ছন্দ-কবিতা

ছন্দ-কবিতা কারার ঐ লৌহ কপাট
ভেঙে ফেল কররে লোপাট

25/08/2024

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানাই।

দেশের সার্বিক সংকটাপন্ন পরিস্থিতি এবং বন্যার ফলে সৃষ্ট ক্রান্তিকালে এই ঐতিহাসিক জয় জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তির। জাতীয় ক্রিকেট দলের পরবর্তী টেস্ট ম্যাচসহ ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।

একইসাথে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস জারি রাখার আহ্বান জানাচ্ছি।

25/08/2024

আমরা আমাদের ভাই আবু সাঈদের কথা জানি ৷ কিন্তু কাজল ভাইয়ের মতো এমন শত শত ভাইয়ের কথা আমরা এখনো জানিনা ৷ কাজল ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪ ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্র ৷ ঢাকার ন্যাশনাল নিউরোসাইন্স ইন্সটিটিউটে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ৷ বিয়ে হয়েছে মাত্র ১বছর হয়েছে ৷ এনিভার্সারি উপলক্ষ্যে যাত্রাবাড়ি আত্মীয়ের বাসায় গিয়েছিলেন ৷ সেখানে থেকেও দেশের এই অবস্থায় সহধর্মিনীর কাছে অনুমতি চেয়েছিলেন সেখান থেকেই রাস্তায় বেরিয়ে পড়ার ৷ প্রিয় সহধর্মিনী না করতে পারেননি ৷ এরপর একা থাকা নিরস্ত্র কাজল ভাইকে পুলিশ নামক কোনো এক নরপশু সরাসরি মাথায় শুট করে ৷ আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে ৷

এমন আরো ১০জনের মতো ভাই রয়েছেন ৷ কারো মাথার খুলি উড়ে গিয়েছে, কারো মগজ বের হয়ে গেছে ৷ হাসপাতালে না গেলে কিংবা সরাসরি না দেখলে এই দৃশ্য আপনি কোনোদিন বুঝতে পারবেন না ৷

কাজল ভাইয়ের সহধর্মিনী ২টি আবদার করেছেন আমাদের কাছে ৷

১. আমরা সবাই যেন কাজল ভাই সহ সকলের জন্য মন থেকে দু'য়া করি ৷ আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন ৷

২. যাত্রাবাড়ি থানার যারা এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত এবং ফ্যাসিস্ট কাঠামোর যেই খুনিদের নির্দেশে এসব হয়েছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় ৷

25/08/2024

বন্যার্ত এলাকা পরিদর্শনের পর গুরুত্বপূর্ণ অবজারভেশন...

1.প্রান্তিক এলাকায় ত্রাণের সমবন্টণ নিশ্চিত করতে হবে। দেখা যাচ্ছে জেলা উপজেলা শহরগুলোতে পরিমাণের তুলনায় বেশি ত্রাণ অথচ গ্রামে খুবই কম ৷ তাই জেলা প্রশাসন, সশস্ত্র বাহিনী বা রেড ক্রিসেন্ট সহ গ্রাম পর্যায়ে যায় এমন দলগুলোর কাছে ত্রাণ পৌঁছে দিয়ে গ্রাম পর্যন্ত পৌছানোর ব্যবস্থা করতে হবে ৷

2. সব জেলাতে সরকারি ত্রাণ সহায়তা ও নগদ অর্থ সহায়তা পর্যাপ্ত নয়, বাড়াতে হবে।

3. বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।

4. দুর্যোগ পরবর্তী পানি বাহিত রোগ-ব্যাধি মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।

5. নোয়াখালীতে বন্যার পানির তুলনায় বৃষ্টির পানি বেশি জমে আছে তাই এখানে উদ্ধারের থেকে বেশি প্রয়োজন ত্রাণ।

6. কুমিল্লার চৌদ্দগ্রাম অঞ্চলে পানি নেমে যাচ্ছে তবে বুরিচং এবং আশেপাশের এলাকার অবস্থা দুর্বিষহ।

7. শিশু খাদ্য, গোখাদ্য সরবরাহ নেই বললেই চলে।

*8. অসাধু ব্যাবসায়ীদের প্রকোপ বাড়ছে, সংকটকে সুযোগ হিসেবে নিয়ে প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। এদের শায়েস্তা করতে হবে ৷

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছন্দ-কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share