বইপোকা-BoiPoka

বইপোকা-BoiPoka বইপোকা – যেখানে প্রতিটি উপন্যাস হৃদয়ে ছাপ রেখে যায়। জীবনের গল্প, অনুভূতির সুর, আর চিন্তার দিগন্তে এক নতুন যাত্রা শুরু হোক।

21/06/2025

কখনো কখনো বইয়ের সামান্য কিছু পৃষ্ঠাও আমাদের জীবনে দারুণ প্রভাব ফেলে। চমৎকারভাবে রেখাপাত করে যায় মনে

বই: যে ফুল ফোটে আঁধারে
লেখক: শাকিল শেখ

21/06/2025

আমি সুইজারল্যান্ড দেখেছি,
কী চমৎকার ও সৌন্দর্যের রাণী সে শহর!
সেখানে আমার এক ডক্টর বন্ধু আছে। তিনি বলেছেন যে, সে দেশের অধিকাংশ মানুষ ডিপ্রেশন বা হতাশার রোগে আক্রান্ত। তারা আত্মহত্যা করে।আর সেটা অত্যাধিক পর্যায়ে! কেউ যদি আত্মহত্যা করতে চায়, তাহলে সরকারি বিধি রয়েছে।
তো আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম, এর কারণ কি?
ডক্টর সাহেব বললেন, এর অনেক কারণ রয়েছে, সবচেয়ে বড় কারণ হলো, একাকিত্ব!
পুরুষরা একাকি, মহিলারা একাকি। না মায়ের কোল আছে, না বাবার ছায়া আছে, না স্ত্রীর ভালোবাসা আছে, না স্বামীর বিশ্বস্ততা আছে, না আছে সন্তানের সাহায্য।
সে দেশের প্রত্যেক মানুষ, মহিলা ও পুরুষ একাকি বসবাস করে। আর একাকিত্বই মানুষের হতাশাকে বহুগুণে বাড়িয়ে দেয়। আত্মহত্যার আকর্ষণ বাড়িয়ে দেয়।

বই: সুখময় জীবনের খোঁজে
লেখক: মাওলানা তারিক জামিল ( হাফিঃ)

20/06/2025

অল্প বয়সের কান্নায় খুব জোর থাকে। মানুষের বয়স যত বাড়তে থাকে,কান্নার শব্দ এবং জলের পরিমাণ তত কমতে থাকে। কমতে কমতে একটা পর্যায়ে এসে মানুষ কাঁদে বটে কিন্তু সেই কান্নায় না ঝরে জল আর না হয় শব্দ।

সাদ্দাম মুহাম্মদ
মায়ার কারাগার

উপন্যাস: বৃষ্টি বিলাসলেখক: হুমায়ূন আহমেদ"বৃষ্টি বিলাস" নামটি শুনলেই আচমকা সবার মনে বৃষ্টির ছবি আনমনে ভেসে আসে কিংবা বৃষ্...
19/06/2025

উপন্যাস: বৃষ্টি বিলাস
লেখক: হুমায়ূন আহমেদ

"বৃষ্টি বিলাস" নামটি শুনলেই আচমকা সবার মনে বৃষ্টির ছবি আনমনে ভেসে আসে কিংবা বৃষ্টির দিনে একগুচ্ছ কদমফুলের কথা মনে হয়।কিন্তু হুমায়ূন আহমেদের লেখা বৃষ্টি বিলাস কোনো বৃষ্টির কাহিনীকে নিয়ে লেখা নয় বরং বৃষ্টিভীতি নিয়ে লেখা। উপন্যাসের প্রধান চরিত্র আতাউর রহমান তার বাবাকে বৃষ্টির দিন খুন হতে দেখেছে,সেজন্য বর্ষাকাল আসলে কিংবা বৃষ্টির দিনে তার মাথার পাগলামো ভাব দেখা দেয়,পরিবারের সবাই তখন আতাউরকে ঘরে বন্দি করে রাখে।আর এই আতাউরের সাথেই বিয়ে ঠিক হয় উপন্যাসের নায়িকা শ্যামার।

শ্যামার পরিবার যখন জানতে পারে,ছেলে পাগল বিয়ে তখন ভেঙে যায়। ঘটনাচক্রে শ্যামার সাথে আরও এক ছেলের পরিচয় হয় তার বান্ধবীর বিয়েতে তিনিও শ্যামাকে বিয়ের প্রস্তাব দেয়,কিন্তু শ্যামার মনে সেই পাগল মানুষটির প্রতি গভীর অনুরাগ জন্ম হয়

উপন্যাসের পরতে পরতে রয়েছে ভালবাসার ছোয়া, মধ্যবিত্ত পরিবারের টানা পোড়ন নিয়ে গড়া হুমায়ূন আহমেদের একটি সার্থক উপন্যাস। কখনো পাওয়া কিংবা কখনো না পাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই এই “বৃষ্টি বিলাস”

19/06/2025

বিশ্বের সবচেয়ে বেশি বই পড়ে আমেরিকানরা।

দ্বিতীয় অবস্থানে আছে ভারতীয়রা।

তৃতীয় অবস্থানে আছে বিট্রিশরা।

বাংলাদেশ আছে এই তালিকায় ৯৭ নাম্বারে।

আমেরিকানরা বছরে গড়ে ১৭ টি বই পড় থাকেন।
আর ভারতীয়রা পড়েন বছরে গড়ে ১৬ টি বই।
বাংলাদেশিরা বছরে গড়ে বই পড়েন মাত্র তিনটি।

যাইহোক, আপনি বছরে কয়টি বই পড়ে থাকেন?

18/06/2025

যে অভিমানের ভাষা বোঝে না, তাকে অভিযোগও করতে নেই।

বই: বউজান
লেখক: মুন্নি আক্তার প্রিয়া

17/06/2025

এই পৃথিবীতে যারা সবার প্রতি মায়া পুষে রাখে, তাদের আসলে নিজের বলে কিছু থাকে না।

বই: বেড়াজালের অন্তরালে
লেখিকা: কানিজ ফাতেমা সোমা

17/06/2025

হায়াতের দিন ফুরালে নিভে যাবে জীবন প্রদীপ৷ দিনশেষে কেউ নিজের ফেলে যাওয়া অতীত সময়টাকে ভেবে আনন্দে মেতে উঠবে অথবা কেউ কেউ তার অতীত জীবনে ফিরে যেতে চাইবে।

বই: হায়াতের দিন ফুরালে
লেখক: আরিফ আজাদ

16/06/2025

পড়াশোনার চেয়ে সংসার করা ভালো।
ছাই দিয়ে দুুইটা ঘষা দিলেই পাতিল পরিস্কার হয়ে যায়!🙂

বই: বাড়ির নাম বৃষ্টিলেখা
লেখিক: সাবিকুন নাহার নিপা

15/06/2025

সন্তানরা বোধহয় যতদিন ছোটো থাকে ততদিনই বাবা-মা নিশ্চিন্তে থাকেন, আনন্দে থাকেন। বয়স বাড়লে সন্তানরা ঘর ছাড়া হয় আর বাবা-মা একা হয়ে যান।

বই: আনন্দ বসন্ত সমাগমে
লেখিকা: অদিতি তুলি

14/06/2025

আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি।

–মুনা
–কোথাও কেউ নেই

14/06/2025

উঁহু, রোমান্টিক কথা বলার জন্য রোমান্টিক প্লেস লাগে বেব। হাঁটুর বয়সী তো তাই তুমি এসব বুঝবে না৷
আমাকে হাঁটুর বয়সী না বলে,নিজেকে কাকুর বয়সী বললেই তো পারেন।

বই: অর্ধাঙ্গিনী
লেখিকা: নুসাইবা ইভানা

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইপোকা-BoiPoka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share