Tanvir Hasan Rubel

Tanvir Hasan Rubel সপ্ন দেখো আরামের ঘুম হারাম করো - ধৈর্যের সাথে পরিশ্রম করো - রবের কাছে দোয়া করো - সফল তুমিই হবে।
(1)

28/05/2025

Big shout out to my newest top fans! Mohammad Rafsun, Md Riaz, Log Out Zisan, Md Sumon Rana Sumon

28/05/2025

একটি মানুষের যদি সুস্থ মস্তিষ্ক সুস্থ জ্ঞান সুস্থ চিন্তা ভাবনা থাকে তাহলে কোন সুস্থ মানুষ আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগ তার নেতা কর্মী তারা কেউ দেশকে ভালোবাসে না দেশকে শুধু শোষণ নিপীড়ন করে খেতে চায় ওদেরকে এ দেশ থেকে চিরতরে উৎখাত করতে হবে

28/05/2025

মায়া ত্যাগ করতে শিখো...
কারণ মায়া জিনিসটা নে'শার চাইতেও খা'রাপ.!

22/05/2025
আগামী ৫০ বছরের মধ্যে ভারত,,পাকিস্তানের সাথে আর যুদ্ধের কথা মুখে আনবে না দুই রাতে ভারতের যে অবস্থা করে দিয়েছে পাকিস্তান। ...
13/05/2025

আগামী ৫০ বছরের মধ্যে ভারত,,পাকিস্তানের সাথে আর যুদ্ধের কথা মুখে আনবে না দুই রাতে ভারতের যে অবস্থা করে দিয়েছে পাকিস্তান। নির্লজ্জ আত্মসমর্পণ ভারতের,ট্রাম্পের পা ধরে মধ্যস্থতার জন্য কান্না।
ভারতের ক্ষতির পরিমান মোট ১৩ টি যুদ্ধ বিমান হারিয়েছে, ভারতীয় সেনা ও বায়ু সেনা সহকারে আটক ১০০+, ভারতীয় সেনা মৃত্যুর সংখ্যা সেঞ্চুরি প্লাস, ড্রোন হারিয়েছে ২০০+, কাশ্মীরের ৮০ কিলোমিটার দখল পাকিস্তানের, পাকিস্তানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সমান, উপর দিয়ে ভারতের রিজার্ভ ব্যাংকিং সেক্টর দসে ২৫০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ লস।
দাদারা এবার বুঝলেন ঈমানদার মৃত্যুকে ভয় করে না আলহামদুলিল্লাহ পাকিস্তান জিন্দাবাদ, ( S.M MIRZA)

তোমার টাকা নেই, সমাজে তোমার কোন সন্মান নেই। তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। নইলে...নিজের পরিবার, ...
09/05/2025

তোমার টাকা নেই, সমাজে তোমার কোন সন্মান নেই। তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। নইলে...

নিজের পরিবার, আত্মীয় স্বজন, ও বন্ধু মহলে তোমার কোন মূল্য নেই।

যতই তুমি সুদর্শন হও না কেন? তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম।

যতই তুমি উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো। তোমার আসল ডিগ্রি তোমার রোজগার।

যতই তুমি মহান প্রেমিক হও, টাকা না থাকলে তোমার বেলা বোস অন্যের ঘরণী।

যতই তুমি গন্ধহীন ফুল হও, তোমার পকেট ভর্তি থাকলে, অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে।

তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে।

তোমার টাকাই ঠিক কবরে, কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গী।

তোমার টাকাই ঠিক করবে, তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে।

মৃত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গালাগালি দেবে, সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমানের উপর।

তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য। পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য, তাই তোমার টাকার প্রয়োজন, অনেক অনেক টাকা।

তোমার পরিশ্রম, তোমার ঘাম, তোমার রক্তর হিসাব কেউ রাখবে না। শুধু তোমার টাকার হিসেব রাখা হবে।

তোমার আবেগ, তোমার ক্ষিদে, তোমার চাহিদা কেউ বুঝবে না। বুঝবে শুধুই তোমার ব্যাঙ্ক ব্যালেন্স।

টাকা থাকলে তুমি সবার নজরে মহা পুরুষ, আর না থাকলে কাপুরুষ।

টাকা থাকলে তোমার সব কথাই বাণী। আর না থাকলে নর্দমার পানি।

তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে। কারণ তুমি পুরুষ। তুমি মানুষ নও তুমি শুধুই একটা রক্ত মাংসে গড়া টাকা উৎপাদনের মেশিন।

এটাই বাস্তবতা বন্ধু।

Address

Mymensingh Muktagacha
Mymensingh
2210

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir Hasan Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share