BAU Crush&Confessions

  • Home
  • BAU Crush&Confessions

BAU Crush&Confessions just for fun :) Being a BAU Student, we all have our little secrets. This page is about letting it slip and say it out loud..

send your confession.
সকল লেখা, ছবি ও মন্তব্যের সম্পুর্ন দায় দায়িত্ব সংশ্লিষ্ট লেখকের এবং মন্তব্য দাতার।পেইজের এডমিন, মর্ডারেটর বা পেইজ সংশ্লিষ্ট কেও দায়ী থাকবে না।

3010From:someone Agriculture 63To:Junior :Jahid Jim F.E- 24(Cr সাহেব)  🤍প্রিয় জিম,আমার সেই প্রিয় নাম🌸তুমি হয়তো জানোই না,...
10/09/2025

3010
From:someone Agriculture 63
To:Junior :Jahid Jim F.E- 24(Cr সাহেব) 🤍
প্রিয় জিম,আমার সেই প্রিয় নাম🌸

তুমি হয়তো জানোই না, আমার জীবনে তোমার উপস্থিতি কতটা গভীরভাবে ছুঁয়ে গেছে। হয়তো আমাকে চিনো না, হয়তো আমার নামও তোমার অচেনা… কিন্তু বিশ্বাস করো, আমি অনেকদিন ধরেই তোমাকে চুপচাপ ভালোবেসে আসছি।

প্রতিদিন তোমাকে দূর থেকে দেখি—তোমার হাসি, তোমার সহজ-সরল চলাফেরা, তোমার মিষ্টি ভঙ্গি… সবকিছুই আমার মনকে অদ্ভুতভাবে নাড়া দেয়। হয়তো তুমি ভাবতেও পারবে না, কিন্তু তোমাকে একঝলক দেখলেই আমার দিনটা সুন্দর হয়ে যায়।

জিম, আমি জানি না তুমি কেমন মানুষ, কীভাবে জীবনকে দেখো—কিন্তু আমার কাছে তুমি এমন একজন, যাকে দূর থেকে দেখেই মনে হয়, এখানে কিছু আছে, কিছু ভিন্ন, কিছু বিশেষ। তুমি আমার কাছে এক নিঃশব্দ কবিতা, যাকে না বলেও হৃদয় অনুভব করে।

আমার ভালোবাসাটা হয়তো অদ্ভুত লাগতে পারে, কারণ তুমি আমাকে এখনো চিনো না। তবুও আমি চাই তুমি জানো, আমি তোমাকে নিঃশর্তভাবে ভালোবাসি। এটা কোনো দাবি নয়, কোনো শর্ত নয়, শুধু অনুভূতি। আমি চাই না তোমার জীবনে কোনো অস্বস্তি আসুক, আমি চাই না তুমি চাপ অনুভব করো। আমি শুধু চাই তুমি জানো, কোনো এক কোণে একটা হৃদয় আছে, যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে।

হয়তো একদিন তুমি আমাকে চিনবে, হয়তো কোনোদিন এই অনুভূতি তোমার কাছে পৌঁছাবে। আর যদি কখনো তোমার হৃদয়ের ভেতরে আমার জন্য একটুখানি জায়গা তৈরি হয়, তবে আমার এই ভালোবাসা পূর্ণতা পাবে। আর যদি না-ও হয়, তবুও আমি কৃতজ্ঞ থাকব, কারণ তোমাকে ভালোবেসে আমি নিজেকে নতুনভাবে চিনেছি।

তুমি আমার কাছে অচেনা থেকেও অনেক কাছের,
তুমি আমার কাছে দূরে থেকেও সবচেয়ে প্রিয়।

10/09/2025

3009
From দিতে হবে? না দিলে ভালো হয় তবে দিলে,,

From: তোমার অপেক্ষায় থাকা কেউ

10/09/2025

3008
প্রিয় জুহি (ফিশারিজ)
কেমন আছো? আশা করি অনেক ভালোই আছো। আর ভালো থাকবেনাই বা কেন? খুব ভালো থাকার কথা আমাকে ব্লক করে অথবা আনফ্রেন্ড করে৷ কারণ তোমার আইডিটা আর খুঁজে পাইনা৷ যদিও ব্লক করার কারণ জানিনা৷ কিন্তু কেন করেছো জানার খুব ইচ্ছা৷ মনে তো হয়না কখনো তোমাকে ডিস্টার্ব করেছি। শুধু তোমার আইডিই স্ক্রল করতাম। মাঝে মধ্যে তোমার ডে এর রিপ্লাই করতাম৷ তাও তুমি খুব একটা রিপ্লাই করতেনা৷ এইটুকুই কি আমার অপরাধ নাকি অন্য কোনো কারন তুমি ভালো জানবে৷ ভালো লাগতো তোমাকে। কখনো বলা হয়ে উঠবেনা হয়তো। নিউজ এ দেখলাম বাসায় গেছো মে বি । ভালো থাকো সবসময় এই দোয়াই করি৷ অনেক শুভকামনা তোমার জন্য৷ ❤️

3007From: আপনার ভবিষ্যৎ বউ To: বাবুর বাপজান {saiful islam polash}আসসালামুয়ালাইকুম, কেমন আছেন?প্রথমে আমার ভালোবাসো নিবেন...
10/09/2025

3007
From: আপনার ভবিষ্যৎ বউ
To: বাবুর বাপজান {saiful islam polash}
আসসালামুয়ালাইকুম, কেমন আছেন?প্রথমে আমার ভালোবাসো নিবেন।আশা করি ভাল আছেন কিন্তু আমি ভাল নাই যেদিন থেকে আপনার মুখ দেখিয়াছি আমার চক্ষু দিয়া।২ তারিখ আপনাকে প্রথম দর্শন করিয়াছিলাম আন্দোলনে, ঘেমে একাকার হয়ে গিয়াছিলেন,সেদিনের পর থেকে আমার চক্ষু মেলিয়া শুধু আপনাকে দেখিতে পাইতেছি।
আপনিও আমার দিকে তাকিয়া ছিলেন , তাকিয়া হাসিয়া দিয়াছিলেন।আপনিও আমারে খুজিতেছেন।দীর্ঘদিন খুঁজিয়া আপনার আইডি পাইয়াছি,পরিচয় পাইয়াছি আমি।আপনাকে মেসেজ দিলাম খবর নাই দেখেন নাই তাই কনফেশন দিলাম।আশা করি রাগ করিবেন না।আমার মুখ দেখিলে আপনার রাগ থাকিবে না সেদিনের মত হাসিয়া দিবেন।প্রেমে পরা,আপনাকে নিয়া স্বপ্ন দেখা পরে বলিবো গোপনে।ঘুম থেকে স্বপ্নে দেখলে নাকি সে মানুষ মিস করে আপনিও মিস করেন।

আমার সালাম নিবেন। আম্মু আব্বুকে আমার সালাম দিবেন।ধন্যবাদ।

3006From:তোমার জন্য পাগল কেউTo:Lomba Arif;AET:60 (দুঃখের বিষয় তোমার ছবি নেই, এই ছবিটা অনেক কষ্টে পাওয়া)আজকের আকাশের চাঁ...
10/09/2025

3006
From:তোমার জন্য পাগল কেউ
To:Lomba Arif;AET:60
(দুঃখের বিষয় তোমার ছবি নেই,
এই ছবিটা অনেক কষ্টে পাওয়া)

আজকের আকাশের চাঁদ দেখতে দেখতে কেন জানি ক্যাম্পাস এর কথা অনেক মনে পরছে।ক্যাম্পাস তো ক্লাস এর জন্য না,আমার মনের মাঝে যে লুকিয়ে আছে,তার কথা মনে পরছে।আজকের স্পেশাল চাঁদটার থেকেও আমার মনের মানুষটা অনেক অনেক সুন্দর আমার চোখে। তার সামনে বলার সাহস হয়নি কখনো,তবে আজকে এখানে বলছি পারলে খুঁজে নিও☺️।

তুমি আকাশের চাঁদের মতোই দূরত্বে, হাইটেও.. তোমার মধ্যে লাজুকতা তোমার প্রতি আমাকে আরো আকৃষ্ট করে।তুমি তোমার আশেপাশের বাজে ছেলেদের সাথে মেশো না,কারণ আমি জানি তুমি ভালো,ওদের সাথে মানাতে পারো না।এভাবেই নিজের ভালোত্বটাকে ধরে রেখো।তবে তুমি একটু হিংসুটে 😒,আমি চাই এটা তুমি আমার ব্যাপারে হও।বাকি সময় এমন তোমাকে মানাবে নাহ🫣।
আর হ্যা,একটু সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করবে,পড়াশোনা এতো করার কি দরকার?একটু আমাকেও তো খুজতে পারো নাকি!!

৩ ডিগ্রী বহাল রেখে শিক্ষার্থীদের প্রস্তাব।।
08/09/2025

৩ ডিগ্রী বহাল রেখে শিক্ষার্থীদের প্রস্তাব।।

08/09/2025

'আমরা ওদের কম্বাইন্ড ডিগ্রির দাবি মেনে নিয়েছি। ওদের আর কোনো আন্দোলন করার যুক্তি নেই সুযোগ নেই।'

মাননীয় উপাচার্য
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।।

08/09/2025

3007
To: Israt Jahan Mita, DVM-63
From: someone from DVM-63
প্রিয়তমা,
তোমাকে প্রথম দেখি ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন এর দিন, তোমার থেকে চোখ সরাতে পারিনি পুরো সময়টা,সেদিন-ই ভালো লেগে যায়। কিন্তু কোনোভাবে বলার সাহস হয়নি। তারপর থেকেই তোমাকে সবসময় দেখি, তুমি যখন আমার সামনে দিয়ে হেঁটে যাও আমার হৃদস্পন্দন থেমে যায়। 💔
তোমার চোখ জোড়া যে কি অদ্ভুত সুন্দর বলে বোঝানো সম্ভব না। যখন আমার তোমার কথা মনে পড়ে তোমার ছবি দেখি। যদি পারতাম তোমাকে আমার বউ বানাতাম আর তোমার চোখের দিকে তাকিয়ে সারাজীবন কাটিয়ে দিতাম।
তুমি খুব বেশি হাসো না, কিন্তু হাসলে তোমায় অসম্ভব ভালো লাগে, তুমি হাসলে আমিও হাসি। 😊
প্রিয় তোমাকে হয়তো আমি পাবোনা, জানি তোমার পিছনে অনেক ভালো ভালো ছেলেরা ঘুরে। আমি ওদের মতো ওতোটা ভালো না হলেও তুমি আমাকে পছন্দ না করার মতো না।
যদি একটুও আমাকে তোমার জীবনসঙ্গী বানানোর সম্ভাবনা থাকে জানিও প্লিজ।
তোমাকে না পেলেও আমি সারাজীবন তোমাকে ভালোবেসে যাবো, সেই প্রথমদিন থেকে আজ পর্যন্ত যেভাবে দূর থেকে ভালোবেসে যাচ্ছি ঠিক তেমনভাবেই। তুমি চাইলে আমি আমার ভালোবাসার পরীক্ষা দিতে প্রস্তুত।
ভালো থেকো সবসময় আমার না পাওয়া ভালোবাসা 💔 (edited)

08/09/2025

3005
‎To: Someone of Agriculture 62
Group-3

‎It’s midnight.The clock ticks softly, but it's loud in the silence of the night.Everyone is in deep sleep but I'm wondering about you.I can't help but wonder where you are now & what you’re thinking. Maybe someone's thought is running in your neurons.

‎Here, I find myself reaching for the things I can't touch.The words we never said,The stories we didn't finish.
‎If I could capture the feeling of you—
‎How your smile fills my heart—
‎Maybe then, I could sleep.
‎But for now, I'll hold the space,
‎Let the longing be the only thing I can feel, Untill i leave your city.
‎This one is for you upoma.Can you feel my words?

07/09/2025

3004
‎To: Someone of Agriculture 62

‎It’s midnight.The clock ticks softly, but it's loud in the silence of the night.Everyone is in deep sleep but I'm wondering about you.I can't help but wonder where you are now & what you’re thinking. Maybe someone's thought is running in your neurons.

‎Here, I find myself reaching for the things I can't touch.The words we never said,The stories we didn't finish.
‎If I could capture the feeling of you—
‎How your smile fills my heart—
‎Maybe then, I could sleep.
‎But for now, I'll hold the space,
‎Let the longing be the only thing I can feel, Untill i leave your city.
‎This one is for you upo.Can you feel my words?

Address


2230

Alerts

Be the first to know and let us send you an email when BAU Crush&Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BAU Crush&Confessions:

  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

Being a BAU Student, we all have our little secrets. This page is about letting it slip and say it out loud.. send your confession