08/09/2024
ভারতের মনিপুর ও মিজোরামের পরিস্থিতি খুব একটা ভালো না । দাঙ্গা প্রায় প্রতিটা গ্রামে ছড়িয়ে গিয়েছে, যেটা মন্দিরকেও বাদ দিচ্ছে না ।
আমরা হয়তো সেভেন সিস্টার্সের এই অস্থির পরিস্থিতিতে উচ্ছ্বসিত, কিন্তু ভারতের মালাউনি মিডিয়া এটাকে ভিন্ন খাতে নিয়ে যেতে পারে ।
৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে সেভেন সিস্টার্স নিয়ে অনেক কথাই হয়েছে । ভারতীয় মিডিয়া এবং দেশের ভেতরের ভারতীয় দালালেরা এটাকে ব্যবহার করে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে ।
ভারতের এই দাঙ্গা তাদের অন্তর্কোন্দল হলেও, তারা বাংলাদেশের উপর দায় দিতে পারে । আমাদের এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে ।
সীমান্তে উত্তেজনা, বিজিবির শক্তিশালী ভূমিকা, ড. ইউনুসের ইন্ডিয়া নিয়ে জোরালো কন্ঠস্বর, জেন-জিদের সেভেন সিস্টার্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা, চট্টগ্রামে কট্টর হিন্দুদের বিশৃঙ্খলা, মনিপুর-মিজোরামে দাঙ্গা, সবকিছু মিলিয়ে কেমন যেনো ষড়যন্ত্রের আভাসই পাওয়া যাচ্ছে ।
তাই৷ আনন্দিত হওয়ার পাশাপাশি আমাদেরও সতর্ক থাকতে হবে ।