হঠাৎ দেখা

হঠাৎ দেখা তার শেষ কথা ছিল?
তুমি ভালো থেকো 😅💔

10/09/2025

১২ নারীতে আসক্ত হওয়া পুরুষ কে ধর্ম জ্ঞান দিয়ে লাভ নেই ভাই,কারণ চরিত্রহীন পুরুষ ধর্মকেও পরোয়া করে না, সে একজন প্রেমিকার - বিশুদ্ধ ভালোবাসা টা- কেও আল্লাহর কসম কেটে ধ্বংস করে..! 😅💔

10/09/2025

প্রিয় প্রাক্তন 🍁
তোমার নিশ্চয় মনে আছে কোনো এক গভীর রাতে তুমি অনেক অসুস্থতার মাঝে আমাকে কসম কাটিয়েছিলো " পৃথিবীতে তুমি না থাকলে আমি যেনো অন্য কারো না হই.... কিন্তু
বাস্তবতা দেখো.. দুজনই একই আকাশের নিচে... কিন্তু দুরত্ব এক আলোকবর্ষ

শাপলা ফুল 🥰🥰
10/09/2025

শাপলা ফুল 🥰🥰

09/09/2025

ভালোই হয়েছে তুমি আমার হও নাই। যদি তুমি আমার হতে, আমি হয়তো কখনোই কষ্ট চিনতাম না, বিচ্ছেদের স্বাদ পেতাম না, যন্ত্রণার সাথে পরিচয় হতো না। তোমায় পেলে শুধু তোমাকে নিয়ে গর্ব করতাম, মানুষের কাছে তোমাকে নিয়ে অহংকার করতাম, পূর্ণতার গল্প বলতাম। কিন্তু তুমি আমার না হওয়ায় আমি বুঝেছি ভালোবাসা সবসময় মিষ্টি না, মাঝে মাঝে খুব নিষ্ঠুরও হয়। যদি তুমি আমার হতে, প্রতিদিন ভাবতাম কী করলে তোমাকে আগলে রাখতে পারব, কী করলে তোমাকে সুখী রাখতে পারব। তোমার জন্য নিজের সবকিছু বিসর্জন দিতে রাজি থাকতাম। কিন্তু তুমি আমার না হয়েই ভাল করেছো, কারণ এখন আর কাউকে নিয়ম করে ভালোবাসতে হয় না, কাউকে নিয়ে প্রতিদিন চিন্তা করতে হয় না।

তুমি অন্য কারও হয়েছো, সেটাই হয়তো ভালো হয়েছে। কারণ তুমি যদি আমার হতে, আমি কখনও শিখতাম না কষ্ট মানুষকে কতটা বদলে দেয়, কতটা শক্ত করে তোলে। শেষে শুধু একটা কথাই বলব, তুমি সুখে থেকো, ভালো থেকো সবসময়। হয়তো আমি তোমায় পাইনি, কিন্তু আমার দোয়া সবসময় তোমার জন্য থাকবে।😅💔

08/09/2025

ভালোবাসার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে।আপনি ভালোবাইসা অধিকার চাইবেন। কেয়ার চাইবেন। মায়া চাইবেন। মানুষটা অন্যকারো সাথে আপনার মতো করে মিশলে বিরক্ত হবেন। মন খারাপ করবেন। জেলাস ফীল করবেন। এসব করা যাবে না। যদি করেন, তবে আপনি ট,ক্সি,ক মানুষ।
এ যুগে এত চাওয়া পাওয়া থাকতে নেই। সে তার মতো থাকবে। আপনি আপনার মতো থাকবেন। মাঝেমধ্যে মনে পড়লে মেসেজ দিবেন - ইয়ো! কি অবস্থা? হঠাৎ মনে পড়লো।এর বেশি কিছু না। এক্সপেক্টেশন্স কমান।
মনে রাখবেন। প্রেম করে এটা পাইলাম না। ঐটা পাইলাম না। এসব হিসাব করা যাবে না। প্রেমে অংশগ্রহণ করাটাই বড় বিষয়। সো, চীল ব্রো😅💔

08/09/2025

নিজেকে অনেক পরিবর্তন করতে হবে। আবেগ কমাতে হবে, বাস্তবতা মেনে নিতে শিখতে হবে, অপরিচিত মানুষের সাথে কম মিশতে হবে, কম কথা বলতে হবে, অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো ধরনের আশা করা যাবে না। ইন'শা'আল্লাহ জীবন সুন্দর হবে!🤍🌸

06/09/2025

- আমি তাকেই বেছে নেবো,যে আমার জন্য শত জনকে এড়িয়ে চলে,এবং দিন শেষে আমার কাছেই ফিরে আসে!🖤🌼✨

06/09/2025

প্রিয়
আজ বহুদিন হয়ে গেল আমার বিয়ে হয়ে গেছে। বহুদিন হলো আমি অন্য কারো স্ত্রী হয়ে গেছি। 💔😅 খুব অল্প সময়ের পরিচয় ছিলো আমাদের, তাই না কলিজা? অল্প সময়ের জন্য তোমাকে পেয়েছিলাম, ভালোবেসেছিলাম, আর আজীবনের জন্য হারিয়ে ফেললাম।

আমি তোমায় আগলে রাখার মতো ভালোবেসেছিলাম। কেউ জানুক বা না জানুক, তুমি জানো আমি কতটা ভালোবাসতাম তোমায়। প্রতিদিন কথা না হলে, একদিন দেখা না হলে অস্থির হয়ে যেতাম। অথচ আজ বহুদিন হলো তোমার সাথে কথা বলি না, তোমার কণ্ঠ শুনি না, তোমার মায়া ভরা মুখ দেখি না। আর কোনোদিন দেখতেও পারব না। আজীবনের জন্য হারিয়ে ফেলেছি এই অধিকার।

আমি যেদিকেই যাই, সেদিকেই তোমার স্মৃতি দেখি। কলিজা, তুমি যদি একদিন অনলাইনে না থাকতে, আমি কতোটা টেনশনে থাকতাম। আর আজ তুমি সারাজীবনের টেনশন দিয়ে গেলে।

আজ আর তুমি বলবে না “আমি শুধু তোমার”।
আজ আর তুমি বলবে না “আমাকে কেউ নিতে পারবে না”।
আজ আর তুমি বলবে না “সুহাসিনী, আমি শুধু তোমার জন্যই আছি”।

হ্যাঁ, কলিজা, আজীবনের জন্য তোমায় না পাওয়ার যন্ত্রণা দিয়ে গেলে। 😅☒
কি করিনি তোমাকে পাওয়ার জন্য? প্রতিটা মানুষের কাছে দোয়া চেয়েছি। কিন্তু কি করার, মানুষ যে স্বার্থপর! 💔

তোমাকে আমার জীবন থেকে একবারে সরিয়ে দিলো কলিজা। 😭
তবুও মনে রেখো, সারাজীবন তুমি-ই আমার জীবনের সবচেয়ে আপন জায়গায় থাকবে। ❤️

05/09/2025

সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে, কারো প্রতি কোনো রকম অভিযোগ, অপবাদ, ক্ষোভ, না রেখে তাঁদের ভুলে যাওয়া।🖤✨

Address

Phulpur
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when হঠাৎ দেখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share