Gopal bhar cartoon V.D

Gopal bhar cartoon V.D ছোট থেকে গোপাল ভাড় দেখে আসছি, আজ বয়স ২৩+ তবুও একটু বোরিং লাগে না।
\We Love Gopal Bhar/

➡️  কৃষ্ণনগরে বন্যা  ⬅️এপিসোড : ১১৫৪ / ১৭ মে ২০২৫। কৃষ্ণনগর শহরে টানা বৃষ্টি শুরু হয়। নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে।...
20/05/2025

➡️ কৃষ্ণনগরে বন্যা ⬅️
এপিসোড : ১১৫৪ / ১৭ মে ২০২৫।

কৃষ্ণনগর শহরে টানা বৃষ্টি শুরু হয়। নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। শহরের রাস্তা, ঘরবাড়ি ডুবে যায়। বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়।

রাণী কান্তা দুশ্চিন্তায় পড়ে গোপাল ভাঁড়ের কাছে আসে এবং সাহায্য চায়। গোপাল ভাঁড় হাসিমাখা মুখে বলে, “বৃষ্টি বড় নয়, বুদ্ধিই বড়!”

তিনি স্থানীয়দের সঙ্গে আলোচনা করে উদ্ধার পরিকল্পনা করে। নৌকা চালানো মানুষদের নিয়ে উদ্ধার দল গঠন করে, যারা পানির মাঝে আটকে পড়া মানুষদের উদ্ধার করবে। অন্যরা খাবার ও পানি পৌঁছে দেবে।

এক সময় গোপাল ভাঁড়ের নৌকা আটকে যায়, তিনি হাসতে হাসতে বলেন, “বন্যা আমাকে পরীক্ষা করছে!” তারপর দ্রুত নৌকাটি ঠিক করে উদ্ধার কাজ চালিয়ে যান।

সবাই মিলে কাজ করে ধীরে ধীরে বন্যার প্রভাব কমাতে শুরু করে। রাণী কান্তা গোপাল ভাঁড়কে ধন্যবাদ জানিয়ে বলেন, “তোমার বুদ্ধি আর সাহসের জন্যই আমরা বন্যা কাটিয়ে উঠেছি।”

গোপাল ভাঁড় হাসি দিয়ে বলেন, “একসাথে কাজ করলে সব বিপদ পার হওয়া যায়।”

এভাবেই কৃষ্ণনগরে বন্যার বিপদ কাটিয়ে ওঠে সবাই।
#1154

13/02/2024

গিন্নি কে কি যে উপহার দিব🐇👈
চিন্তাতে আছি অনেক😖👀
#--শুভ_ভালোবাসা_ দিবস--💏👈

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Gopal bhar cartoon V.D posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share