশি নফল নামাজ আদায় করা।

২. কুরআন তিলাওয়াত

বেশি বেশি কুরআন পড়া, বুঝার চেষ্টা করা ও আমল করা।

কুরআন খতমের চেষ্টা করা।

৩. দোয়া ও ইস্তেগফার

ক্ষমার দোয়া বেশি বেশি পড়া।

বিশেষত শেষ দশ রাতে ‘লাইলাতুল কদর’ পাওয়ার আশায় বেশি দোয়া করা।

৪. তারাবির নামাজ

জামাতের সঙ্গে তারাবির নামাজ পড়া।

দীর্ঘ কিয়াম (দাঁড়িয়ে নামাজ পড়া) করার অভ্যাস করা।

৫. রোজা রাখা

নিয়তসহ সঠিক নিয়মে রোজা রাখা।

সাহরি ও ইফতারের সুন্নত অনুসরণ করা।

৬. দান-সদকা ও জাকাত প্রদান

গরিব-দুঃখীদের সাহায্য করা।

জাকাত ও ফিতরা আদায় করা।

অসহায়দের জন্য ইফতার ও সেহরির ব্যবস্থা করা।

৭. তাকওয়া অর্জন

চোখ, কান ও জবান হেফাজত করা।

গুনাহ থেকে বেঁচে থাকা।

৮. নফল ইবাদত ও ইতিকাফ

শেষ দশ দিনে ইতিকাফ করা।

লাইলাতুল কদর পাওয়ার জন্য বিশেষ ইবাদত করা।

৯. নবীজির সুন্নত অনুসরণ

বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা।

সুন্দর চরিত্র গঠনের চেষ্টা করা।

রমজান হলো আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের মাস। তাই এই মাসের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলা উচিত।

13/10/2024

সৎ সঙ্গী
উদাহরণ হলো আতরওয়ালার মতো তুমি আতর না নিলেও তার সুবাস পাবে
_রিয়াযুস স্বা-লিহীন ৩৬৭

11/10/2024

সদ্য বিবাহিত মেয়েকে
মায়ের দেওয়া নসিহা। কিছু নসিহা বলছি খুব হৃদয় দিয়ে শুনবে, খুব মনে রাখবে, সবসময় পালন করবে।

09/10/2024

ধৈর্য্য শক্তি
বিহীন কোন কিছুই অর্জন করতে পারবেন না, না সুস্থতা আর না জীবনের সফলতা..!♡

05/10/2024

শুক্রবার!
আল্লাহ প্রতিটি অশান্ত হৃদয়ে প্রশান্তি দান করুন..!
-আমিন!

01/10/2024

সময় সারাজীবন,
এক রকম যায় না- আজ না হয় কাল পরিবর্তন হবেই..!
"ইনশাআল্লাহ..!"♡

ডেলিভারিতে কেন পুরুষ ডাঃ????! আপনার আমার মা বোন স্ত্রী কন্যাদের দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে ফেলার অবস্থা হয়। কিন্তু একজ...
30/09/2024

ডেলিভারিতে কেন পুরুষ ডাঃ????! আপনার আমার মা বোন স্ত্রী কন্যাদের দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে ফেলার অবস্থা হয়। কিন্তু একজন পুরুষ ডাক্তার ই সি জি করার সময় নারীর বুকে হাত দিচ্ছে, আল্লাতে হাত দিচ্ছে দিচ্ছে, তলপেটে হাত দিচ্ছে, এমন কি ডেলিভারি করার সময় লজ্জা স্থানে হাত দিচ্ছে।

কিন্তু কেন এর কি কোন প্রতিকার নেই? হাসপাতালের দিকে তাকালে দেখা যায় মহিলা রোগী সবচেয়ে বেশি। চিকিৎসার খাতিরে আমাদের মা বোন নিজের চিকিৎসার জন্য নিজের ইজ্জত আবরু খুলে দেখাতে হচ্ছে একজন পুরুষ ডাক্তারকে, তাই মা বোনদের ইজ্জত রক্ষা করতে মহিলা রোগীদের সকল চেকআপ মহিলা ডাক্তার দিয়েই করাতে হবে বাধ্যতামূলক সকল হাসপাতালে। বাংলাদেশের সর্বসাধারণ জনগণের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা অতিব জরুরি।

29/09/2024

"একমাত্র"
সৃষ্টিকর্তা ছাড়া মনের অনুভূতি গুলো কাউকে বুঝানো সম্ভব না
❤️😭❤️

28/09/2024

তওবা করে ফিরে আসলে পূর্বের গুনাহ গুলো আল্লাহ্ তাআ'লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন।
সুবহানাল্লাহ
সূরা ফুরকান, আয়াত ৭০

27/09/2024

"তাহাজ্জুদ"
প্রতিদিন না পারলেও, সপ্তাহে অন্তত একদিন তাহাজ্জুদ নামাজ আদায়ের চেষ্টা করুন! নিজের অবস্থার পরিবর্তন দেখে, নিজেই অবাক হয়ে যাবেন..!

Address

Mymensingh
2250

Alerts

Be the first to know and let us send you an email when Hm Abdul Halim ヅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share