Mr. Dhur Mia

Mr. Dhur Mia লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ �

08/07/2025

মনের সুখে গান গাইছিলাম ওমা

গান বলে তুই আর অপমান করিস না বাপ

17/06/2025

---

**"ভালোবাসা যদি আমিই হতাম,
তবে কেউ আসতো না আমার পরে।
তোমার চোখে থাকত শুধু আমার ছবি,
ভুলেও পড়তে না অন্য কারো ঘোরে।

তুমি বলেছিলে ভালোবাসো,
আমি তো মন দিয়ে বিশ্বাস করেছিলাম।
কিন্তু সময় বুঝিয়ে দিলো আমিই ভুল,
তোমার ভালোবাসায় আমি একা ছিলাম..."**

17/06/2025

"আজ তুমি যেভাবে আমাকে কষ্ট দিলে, তার থেকেও হাজার গুণ বেশি সুখী হও তুমি…
তোমার জীবনে যেনো কখনো আমার মতো এমন কষ্টের ছায়াও না পড়ে।" দুমার কষ্ট গুলা আমার হক আমার ভাগের সুখ গোলো তুমার হক তুমার ভাগের কষ্ট গোলা আমার হক

"আমার কষ্ট হয়তো একদিন হারিয়ে যাবো,
তুমিও আমায় ধীরে ধীরে ভুলে যাবে।
আমি রয়ে যাবো স্মৃতির ধুলোমলিন পাতায়,
তোমার হাসিতে আরেকজন হাসবে আরেক জনের জন্য তুমি হাসবে আমার স্বপ্ন গুলা স্বপ্নে বেধে রাখবো ভালো থাকবেন ..."
🌸

আমি আপনাকে আর কখন বিরক্ত করবো না

30/05/2025

প্রিয় আপনি আমাকে ঘৃনা করিয়েন
কারণ ভালোবাসা টা সারা জিবন থাকে না ঘৃনাটা থাকে। ভালোবাসা নতুন পেলে পাল্টে যাই ঘৃনা টা থেকে যাই। আপনি আমাকে ঘৃনা করেন তবু আমি আপনার মনে থাকবো হক না সেটা ঘৃনা,, সবাই যে ভালোবাসবে কই লেখা আছে,,, 😇😇

29/05/2025

ভালোবাসা তুমি আমার হয়ে কথা বলো না

28/05/2025

Love is not just a feeling; it's a silent promise to stand by someone even when the world turns away.ভালোবাসা শুধুই একটা অনুভূতি নয়; এটা এক ধরনের নীরব প্রতিশ্রুতি—সবাই ছেড়ে গেলেও কারো পাশে দাঁড়িয়ে থাকার।

Sometimes, the deepest love is the one that hurts the most, because it touched the soul before it broke the heart.কখনও কখনও সবচেয়ে গভীর ভালোবাসাই সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ সেটা হৃদয় ভাঙার আগে আত্মাকে ছুঁয়ে যায়।

11/04/2025

মনের কষ্টগুলোকে প্রকাশ করতে গেলে আরও বেশি কষ্ট হয়। 😔

08/04/2025

বেশি টাকা হইলে মানুষ যে পাগল হয়ে যায়, সেটা আমার পকেটে ১৫০ টাকা আসার পর বুঝলাম।

08/04/2025

Hard work is the only way to success. 🔥

06/04/2025

মুষলধারে বিয়ে হচ্ছে 🥴🥴

06/04/2025

গাজা😅

গাজার পথে চলছে মাটি রক্তে,

শান্তির আশা, স্বপ্ন ভাঙে কষ্টে।

অশ্রুপাতে জ্বলছে সারা দুনিয়া,

মানুষের হৃদয় এখনও পায় না শান্তি।

28/02/2025

আলহামদুলিল্লাহ আগামীকাল প্রথম রোজা।🤍

Address

Kendua, Netrakona
Mymensingh
2480

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Dhur Mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Dhur Mia:

Share