Nepotistic NDC

Nepotistic NDC This is my official page

10/06/2025

যি‌নি আপনা‌কে ম‌নে রাখ‌তে চান না, জোর ক‌রে তার ম‌নে থাক‌তে চাওয়াটাই ছোট‌লো‌কি!

02/11/2024

দেখা হলে ফুল দেয়ার সন্ধি হোক 🌸🤍🌻

Mizanur Rahman A***n ❣️

01/11/2024

Hello November যা দেয়ার দিও, কিন্তু দুঃখ দিওনা...!!"🌸😊

31/10/2024

খারাপ সময় টাই আমাদের শক্তি শালি করে তুলে, দুনিয়ায় কিভাবে যু"দ্ধ করে বেচে থাকতে হবে তার শিক্ষা দেয়।😊🌸

27/10/2024

* একজন পাওয়ারফুল পুরুষকে যত সহজে একজন নারী ন্যাংটো করতে পারে , অতো সহজে কোনো পাওয়ারফুল নারীকে পুরুষ ন্যাংটো করতে পারে না !

* প্রতিটি বুদ্ধিমতি নারীই তার নিজের থেকে পাওয়ার ফুল পুরুষের কাছে নত হয় ।
আর প্রতিটা বুদ্ধিমান পুরুষ, তার থেকে একটু দুর্বল নারীর কাছে নিজেকে ভাঙতে স্বাচ্ছন্দ্য বোধ করে ।

* সুন্দরী নারীরা হলো পুরুষের কাছে, নিজের বাড়ির গলির মোড়ে ভ্যানের উপরের কচি লাউয়ের মত । যে সেই লাউয়ের পাশ দিয়ে যাবে, সে ই একটা চিমটি কেটে যাবে !

* যে সকল নারীরা অসৎ বলে সমাজে আখ্যা পেয়েছে , তার প্রতিটি নারী অসৎ হওয়ার পেছনে একজন থেকে একাধিক পুরুষ দায়ী।

* পুরুষেরা নিজেও জানে না তারা কী চায় !
লম্বা না খাটো ? চিকন না মোটা ? কালো না ফর্সা?
গুণবতী না রূপবতী ? শিক্ষিত না অশিক্ষিত ?
স্মার্ট না গাইয়া ? চঞ্চল না ধীর ? বেশি সেক্সি না কম সেক্সি ? 🙄

* পুরুষের কাছে প্রেমের থেকে শারিরীক এবং মানসিক শান্তির মূল্য বেশি । পুরুষের প্রেমে প্যাড়া!

* অর্থ পুরুষকে সব ধরনের সুখ এনে দেয় ।
নারীরা জানে না অর্থ খরচ করে কী করে সুখ কিনতে হয় ?!

* যে ঠকিয়ে যায় মানুষকে , একমাত্র সে ই জানে সে মানুষকে ঠকাচ্ছে।
যে ঠকে যাচ্ছে অথবা জেনে- শুনে ঠকছে, তার ঠকবাজের প্রতি ধারনা করা বা প্রকাশ করায় কিবা কার আসে যায় !

২৮ অক্টোবর ২০২৪

23/10/2024

এক আকাশ সমপরিমাণ অভিমান তাদের প্রতি, যাদেরকে আমার বিপদে পাশে পাইনি 🙂🙂

23/10/2024

কেউ বুকে জড়িয়ে নেয় আবার কেউ ছুড়ে ফেলে দেয়..... আহারে স্বার্থক জীবন🙂🙂

23/10/2024

মানুষ কয় হাতের মইধ্যে আসমানের চাঁন পাইয়া গেলেও মানুষ ঐ চাঁনের ভিতরেও কলঙ্ক খুইজা পায়। খুঁইজা বেড়ায় চাঁনের খুঁত। আমি ফুল হইয়া তোমার ফুলদানিতে ফুইটা থাকতে চাইছিলাম, আর তুমি ভুল ভাইবা আমারে রাখলা তোমার পায়ের তলায়। আমি ছুইটা গেলাম তোমার কাছে তোমার প্রয়োজনে। সুখের দিনে না হোক তোমার দুঃখের দিনে হইলেও মুইছা দিছি তোমার নয়ন জল; অথচ তুমি এমনভাবে ব্যবহার কইরা আমারে ছুইড়া ফালায়া দিলা, যেনো আমি একটা পরিত্যক্ত টিস্যু পেপার, যেনো আমি কোনো উচ্ছিষ্ট বাসি খাবার। দুনিয়ার মইধ্যে এমন মানুষ কই পাইবা কও? কে করবো তোমারে আমার মতোন এত যত্ন মহব্বত, কে দাঁড়াইবো আমার মতোন অমন বুক পাইতা তোমার লাইগা পুরা দুনিয়ার বিরুদ্ধে। আমি তো চিরকাল আছিলাম তোমার পক্ষে। আমারে হেলায় হারাইয়া তুমি তো শুধু আমারে হারাও নাই সোনা- তুমি হারাইয়া ফেলছো একখান বিশ্বস্ত কাঁধ। তুমি হারায়া ফেলছো এমন একখান মানুষ, যে তোমার হাতে খুন হইবো জানবার পরেও খোদার কাছে কামনা করে তোমার সফলতার জন্য।

23/10/2024

যে মানুষটা সারাদিনে তোমার কথা একবারও চিন্তা করেনা, তার কথা কেন তুমি চিন্তা করছো ? কেন তুমি অপেক্ষা করছো তার ফোনের ? তুমি নিজেও জানো সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবেনা, তোমাকে সময় দেবেনা । তারপরেও তুমি মুখ ফিরিয়ে নিতে পারছনা কারন তুমি মায়ায় আটকে গেছো । মায়ায় আটকে গেলে ছেড়ে আসা, ভুলে থাকা মুশকিল হয় । কিন্তু একটা কথা ভুলে গেলে হবেনা... যে মানুষটাকে ভালোবেসে অপমানিত হতে হয় সেই মানুষটার কাছে কোন আশা রাখতে নেই ।

21/10/2024

Many women are addicted to successful men in the world🙂

Address

PCJG+G96, Dhaka
Mymensingh
900000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nepotistic NDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share