Ït'ß më ǣyåt

Ït'ß më ǣyåt I'm lifeless for you >3

17/01/2025

মোবাইলে জমে থাকা কিছু অপ্রয়োজনীয় Image delete করছিলাম, ফোনও বার বার জিজ্ঞাসা করছিলো, 'Are You Sure?' আমি তখন সত্যি অবাক হয়ে ভাবছিলাম, 'একটা মেশিনও তাঁর Storage এ থাকা Image এর সাথে সম্পর্ক শেষ করার আগে Confirmation চাইছে!'

আর আমরা মেশিন চালানো মানুষগুলো, কোনো সম্পর্ক শেষ করার আগে Confirmation তো দূরের কথা, একটা Information পর্যন্ত দেওয়ার সৌজন্য দেখাতে পারি না...😅❤️‍🩹

11/01/2025

বয়ফ্রেন্ড এর চেয়ে এক্সের মেসেজ আসলে খুব ভাল্লাগে!🌚

11/01/2025

ধরেন আম্মু টেবিলে খাবার সাজাইতেছে আর আব্বু খাবার জন্য ডাকতেছে।
যতই বিরক্ত হন না কেন, Congratulations ✨ you are one of the luckiest persons in the world right now ❤️

11/01/2025

বিকাশে সেন্ড মানি করতে গিয়ে ৫০০০ টাকা
মোবাইল রিচার্জ করে অ!জ্ঞান হয়ে যাওয়া আমি!'🙂

11/01/2025

দুঃখে বুক ফেটে যায় তবুও, অনলাইনে আইসা ভন্ডামি করি।

11/01/2025

-আমি পুরুষ কে দেখেছি! বারবার ভালোবাসি বলেও, অন্য নারীতে আসক্ত হতে!

-আমি পুরুষ কে দেখেছি! এক নারীকে অপেক্ষা করতে বলে, অন্য নারী কে বিয়ে করতে!

-আমি পুরুষ কে দেখেছি! বারবার ভালোবাসি বলেও, পরিবারের অজুহাত দিয়ে ছেড়ে যেতে!

-কাউকে ভালোবাসা টা ভুল নয়! কিন্তু কাউকে অন্ধের মতো বিশ্বাস করাটা সবচেয়ে বড় ভুল!

11/01/2025

আচ্ছা তুমি কি? বলতে পারো অপেক্ষার আয়ু কতটুকু। তুমি কি বলতে পারো.. ধৈর্যের সীমানা কোথায় শেষ। তুমি কি? বলতে পারো.. চোখের পানি শুকিয়ে যাবে কখন।
তুমি কি? বলতে পারো বেদনার মত রংহীন অনুভূতি আর কি হতে পারে।
হয়তো তুমি বলতে পারো না। তা না হলে এত অজস্র দম বন্ধকর মুহূর্ত আমাকে দিতে পারতে না।

দিতে পারতে না মিথ্যা আশ্বাস, বলতে পারতে না ভালোবাসার কথা, দেখাতে পারতে না,পায়ে পা মিলিয়ে পৃথিবী ঘোরার স্বপ্ন।

তুমি সব পারো, শুধু পারো না আমাকে ভালোবাসতে।

তুমি কেবল ভালোবাসি বলেছিলে ভালোবাসোনি কখনো।

10/01/2025

জানেন আমার একটা "তুমি " আছে। সে হাসলে হাসি, কাঁদতে বাধ্য করলে কাঁদি সে যদি দূরে সরে যেতে বলে সরে যাব তারপর ভালো থাকবো কি খারাপ থাকবো জানি না তবে হাসতে ভুলে যাব তার জন্যে😄❤️‍🩹

27/10/2024

delete person, delete feelings, delete happiness, delete all.

25/10/2024

একবার যাওয়া দরকার 😊❤️‍🩹

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ït'ß më ǣyåt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share