
03/07/2025
বিয়ের আগে ১০০ বার চিন্তা করুন, এরপর সিদ্ধান্ত নিন।
ভাইদের উদ্দেশ্যে বলছি— বিয়ের পর যদি আপনি আপনার আহলিয়াকে পরিপূর্ণ পর্দার ব্যবস্থা না করে দিতে পারেন, তাহলে দয়া করে পরিপূর্ণ দ্বীন মেনে চলে এমন মেয়েকে বিয়ে করতে যাবেন না। বিয়ের পর শ্বশুরবাড়িতে পরিপূর্ণ পর্দা করতে না পারা, এটা একটা দ্বীনদার মেয়ের জন্য খুবই য*ন্ত্রণাদ!য়ক।
এবং বোনদের উদ্দেশ্যে বলছি— বিয়ের পূর্বে ছেলে সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন। ছেলের সম্পদ বা ইনকামের দিকে না তাকিয়ে, বরং ছেলের দ্বীনদারিত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। পরিবার জোর করলেও, দ্বীনদারিত্বের বিষয়ে এক বিন্দুও ছাড় দিবেন না। কারণ এখন বাবা মা ধন সম্পদ বাড়ি গাড়িকে বেশি প্রধান্য দেয়।
— ইসমাঈল বিন বাছির
সংগৃহীত