Humaira Payel

Humaira Payel শখের ব্লগার 🌸🌼

08/08/2025
08/08/2025

Join live music ❤️

সারাদিনের বিয়ের অনুষ্ঠানের পর, অমিত কুমার সরকার, তার মায়ের পা ধরে কাঁ"দতে কাঁ"দতে বিয়ের শোভাযাত্রার কয়েকটি গাড়ি নিয...
02/08/2025

সারাদিনের বিয়ের অনুষ্ঠানের পর, অমিত কুমার সরকার, তার মায়ের পা ধরে কাঁ"দতে কাঁ"দতে বিয়ের শোভাযাত্রার কয়েকটি গাড়ি নিয়ে কনের বাড়ির দিকে রওনা হলেন। আমিও বিয়ের শোভাযাত্রায় ছিলাম। তিনি আমাকে বারবার বলতে থাকেন যে ভাই, আপনি আমার গাড়িতে যাবেন। মহিলারা বসবেন তাই আমি বললাম যে আমি অন্য গাড়িতে যাব। কনের বাড়ির লোকেরা মুকুট আনতে অনেক সময় নিয়েছিল, তাই আমরা রাত ১০ টায় রওনা দিলাম। পথে, যখন তার শ্বা"সক"ষ্ট দেখা দেয়, তখন তাকে কুমিল্লার গৌরীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে অক্সিজেন সহ একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়, এবং ল্যাব এইড হাসপাতালে প্রবেশের কিছুক্ষণ আগে, তিনি না ফেরার দেশে চলে যান। সারা রাত কাটানোর পর, সকালে আমি শেষকৃত্যের সাথে ফিরে আসি। বাস্তবতার ভ"য়া"বহ দৃশ্য এবং দুটি পরিবারের ভবিষ্যৎ এবং ছোট ভাইয়ের মৃ" ত্যু আমাকে কেবল কাঁদি"য়েছিলো। হৃদয়বিদারক ৩১শে জুলাইয়ের দিনটি ভুলার নয়।🙂

কুমিল্লা চান্দিনা

© Rk Ripon

টঙ্গীতে ম্যানহোলের ড্রেন থেকে উদ্ধার করা মহিলাটার লা*শ দাফন করা হয়েছে ১ ঘন্টা আগে। এতবেশী সময় ধরে পানিতে থাকায় লা*শটা পচ...
30/07/2025

টঙ্গীতে ম্যানহোলের ড্রেন থেকে উদ্ধার করা মহিলাটার লা*শ দাফন করা হয়েছে ১ ঘন্টা আগে।

এতবেশী সময় ধরে পানিতে থাকায় লা*শটা পচে গিয়েছিল। মহিলার পুরো শরীর ফুলে গিয়েছিল। পেট ফাঁপা হয়ে বিশাল সাইজের আকার ধারণ করেছিল।

ঠোঁট, গাল, কপাল ফুলে ছোপ ছোপ র*ক্ত জমাট বেঁধে ছিল। যে ব্যাগে ভরে লাশ আনা হয়েছিল সে ব্যাগ থেকেও চুপসে চুপসে র*ক্ত পড়ছিল।

লা*শের নাক ছিল না, মাছ কিংবা পোকামাকড় হয়তো খেয়ে ফেলেছিল। লাশ থেকে উদ্ভট গন্ধ হচ্ছিল তাই গোসল করানোর সময় আতরের সাথে স্প্রেও করা হচ্ছিল যাতে গন্ধ কম হয়।

লা*শটারই এ অবস্থা না জানি মহিলাটা কতটা কষ্ট পেয়ে মারা গিয়েছিল!

লাশের এ বীভৎস অবস্থা দেখে অনেকেই সামনে থেকে লা*শটা দেখার সাহস পায়নি। এমনকি তার জমজ বাচ্চা দুটোকেও লা*শের কাছে যেতে দেয়া হয়নি ওরা ভয় পাবে বলে।

বাচ্চাগুলো মায়ের লা*শের কাছে যেতে না পেরে মা মা বলে সারাক্ষণ কাঁদছিল শুধু।

বাচ্চাগুলোর ব্যাপারে এখন সিদ্ধান্ত নেয়া হচ্ছে ওরা কার কাছে থাকবে।

মহিলাটার ডিভোর্স হয়েছিল অনেকদিন আগেই। এতদিন বাচ্চাদেরকে নিয়ে আলাদা বাসায় থাকতেন তিনি।

হাসবেন্ড না থাকায় নিজেই কোম্পানিতে ছোটখাটো একটা জব নিয়েছিলেন। প্রচন্ড কষ্ট করে বড় করছিলেন বাচ্চাগুলোকে।

বাচ্চা দুটো সাধারণত এত রাত জাগে না। তারা ৮ টা বা ৯ টার দিকে মায়ের হাতে খাবার খেয়েই ঘুমিয়ে পড়তো। মা'ই আদর করে খাইয়ে দিতো, ঘুম পাড়িয়ে দিতো।

কিন্তু আজকে মা' নেই, আদর করে ঘুম পাড়িয়ে দেয়ারও কেউ নেই।

বাসার এক রুমে এখন পরিবারের লোকজন ব্যস্ত আছে মহিলার সম্পত্তি কে নিবে, ব্যবহৃত স্বর্ণগুলো কে নিবে সেসব নিয়ে। আর অন্য পাশে বসে বাচ্চা দুটো হাউমাউ করে কাঁদতেছে শুধু।

ওদের চোখে ঘুম নেই, যেন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে ওরা।

পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম- সিটি কর্পোরেশন বা সরকারের দায়িত্বরত কেউ এখনো যোগাযোগ করেনি।

সিটি কর্পোরেশন গাফিলতির কারণে যেহেতু ম্যানহোলে পড়েছে তাই তাদের উচিত ছিল ক্ষমা চাওয়া এবং এই অনাথ বাচ্চা দুটোর পাশে দাঁড়ানো।

কিন্তু তারা তেমন কিছুই করেনি, লা*শ ফেরত দিয়ে দায়মুক্ত হয়ে আরামসে ঘুমাচ্ছে। তাদের আর সমস্যা কি? তাদের কাছের কেউ তো আর মা*রা যায়নি!

ঢাকা শহরের কোন এক আলিসান বাসায় সিটি কর্পোরেশনের লোকেরা এখন আরাম করে ঘুমাচ্ছে আর অন্যদিকে রুমের এককোনায় বসে বাচ্চা দুটো মায়ের অভাবে হাউমাউ করে কাঁদতেছে!

( সিটি কর্পোরেশনের অবহেলার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করার আলোচনা করতেছি আমি। এখন বাচ্চা দুটোর জন্যে আইনি সহায়তা প্রয়োজন তাই শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র)

~ Ibrahim Khalil Shawon
cp

কে যেনো জাতির ক্রাশ বলেছিলেন? কার জন্য বউ সেজে অপেক্ষায় বসে আছেন এই নায়িকা?😳🤩🤔ছবিগুলো পোস্ট করে নায়িকা লিখেছেন- "অপেক্ষা...
30/07/2025

কে যেনো জাতির ক্রাশ বলেছিলেন? কার জন্য বউ সেজে অপেক্ষায় বসে আছেন এই নায়িকা?😳🤩🤔

ছবিগুলো পোস্ট করে নায়িকা লিখেছেন-
"অপেক্ষা তোমার জন‍্য ….. বলেছিলে ——-
অপরুপা আমি ❤️❤️❤️ জাতির ক্রাশ"❤️❤️🙏🏻🙏🏻🧚‍♀️🧚‍♀️
নিউ বালিশ হক ইন টাউন 😂😂

মা*রা গেছেন নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল।চিত্রনায়ক জসীমের ছেলে ও 'ওন্ড' ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জ...
28/07/2025

মা*রা গেছেন নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল।
চিত্রনায়ক জসীমের ছেলে ও 'ওন্ড' ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মা*রা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
সিয়াম ইবনে আলম জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃ*দ*রো*গে আ*ক্রান্ত হন রাতুল। পরে তাঁকে উত্তরা ক্রি*সেন্ট হা*স*পাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হা*সপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃ*ত ঘোষণা করেন চি'কিৎসকেরা।

এ. কে. রাতুল শুধু একজন সংগীতশিল্পী নন, ছিলেন তার বাবার মতোই এক নিবেদিতপ্রাণ শিল্পী। তার অ'কা'লপ্র'য়াণে বন্ধু, সহশিল্পী ও সংগীতপ্রেমীদের মাঝে নেমে এসেছে গভীর শো'ক। ব্যান্ডসংগীতের পাশাপাশি স্টুডিও নির্মাণ ও সাউন্ড ডিজাইনেও তিনি ছিলেন পরিচিত মুখ।

বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়কদের মধ্যে ছিলেন জসীম। সমকালীন সময়ে অ্যাকশান ধারারহিরো হিসেবে খ্যাতি ছিলো তার। অকাল প্র'য়াণে আশাহত হয়েছেন লাখো ভক্ত অ'নুরাগী। অতীত সময়ের দিকে তাকিয়ে কেউ কেউ তাকে 'বাংলার রজনীকান্ত' বলেও সম্বোধন করেন! মৃ*ত্যু*কালে তিন পুত্র রেখে গেছেন জসিম। সামী, রাতুল ও রাহুল।'😭💔©

বিয়ের দেড় মাস পর স্বামী বুঝতে পারলেন তার স্ত্রী পু'রু'ষ 😃!মানে আরো কিছু কি বাকি আছে এই দেশে দেখার মতো😂😂🤧😬🤭            ...
27/07/2025

বিয়ের দেড় মাস পর স্বামী বুঝতে পারলেন তার স্ত্রী পু'রু'ষ 😃!

মানে আরো কিছু কি বাকি আছে এই দেশে দেখার মতো😂😂🤧😬🤭

I have seen many Tollywood, Bollywood, Hollywood. But this is the first time in my life. I have seen two twin sisters an...
27/07/2025

I have seen many Tollywood, Bollywood, Hollywood. But this is the first time in my life. I have seen two twin sisters and two twin brothers getting married together❤️
I pray that you can stay together for the rest of your life.🤍

© Soaib Ahmed

এই ভাইরাস ফিভারের চক্করে পড়ে ৩/৪ দিন ধরে কোনো খাওয়া নাই , মুখে খাবার দিলেই মুখ তিতা হয়ে যায়😭 এটা খেতে পার্কে গিয়েছি...
26/07/2025

এই ভাইরাস ফিভারের চক্করে পড়ে ৩/৪ দিন ধরে কোনো খাওয়া নাই , মুখে খাবার দিলেই মুখ তিতা হয়ে যায়😭 এটা খেতে পার্কে গিয়েছিলাম। কোনো স্বাদ ই বুঝতে পারলাম না ❌ কিন্তু সাথের জন্য বলেছেন টেস্ট মজা ❣️

এইগুলো কি ভাই😂😂😂 চাচা নাকি মরে নাই😑আমার তো সত্যি কষ্ট লাগছিলো ওনার জন্য 🥹
25/07/2025

এইগুলো কি ভাই😂😂😂 চাচা নাকি মরে নাই😑
আমার তো সত্যি কষ্ট লাগছিলো ওনার জন্য 🥹

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humaira Payel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share