20/09/2024
আহহহ! কি নির্মম হত্যাকাণ্ড ভাবতে পারেন?
(ঢাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে মানুষের চেয়ে অমানুষ জন্মায় বেশী। শুধু ঢাবি নয় প্রতিটা বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল সবখানেই অমানুষ গড়ে উঠছে। আর এই অমানুষ গড়ার পিছনে নোংরা রাজনীতি পুরোপুরি ভাবে দায়ি।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রাজনীতি মুছে ফেলা উচিৎ নয়তো পরবর্তী প্রজন্ম হিংস্র জানোয়ারেরনেয় বেরে উঠবে, আর আমরা সকাল সন্ধ্যা জানোয়ার গুলোর তান্ডব দেখবো ঠিক এইভাবে।
ভাববেন না আল্লাহ ছেড়ে দিবে,চেয়ে দেখেন মৃত্যুর আগপর্যন্ত ছেলেটার হাত উপরে ছিলো মানে আল্লাহর কাছে সব বলে গিয়েছে। অপেক্ষা করুন আল্লাহ নিশ্চয়ই ছাড়দেন, ছেড়ে দেননা।
কিয়ামাতের কিছু বিশেষ লক্ষন রাসুলুল্লাহ (সাল্লাহু আলাইহি ওয়াসসালাম) বলে গিয়েছেন।
তারমধ্যে একটি হচ্ছে,(তিনি বলেন যে কেয়ামতের আগে মানুষ জানোয়ারের নেয় আচরণ করবে,একজন মানুষ আরেকজনকে হত্যা করবে, যে হত্যা করবে সেও জানবে যে আমি কেনো তাকে হত্যা করলাম, যাকে হত্যা করা হবে সেও জানবে না যে আমাকে কেনো হত্যা করা হলো।
তফাজ্জলের মৃত্যুটাও ঠিক এরকম ভাবেই হয়েছে।
তফাজ্জল নিজেও জানেনা তাকে কেনো নির্মম ভাবে হত্যা করা হলো,যারা মেরেছে তারাও সঠিক ভাবে বলতে পারছে না কেনো তারা তফাজ্জলকে হত্যা করেছে।
( একজন হত্যাকারীকে সাংবাদিক জিজ্ঞেস করেছে যে কেনো তফাজ্জলকে হত্যা করেছেন, হত্যারকারী বলতেছে, ভাই আমি কি বলবো আসলে আবেগে পিটিয়েছি )
মানে ভাবতে পারেন কোন লেভেলের হিংস্র সমাজে বসবাস করি আমরা?
মানুষ তুমি মানুষ হও।
এই হত্যা কান্ডের দ্রুত বিচার চাই,এবং সর্বোচ্চ শাস্তির দাবি করছি।
আল্লাহ তফাজ্জল ভাইকে জান্নাতের উচ্চমাকাম দান করুন।
আমিন.............